ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটোর ষষ্ঠ কিস্তির ফুটেজ ফাঁস

অনলাইন ডেস্ক
Thumbnail image

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ফ্র্যাঞ্চাইজি’র ষষ্ঠ কিস্তির ফুটেজ ফাঁস হয়েছে বলে দাবি করেছে গেম ডেভেলপার কোম্পানি রকস্টার গেমস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

‘টিপোটিউবারহ্যাকার’ ছদ্মনামের এক হ্যাকার রোববার জিটিএ ফোরামের একটি সাইটে ফুটেজগুলো আপলোড করেছেন বলে জানা গেছে। এই ঘটনাকে গেমিং ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে রকস্টার গেমস।

এ ব্যাপারে রকস্টার গেমস জানিয়েছে, তাদের নেটওয়ার্ক সিস্টেমে হ্যাকার কীভাবে অনুপ্রবেশ করেছে সে বিষয়ে এখনো তারা স্পষ্ট নয়। তবে জিটিএ ৬ থেকে ‘প্রাথমিক ফুটেজ’ চুরি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 

গেমের অভ্যন্তরীণ কোড, অ্যানিমেশন টেস্টিং, লেভেল ডিজাইনসহ ৯০ টিরও বেশি ছবি এবং ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে বলে দাবি করেছে তারা। ফাঁস হওয়া ফুটেজে দেখা যায়, প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজে নারী চরিত্র নিয়ে খেলা যাবে গেমটি। এ ছাড়াও ফুটেজটিতে দেখা গেছে, এবারের কিস্তিতে ম্যাপ হিসেবে থাকছে ২০০২ সালে মুক্তি পাওয়া জিটিএ: ভাইস সিটির মিয়ামি শহরের কাল্পনিক রূপ। 

স্ল্যাক মেসেজিং অ্যাপের মাধ্যমে রকস্টারের অভ্যন্তরীণ নেটওয়ার্কে অনুপ্রবেশ করে সেই ফুটেজগুলোর অ্যাকসেস পেয়েছেন বলে দাবি করেছেন ওই হ্যাকার এবং আরও ফুটেজ ফাঁস এড়াতে রকস্টারের নির্বাহীদের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। 

এদিকে জিটিএ ফোরামের মূল পোস্টটি মডারেটররা সরিয়ে ফেললেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ কারণে রকস্টার গেমস ইউটিউব এবং টুইটার থেকে ফুটেজগুলো সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে বলে জানা গেছে। 

সোমবার এক বিবৃতিতে রকস্টার গেমস জানিয়েছে, ‘আমাদের পরবর্তী গেমের যাবতীয় তথ্য এভাবে আপনাদের মাঝে ছড়িয়ে যাওয়ায় আমরা হতাশ।’ 

এ ব্যাপারে প্রতিশ্রুতি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পরবর্তী গ্র্যান্ড থেফট অটো গেমের কাজ আমাদের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকবে এবং আমরা আমাদের গেমারদের এমন নতুন এক অভিজ্ঞতা দেব, যা সত্যিই তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।’ 

রকস্টার জানিয়েছে, এ বছরের শুরুতে তারা জিটিএ ৬ এর ডেভেলপের কাজ শুরু করেছিল, যা ২০২৪-২৫ সাল নাগাদ মুক্তি পাওয়ার কথা। 

এ ঘটনার পর কিছু ভক্ত ধারণা করছেন, ফুটেজ ফাঁসের ফলে নতুন গেমের মুক্তি পিছিয়ে যেতে পারে। তবে নির্বাহীরা বলছেন, এমন ঘটনা তাদের চলমান গেম ডেভেলপ প্রজেক্টে কোনো দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত