অনলাইন ডেস্ক
নিরাপত্তার জন্য নিজের অবস্থান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করেন অনেকেই। বার্তা আদান-প্রদান ছাড়াও লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে নারীরা এই ফিচার ব্যবহার করে উপকার পেতে পারেন।
হোয়াটসঅ্যাপে আপনার বর্তমান অবস্থান শেয়ার করা বেশ সহজ। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে এই সুবিধা পাওয়া যায়।
ফিচারটি ব্যবহার আগে অ্যান্ড্রয়েড ডিভাইসে বা আইফোনের সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ সক্রিয় করতে হবে। এ ছাড়া ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপআপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. এবার নিচের দিকে থাকা ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। অপশনটি ক্যামেরা আইকোনের পাশে থাকবে।
৪. ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘লোকেশন’ অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে।
ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. নিচের দিকে ইচ্ছামতো সময়সীমাও বেছে নেওয়ার অপশনও রয়েছে। ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার মধ্যে থেকে পছন্দের সময়সীমা বেছে নিন।
সেই সময় পর্যন্ত আপনার লোকেশন প্রাপক জানতে পারবে।
৭. শেয়ার করা লোকেশনের সঙ্গে কোনো কিছু লিখতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখুন।
৮. এরপর নিচের ডান দিকে থাকা সবুজ রঙের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
আইফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. চ্যাট স্ক্রিনের নিচে বাম পাশে + আইকনে ট্যাপ করুন।
৪. একটি মেনু চালু হলে লোকেশন অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে। ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘শেয়ার লাইভ লোকেশন’ নির্বাচন করুন।
৬. লোকেশন শেয়ারের একটি সময়সীমা নির্বাচন করুন–১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টা।
৭. যদি প্রয়োজন হয় নিচের টেক্সট বক্সের মাধ্যমে একটি মন্তব্য যোগ করুন। তারপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করে লোকেশন শেয়ার করুন।
লাইভ লোকেশন শেয়ার বন্ধ করবেন যেভাবে
যখন আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছে যাবেন, তখন আপনি প্রাপকের সঙ্গে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেও লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। এজন্য হোয়াটসঅ্যাপের এ লাইভ লোকেশন মেসেজের নিচে থাকা ‘স্টপ শেয়ারিং’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড ও আইওএসে প্রায় একই।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবম
নিরাপত্তার জন্য নিজের অবস্থান প্রিয়জনদের সঙ্গে শেয়ার করেন অনেকেই। বার্তা আদান-প্রদান ছাড়াও লাইভ লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। বিশেষ করে নারীরা এই ফিচার ব্যবহার করে উপকার পেতে পারেন।
হোয়াটসঅ্যাপে আপনার বর্তমান অবস্থান শেয়ার করা বেশ সহজ। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে এই সুবিধা পাওয়া যায়।
ফিচারটি ব্যবহার আগে অ্যান্ড্রয়েড ডিভাইসে বা আইফোনের সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ সক্রিয় করতে হবে। এ ছাড়া ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপআপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. এবার নিচের দিকে থাকা ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। অপশনটি ক্যামেরা আইকোনের পাশে থাকবে।
৪. ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘লোকেশন’ অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে।
ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এরপর ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৬. নিচের দিকে ইচ্ছামতো সময়সীমাও বেছে নেওয়ার অপশনও রয়েছে। ১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টার মধ্যে থেকে পছন্দের সময়সীমা বেছে নিন।
সেই সময় পর্যন্ত আপনার লোকেশন প্রাপক জানতে পারবে।
৭. শেয়ার করা লোকেশনের সঙ্গে কোনো কিছু লিখতে চাইলে নিচের টেক্সট বক্সে লিখুন।
৮. এরপর নিচের ডান দিকে থাকা সবুজ রঙের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
আইফোনে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করুন।
২. যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট নির্বাচন করুন।
৩. চ্যাট স্ক্রিনের নিচে বাম পাশে + আইকনে ট্যাপ করুন।
৪. একটি মেনু চালু হলে লোকেশন অপশনে ট্যাপ করুন। ফোনের লোকেশন চালু না থাকলে এই পর্যায়ে তা চালু করতে হবে। ফিচারটি ব্যবহারে সময় অবস্থান শেয়ারের অনুমতি চাওয়ার পপ আপ নোটিফিকেশন এলে ‘অ্যালাউ ওয়ান্স’ বা ‘অ্যালাউ হোয়াইল ইউজিং অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘শেয়ার লাইভ লোকেশন’ নির্বাচন করুন।
৬. লোকেশন শেয়ারের একটি সময়সীমা নির্বাচন করুন–১৫ মিনিট, ১ ঘণ্টা বা ৮ ঘণ্টা।
৭. যদি প্রয়োজন হয় নিচের টেক্সট বক্সের মাধ্যমে একটি মন্তব্য যোগ করুন। তারপর ‘সেন্ড’ বাটনে ট্যাপ করে লোকেশন শেয়ার করুন।
লাইভ লোকেশন শেয়ার বন্ধ করবেন যেভাবে
যখন আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছে যাবেন, তখন আপনি প্রাপকের সঙ্গে আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন। এ ছাড়া নির্ধারিত সময়ের আগেও লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। এজন্য হোয়াটসঅ্যাপের এ লাইভ লোকেশন মেসেজের নিচে থাকা ‘স্টপ শেয়ারিং’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েড ও আইওএসে প্রায় একই।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও বিবম
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে