অনলাইন ডেস্ক
অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।
এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।
নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।
আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।
ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।
অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।
এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।
নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।
আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।
ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।
নিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগে