অনলাইন ডেস্ক
দুটি সাধারণ ওয়াইফাই রাউটার ব্যবহার করেই কারও ওপর নজর রাখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে দেয়ালের ওপারের কোনো মানুষের ত্রিমাত্রিক ছবি ও দেহভঙ্গি তৈরি করার এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। কীভাবে এই প্রযুক্তি কাজ করে তা নতুন এক গবেষণাপত্রে তুলে ধরেছেন গবেষকেরা।
গবেষকেরা ডেন্সপোজ নামের একটি ডিপ নিউরাল নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে ওয়াইফাই সংকেত থেকে ইউভি (আলট্রা ভায়োলেট) স্থানাঙ্ক তৈরি করেছেন। একটি ত্রিমাত্রিক মডেল থেকে যেভাবে কম্পিউটারে দ্বিমাত্রিক ছবির ম্যাপিং করা হয় এটিও তেমন।
ইম্পিরিয়াল কলেজ লন্ডন, ফেসবুক এআই এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা এই ডেন্সপোজ প্রযুক্তি তৈরি করেছেন।
ডেন্সপোজ প্রযুক্তির বিষয়ে সর্বপ্রথম কানাডা–যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভাইস প্রতিবেদন প্রকাশ করে। ভাইস বলে, প্রযুক্তিটি দামি আরজিবি ক্যামেরা, এলআইডিএআর (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) ও র্যাডারের সহায়তা ছাড়াই সাধারণ ও সস্তা ওয়াইফাই অ্যানটেনাকে ওয়ানডি বা একমাত্রিক সেন্সর হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর আকার–আকৃতি ও দেহভঙ্গির ম্যাপিং করা যায়।
এ ছাড়া ঘরের মধ্যে কোনো বস্তুকে সঠিকভাবে শনাক্ত করাসহ এই প্রযুক্তি কোনো কক্ষের মধ্যে মানুষ রয়েছে কি না তা চিহ্নিত করতে পারে এবং সেই সঙ্গে বস্তুর বা মানুষের দেহভঙ্গিও শনাক্ত করতে পারে।
এ প্রযুক্তির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত কম আলোতেও বস্তু শনাক্ত করতে সক্ষম। যেখানে দামি ক্যামেরাতেও এমন পরিবেশে ছবি তোলা সম্ভব হয় না।
গবেষক জিয়াকি গেং, ডং হুয়াং এবং ফার্নান্দো দে লা টরে তাঁদের গবেষণাপত্রে ব্যাখ্যা করে বলেন, আমাদের মডেল ওয়াইফাই সংকেতকে একমাত্র ইনপুট হিসেবে ব্যবহার করে একাধিক বস্তুর জটিল অঙ্গভঙ্গির ধারণাচিত্র তৈরি করা যায়। এই প্রযুক্তি কম খরচে, বড় পরিসরে ব্যবহারের পথ প্রশস্ত করতে পারে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করে।
গবেষকেরা বলেন, ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে এই শনাক্তকরণ প্রযুক্তি হোম হেলথ কেয়ারে (গৃহ স্বাস্থ্য সেবা) ব্যবহার করা যাবে, যেখানে রোগী সার্বক্ষণিক ক্যামেরা বা ট্র্যাকিং ডিভাইসের পর্যবেক্ষণে থাকতে আপত্তি করেন।
কম আলো বা দেয়ালের মতো কোনো বাধা ওয়াইফাইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে না। সেই সঙ্গে এই প্রযুক্তি স্থাপন করতে খরচও অনেক কম হয়। এই গবেষণায় ব্যবহার করা হয়েছিল দুটি টিপি লিংক ওয়াইফাই রাউটার, যেগুলোর প্রতিটির দাম মাত্র ৩০ ডলার। অপরদিকে প্রচলিত এলআইডিআরের দাম ৭০০ ডলার।
গবেষকেরা আরও বলেছেন, মানুষের অবস্থান চিহ্নিত করার জন্য আরজিবি মডেলের পরিবর্তে ওয়াইফাই সংকেত বিকল্প হিসেবে সর্বজনীনভাবে ব্যবহার করা যাবে। অভ্যন্তরীণ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ওয়াইফাইভিত্তিক সমাধানে আলো ও কঠিন বাধার মতো বিষয়গুলোর সামান্য প্রভাবই থাকে। এ ছাড়া এই প্রযুক্তি ব্যক্তির গোপনীয়তা রক্ষা করে ও প্রয়োজনীয় সরঞ্জামগুলো যৌক্তিক মূল্যে কেনা যায়। উন্নয়নশীল বেশির ভাগ দেশের বাড়িতে ওয়াইফাই রাউটার রয়েছে এবং এই প্রযুক্তি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রবীণদের ওপর নজর রাখতে ব্যবহার করা যাবে।
দুটি সাধারণ ওয়াইফাই রাউটার ব্যবহার করেই কারও ওপর নজর রাখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে দেয়ালের ওপারের কোনো মানুষের ত্রিমাত্রিক ছবি ও দেহভঙ্গি তৈরি করার এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। কীভাবে এই প্রযুক্তি কাজ করে তা নতুন এক গবেষণাপত্রে তুলে ধরেছেন গবেষকেরা।
গবেষকেরা ডেন্সপোজ নামের একটি ডিপ নিউরাল নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে ওয়াইফাই সংকেত থেকে ইউভি (আলট্রা ভায়োলেট) স্থানাঙ্ক তৈরি করেছেন। একটি ত্রিমাত্রিক মডেল থেকে যেভাবে কম্পিউটারে দ্বিমাত্রিক ছবির ম্যাপিং করা হয় এটিও তেমন।
ইম্পিরিয়াল কলেজ লন্ডন, ফেসবুক এআই এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা এই ডেন্সপোজ প্রযুক্তি তৈরি করেছেন।
ডেন্সপোজ প্রযুক্তির বিষয়ে সর্বপ্রথম কানাডা–যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভাইস প্রতিবেদন প্রকাশ করে। ভাইস বলে, প্রযুক্তিটি দামি আরজিবি ক্যামেরা, এলআইডিএআর (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) ও র্যাডারের সহায়তা ছাড়াই সাধারণ ও সস্তা ওয়াইফাই অ্যানটেনাকে ওয়ানডি বা একমাত্রিক সেন্সর হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর আকার–আকৃতি ও দেহভঙ্গির ম্যাপিং করা যায়।
এ ছাড়া ঘরের মধ্যে কোনো বস্তুকে সঠিকভাবে শনাক্ত করাসহ এই প্রযুক্তি কোনো কক্ষের মধ্যে মানুষ রয়েছে কি না তা চিহ্নিত করতে পারে এবং সেই সঙ্গে বস্তুর বা মানুষের দেহভঙ্গিও শনাক্ত করতে পারে।
এ প্রযুক্তির আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটি অত্যন্ত কম আলোতেও বস্তু শনাক্ত করতে সক্ষম। যেখানে দামি ক্যামেরাতেও এমন পরিবেশে ছবি তোলা সম্ভব হয় না।
গবেষক জিয়াকি গেং, ডং হুয়াং এবং ফার্নান্দো দে লা টরে তাঁদের গবেষণাপত্রে ব্যাখ্যা করে বলেন, আমাদের মডেল ওয়াইফাই সংকেতকে একমাত্র ইনপুট হিসেবে ব্যবহার করে একাধিক বস্তুর জটিল অঙ্গভঙ্গির ধারণাচিত্র তৈরি করা যায়। এই প্রযুক্তি কম খরচে, বড় পরিসরে ব্যবহারের পথ প্রশস্ত করতে পারে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করে।
গবেষকেরা বলেন, ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে এই শনাক্তকরণ প্রযুক্তি হোম হেলথ কেয়ারে (গৃহ স্বাস্থ্য সেবা) ব্যবহার করা যাবে, যেখানে রোগী সার্বক্ষণিক ক্যামেরা বা ট্র্যাকিং ডিভাইসের পর্যবেক্ষণে থাকতে আপত্তি করেন।
কম আলো বা দেয়ালের মতো কোনো বাধা ওয়াইফাইয়ের মাধ্যমে পর্যবেক্ষণ প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে না। সেই সঙ্গে এই প্রযুক্তি স্থাপন করতে খরচও অনেক কম হয়। এই গবেষণায় ব্যবহার করা হয়েছিল দুটি টিপি লিংক ওয়াইফাই রাউটার, যেগুলোর প্রতিটির দাম মাত্র ৩০ ডলার। অপরদিকে প্রচলিত এলআইডিআরের দাম ৭০০ ডলার।
গবেষকেরা আরও বলেছেন, মানুষের অবস্থান চিহ্নিত করার জন্য আরজিবি মডেলের পরিবর্তে ওয়াইফাই সংকেত বিকল্প হিসেবে সর্বজনীনভাবে ব্যবহার করা যাবে। অভ্যন্তরীণ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ওয়াইফাইভিত্তিক সমাধানে আলো ও কঠিন বাধার মতো বিষয়গুলোর সামান্য প্রভাবই থাকে। এ ছাড়া এই প্রযুক্তি ব্যক্তির গোপনীয়তা রক্ষা করে ও প্রয়োজনীয় সরঞ্জামগুলো যৌক্তিক মূল্যে কেনা যায়। উন্নয়নশীল বেশির ভাগ দেশের বাড়িতে ওয়াইফাই রাউটার রয়েছে এবং এই প্রযুক্তি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রবীণদের ওপর নজর রাখতে ব্যবহার করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে