টি এইচ মাহির
বাসাবাড়ি কিংবা অফিস-আদালতে নিরাপত্তার জন্য অথবা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখন খুবই সাধারণ ব্যাপার। কিন্তু কখনো কখনো অপরাধীরা সিসিটিভি ভেঙে অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়। তাই স্লোভেনিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান এমন সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে, যা বাসাবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে অপরাধীদের দিকে। এ ছাড়া বাড়ির আশপাশে সন্দেহজনক কাউকে চোখে পড়লে তাড়িয়ে দেবে।
পেইন্টক্যাম ইভ নামে এই সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে স্লোভেনিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওজ আইটি। এই ক্যামেরা অবৈধ অনুপ্রবেশকারী ও পশুপাখি শনাক্ত করতে পারে। সেই সঙ্গে তাদের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারে। তা ছাড়া এখানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অবজেক্ট শনাক্তকরণ প্রযুক্তি। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেয় পেইন্টক্যাম ক্যামেরা। আবার এটিকে অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
পেইন্টক্যাম আকারে বেশ ছোট ক্যামেরা। এটি বাসাবাড়িসহ যেকোনো স্থাপনার যেকোনো জায়গায় স্থাপন করা যাবে। পেইন্টক্যাম অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যাবে। নির্দিষ্ট করে দেওয়া জায়গায় অনুপ্রবেশকারী প্রবেশ করলে পেইন্টক্যাম ফেস রিকগনিশন দিয়ে তা শনাক্ত করতে পারবে। অপরিচিত মুখ শনাক্ত হলে অ্যালার্ম অথবা অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে।
অনুপ্রবেশকারীকে পেইন্টক্যাম পাঁচ সেকেন্ড সময় দেবে নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার। না গেলে এটি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে। এগুলো সতর্ক করার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করবে পেইন্টক্যাম ক্যামেরা। শুধু চিহ্নিত নয়, অবজেক্টকে ট্র্যাকও করতে পারে এই ক্যামেরা; অর্থাৎ অবজেক্ট যেদিকে যাবে, ক্যামেরাও সেদিকে ঘুরবে—যাকে মুভমেন্ট ডিটেকশন ফিচার বলা হয়েছে। মনিটরিং, অবজেক্ট ট্র্যাকিং, মুভমেন্ট ডিটেকশন ছাড়াও রাতের আঁধারে স্পষ্ট দেখতে পায় নাইট ভিশন ফিচারের এই ক্যামেরা।
পেইন্টক্যাম ক্যামেরায় ধারণ করা সব ভিডিও জমা হবে এর স্টোরেজে। অ্যাপের মাধ্যমে তা দেখা যাবে। আবার অ্যাপ দিয়ে এই ক্যামেরাকে বিভিন্নভাবে পরিচালনা করা যাবে। সাধারণ স্মার্ট হোম সিকিউরিটি ফিচারগুলো পাওয়া যাবে এখানে।
বর্তমানে পেইন্টক্যামের ইভ, ইভ প্লাস এবং ইভ প্রো এই তিনটি ধরন আছে। তবে ইভে শুধু স্মার্ট সিকিউরিটি ফিচারগুলো থাকলেও ইভ প্রো সংস্করণে সব ধরনের ফিচার পাওয়া যাবে।
সূত্র: পেইন্টক্যাম ডট ইউ
বাসাবাড়ি কিংবা অফিস-আদালতে নিরাপত্তার জন্য অথবা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখন খুবই সাধারণ ব্যাপার। কিন্তু কখনো কখনো অপরাধীরা সিসিটিভি ভেঙে অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়। তাই স্লোভেনিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান এমন সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে, যা বাসাবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে অপরাধীদের দিকে। এ ছাড়া বাড়ির আশপাশে সন্দেহজনক কাউকে চোখে পড়লে তাড়িয়ে দেবে।
পেইন্টক্যাম ইভ নামে এই সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে স্লোভেনিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওজ আইটি। এই ক্যামেরা অবৈধ অনুপ্রবেশকারী ও পশুপাখি শনাক্ত করতে পারে। সেই সঙ্গে তাদের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারে। তা ছাড়া এখানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অবজেক্ট শনাক্তকরণ প্রযুক্তি। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেয় পেইন্টক্যাম ক্যামেরা। আবার এটিকে অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
পেইন্টক্যাম আকারে বেশ ছোট ক্যামেরা। এটি বাসাবাড়িসহ যেকোনো স্থাপনার যেকোনো জায়গায় স্থাপন করা যাবে। পেইন্টক্যাম অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যাবে। নির্দিষ্ট করে দেওয়া জায়গায় অনুপ্রবেশকারী প্রবেশ করলে পেইন্টক্যাম ফেস রিকগনিশন দিয়ে তা শনাক্ত করতে পারবে। অপরিচিত মুখ শনাক্ত হলে অ্যালার্ম অথবা অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে।
অনুপ্রবেশকারীকে পেইন্টক্যাম পাঁচ সেকেন্ড সময় দেবে নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার। না গেলে এটি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে। এগুলো সতর্ক করার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করবে পেইন্টক্যাম ক্যামেরা। শুধু চিহ্নিত নয়, অবজেক্টকে ট্র্যাকও করতে পারে এই ক্যামেরা; অর্থাৎ অবজেক্ট যেদিকে যাবে, ক্যামেরাও সেদিকে ঘুরবে—যাকে মুভমেন্ট ডিটেকশন ফিচার বলা হয়েছে। মনিটরিং, অবজেক্ট ট্র্যাকিং, মুভমেন্ট ডিটেকশন ছাড়াও রাতের আঁধারে স্পষ্ট দেখতে পায় নাইট ভিশন ফিচারের এই ক্যামেরা।
পেইন্টক্যাম ক্যামেরায় ধারণ করা সব ভিডিও জমা হবে এর স্টোরেজে। অ্যাপের মাধ্যমে তা দেখা যাবে। আবার অ্যাপ দিয়ে এই ক্যামেরাকে বিভিন্নভাবে পরিচালনা করা যাবে। সাধারণ স্মার্ট হোম সিকিউরিটি ফিচারগুলো পাওয়া যাবে এখানে।
বর্তমানে পেইন্টক্যামের ইভ, ইভ প্লাস এবং ইভ প্রো এই তিনটি ধরন আছে। তবে ইভে শুধু স্মার্ট সিকিউরিটি ফিচারগুলো থাকলেও ইভ প্রো সংস্করণে সব ধরনের ফিচার পাওয়া যাবে।
সূত্র: পেইন্টক্যাম ডট ইউ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২১ ঘণ্টা আগে