চিপ নির্মাতা ইন্টেল গত বৃহস্পতিবার ইতিবাচক রাজস্ব পূর্বাভাস প্রকাশ করলেও নিজেদের একটি সংকটের বিষয়কে আড়াল করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বিক্রির ক্ষেত্রে চলতি বছরের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ইন্টেল। ২০২৪ সালে ‘গাউডি অ্যাক্সিলারেটর’ চিপের মাধ্যেম ৫০ কোটি ডলারের বেশি আয় করার আশা করেছিল কোম্পানিটি। তবে সম্প্রতি এই পূর্বাভাস বাতিল করছে ইন্টেল। চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশনগুলোর পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে।
বিশ্লেষকদের কাছে চিপ বিক্রির ধীর গতি কারণ ব্যাখ্যা করেন সিইও প্যাট প্যাট গেলসিঙ্গার। চিপ বিক্রির ধীর গতির জন্য সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যা এবং চিপের দ্বিতীয় থেকে তৃতীয় প্রজন্মে পরিবর্তনকে দায়ী করেন তিনি।
গত বৃহস্পতিবার আয়ের পূর্বাভাস তুলে ধরে ইন্টেল। এই পূর্বাভাসের পর গত শুক্রবার দিনের শুরু শেয়ার দর ৫ শতাংশ বাড়লেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইন্টেলের শেয়ারের মূল্য ৫০ শতাংশের এর বেশি কমে গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে, ইন্টেল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে পিছিয়ে পড়েছে এবং কোম্পানিটির পুনর্গঠনে সমস্যায় সম্মুখীন হচ্ছে।
গাউডি চিপের বিক্রির সংখ্যা ইন্টেলের দীর্ঘমেয়াদি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সমস্যাগুলোকে তুলে ধরে। এটি বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি পূরণ করতে ইন্টেলের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোকেও প্রকাশ করে।
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি উন্মোচনের পর গেলসিঙ্গার আশা করেছিলেন যে, ইন্টেলের কৃত্রিম বুদ্ধিমত্তা চিপগুলো ব্যবসায়িকদের আকৃষ্ট করতে পারবে।
সেসময় ইন্টেলের দলগুলো পূর্বাভাস দেয় যে, তারা সর্বাধিক ৫০ কোটি ডলার বিক্রি করতে পারবে। তবে তখন গেলসিঙ্গার তার নির্বাহীদের বলেন যে, এই সংখ্যা যথেষ্ট নয়। ইন্টেলকে কমপক্ষে ১ বিলিয়ন ডলারের বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কারণ চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার তুলনামূলক অনেক বেশি ছিপ বিক্রি করে।
এ জন্য ২০২৩ সালে জুলাই মাসে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন ব্যবসার সুযোগ তৈরি করেছিল কোম্পানিটি।
রয়টার্স জানায়, সে সময় লক্ষ্যমাত্রা পূরণের জন্য চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি থেকে যথেষ্ট সরবরাহ নিশ্চিত করতে পারেনি ইন্টেল।
ইন্টেল বলেছে, ‘কোনো কোম্পানি তার সম্ভাব্য প্রকল্পগুলো ১০০ শতাংশ রাজস্বে রূপান্তর করতে পারে না। আমরা আমাদের টিমের জন্য উচ্চাকাঙ্ক্ষী অভ্যন্তরীণ লক্ষ্য নির্ধারণে দুঃখিত নই এবং আমরা সব সময় নিজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’
এ বছরের জানুয়ারিতে ইন্টেল বিনিয়োগকারীদের জানিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের জন্য ২০০ কোটি ডলার দামেরও বেশি চুক্তি সম্ভব। এপ্রিল মাসে গেলসিঙ্গার বলেছিলেন, তিনি ২০২৪ সালে ৫০ কোটিরও বেশি এ ধরনের আয়ের আশা করছেন। কিন্তু বৃহস্পতিবার তিনি এই পূর্বাভাস বাতিল করার কথা বলেন।
ইন্টেল বর্তমান কৌশল সম্পর্কে প্যাট গেলসিঙ্গার বলেন, এআই ডেটা সেন্টারের জন্য সিপিইউ এর চাহিদা বাড়ছে এবং গ্রাহকেরা গাউডি চিপের প্রতি ‘বেশ আগ্রহ’ দেখাচ্ছে। তিনি আরও বলেন, কোম্পানির তৃতীয় প্রজন্মের চিপ আরও বেশি শক্তিশালী।
তৃতীয় ত্রৈমাসিকের আয়ের প্রতিবেদন অনুযায়ী, ইন্টেল ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি। তবে পুনর্গঠনসহ বিভিন্ন খরচের জন্য কোম্পানিটির ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
এ ছাড়া ইন্টেলকে অ্যাপল কিনে নেবে এমন কানাঘুষাও চলছে।
চিপ নির্মাতা ইন্টেল গত বৃহস্পতিবার ইতিবাচক রাজস্ব পূর্বাভাস প্রকাশ করলেও নিজেদের একটি সংকটের বিষয়কে আড়াল করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বিক্রির ক্ষেত্রে চলতি বছরের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ইন্টেল। ২০২৪ সালে ‘গাউডি অ্যাক্সিলারেটর’ চিপের মাধ্যেম ৫০ কোটি ডলারের বেশি আয় করার আশা করেছিল কোম্পানিটি। তবে সম্প্রতি এই পূর্বাভাস বাতিল করছে ইন্টেল। চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশনগুলোর পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে।
বিশ্লেষকদের কাছে চিপ বিক্রির ধীর গতি কারণ ব্যাখ্যা করেন সিইও প্যাট প্যাট গেলসিঙ্গার। চিপ বিক্রির ধীর গতির জন্য সফ্টওয়্যার সম্পর্কিত সমস্যা এবং চিপের দ্বিতীয় থেকে তৃতীয় প্রজন্মে পরিবর্তনকে দায়ী করেন তিনি।
গত বৃহস্পতিবার আয়ের পূর্বাভাস তুলে ধরে ইন্টেল। এই পূর্বাভাসের পর গত শুক্রবার দিনের শুরু শেয়ার দর ৫ শতাংশ বাড়লেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইন্টেলের শেয়ারের মূল্য ৫০ শতাংশের এর বেশি কমে গেছে। এর মাধ্যমে বোঝা যায় যে, ইন্টেল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে পিছিয়ে পড়েছে এবং কোম্পানিটির পুনর্গঠনে সমস্যায় সম্মুখীন হচ্ছে।
গাউডি চিপের বিক্রির সংখ্যা ইন্টেলের দীর্ঘমেয়াদি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সমস্যাগুলোকে তুলে ধরে। এটি বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি পূরণ করতে ইন্টেলের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোকেও প্রকাশ করে।
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি উন্মোচনের পর গেলসিঙ্গার আশা করেছিলেন যে, ইন্টেলের কৃত্রিম বুদ্ধিমত্তা চিপগুলো ব্যবসায়িকদের আকৃষ্ট করতে পারবে।
সেসময় ইন্টেলের দলগুলো পূর্বাভাস দেয় যে, তারা সর্বাধিক ৫০ কোটি ডলার বিক্রি করতে পারবে। তবে তখন গেলসিঙ্গার তার নির্বাহীদের বলেন যে, এই সংখ্যা যথেষ্ট নয়। ইন্টেলকে কমপক্ষে ১ বিলিয়ন ডলারের বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কারণ চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার তুলনামূলক অনেক বেশি ছিপ বিক্রি করে।
এ জন্য ২০২৩ সালে জুলাই মাসে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন ব্যবসার সুযোগ তৈরি করেছিল কোম্পানিটি।
রয়টার্স জানায়, সে সময় লক্ষ্যমাত্রা পূরণের জন্য চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি থেকে যথেষ্ট সরবরাহ নিশ্চিত করতে পারেনি ইন্টেল।
ইন্টেল বলেছে, ‘কোনো কোম্পানি তার সম্ভাব্য প্রকল্পগুলো ১০০ শতাংশ রাজস্বে রূপান্তর করতে পারে না। আমরা আমাদের টিমের জন্য উচ্চাকাঙ্ক্ষী অভ্যন্তরীণ লক্ষ্য নির্ধারণে দুঃখিত নই এবং আমরা সব সময় নিজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’
এ বছরের জানুয়ারিতে ইন্টেল বিনিয়োগকারীদের জানিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের জন্য ২০০ কোটি ডলার দামেরও বেশি চুক্তি সম্ভব। এপ্রিল মাসে গেলসিঙ্গার বলেছিলেন, তিনি ২০২৪ সালে ৫০ কোটিরও বেশি এ ধরনের আয়ের আশা করছেন। কিন্তু বৃহস্পতিবার তিনি এই পূর্বাভাস বাতিল করার কথা বলেন।
ইন্টেল বর্তমান কৌশল সম্পর্কে প্যাট গেলসিঙ্গার বলেন, এআই ডেটা সেন্টারের জন্য সিপিইউ এর চাহিদা বাড়ছে এবং গ্রাহকেরা গাউডি চিপের প্রতি ‘বেশ আগ্রহ’ দেখাচ্ছে। তিনি আরও বলেন, কোম্পানির তৃতীয় প্রজন্মের চিপ আরও বেশি শক্তিশালী।
তৃতীয় ত্রৈমাসিকের আয়ের প্রতিবেদন অনুযায়ী, ইন্টেল ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা বিশ্লেষকদের অনুমানের চেয়ে বেশি। তবে পুনর্গঠনসহ বিভিন্ন খরচের জন্য কোম্পানিটির ১৬ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
এ ছাড়া ইন্টেলকে অ্যাপল কিনে নেবে এমন কানাঘুষাও চলছে।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৪ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৭ ঘণ্টা আগে