অনলাইন ডেস্ক
ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে