অনলাইন ডেস্ক
প্রায় দুই বছর পর নতুন আইপ্যাডের মডেল উন্মোচন করল অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় ‘লেট লুজ’ শীর্ষক বিশেষ এক অনুষ্ঠানে নতুন আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিল প্রো উন্মোচন করে এই টেক জায়ান্ট।
আইপ্যাড এয়ার
এবার প্রথমবারের মতো একই সঙ্গে দুই সাইজের আইপ্যাড এয়ার উন্মোচন করল অ্যাপল। আইপ্যাড এয়ারের নতুন ১৩ ইঞ্চি ও ১১ ইঞ্চির সংস্করণ নিয়ে এসেছে কোম্পানিটি। এ ছাড়া আইপ্যাড এয়ারে থাকবে এম–২ চিপ, যা এম-১ চিপের তুলনায় ৫০ শতাংশ বেশি দ্রুতগতির।
আইপ্যাডের ডিজাইনার ডিরেক্টর মেলোডি কুনা বলেন, আইপ্যাড প্রোর অর্ধেক ব্যবহারকারীরা বড় পর্দা পছন্দ করেন। এ জন্য বড় পর্দার দুটি সংস্করণ আনা হয়েছে।
আইপ্যাড এয়ারের রং ও দাম
আইপ্যাড এয়ারের চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হল–নীল, বেগুনি, স্টারলাইট ও স্পেস গ্রে। ১১ ইঞ্চি সংস্করণের আইপ্যাডের দাম ৫৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের দাম ৭৯৯ ডলার। দুটি মডেলেই ১২৮ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
আইপ্যাড প্রো
নতুন আইপ্যাড প্রো এবার আগের মডেলের চেয়ে অনেক চিকন হবে। আইপ্যাড প্রোও ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি সাইজে পাওয়া যাবে। এর মধ্যে ১১ ইঞ্চির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৩ মিলিমিটার ও ১৩ ইঞ্চির সংস্করণটির পুরুত্ব হবে ৫ দশমিক ১ মিলিমিটার। এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা পণ্য।
আইপ্যাড প্রো–তে শুধু বাহ্যিক পরিবর্তনই নিয়ে আসেনি অ্যাপল। এর সঙ্গে নতুন প্রজন্মের শক্তিশালী এম ৪ চিপ যুক্ত করা হয়েছে। আগের আইপ্যাড প্রোতে এম ২ চিপ যুক্ত ছিল।
আইপ্যাড প্রো–এর রং ও দাম
আইপ্যাড প্রো দুই রঙে পাওয়া যাবে। সেগুলো হল–কালো ও ধূসর। মডেলটির ১১ ইঞ্চি সংস্করণের দাম ৯৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের দাম ১ হাজার ২৯৯ ডলার।
নতুন এম ৪ চিপ
অ্যাপলের সবচেয়ে শক্তিশালী চিপ ১০ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ রয়েছে। চিপটি ৩ ন্যানোমিটার প্রসেস ব্যবহার করে তৈরি করা হয়েছে। অ্যাপল বলছে এটি এম ২ চিপের চেয়েরও ৫০ গুণ বেশি দ্রুত কাজ করবে।
অ্যাপল পেনসিল প্রো
গত বছর ইউএসবি সি যুক্ত অ্যাপল পেনসিল নিয়ে আসে অ্যাপল। এই অনুষ্ঠানে ‘হেপটিক ফিডব্যাক’ ফিচারসহ নতুন অ্যাপল পেনসিল প্রো উন্মোচন করেন। এতে নতুন একটি গেসচার যুক্ত করা হয়েছে। পেনসিলে চাপ দেওয়ার ফলে একটি নতুন মেনু চালু হবে। পেনসিলটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশের আকার পরিবর্তন করা যাবে। পেনসিলটি ফাইন্ড মাই ফিচার সমর্থিত। ফলে পেনসিল হারিয়ে গেলে তা সহজে খুঁজে পাওয়া যাবে।
অ্যাপল পেনসিল প্রো নতুন আইপ্যাড প্রো–র এর সঙ্গে কাজ করবে। পেনসিল প্রো এর দাম ১২৯ ডলার হবে।
ম্যাজিক কিবোর্ড
নতুন ম্যাজিক কিবোর্ডের জন্য অ্যালুমিনিয়াম পাম রেস্ট থাকবে। পাশাপাশি হেপটিক ফিডব্যাকসহ বড় ট্র্যাকপ্যাড যুক্ত হবে ও নতুন ফাংশন কি এর একটি সারি যুক্ত করা হয়েছে। আইপ্যাড প্রোর সঙ্গে মিল রেখে কিবোর্ডটি ধূসর ও কালো রঙে তৈরি করা হয়েছে।
আইপ্যাড প্রো–এর ১১ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত ম্যাজিক কিবোর্ডটির দাম ২৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত কিবোর্ডটির দাম ৩৪৯ ডলার।
দাম কমবে আগের আইপ্যাডের
দশম প্রজন্মের আইপ্যাডের দাম ১০০ ডলার কমিয়ে ৩৪৯ ডলার রাখছে অ্যাপল।
ক্রিয়েটিভ স্যুটের আপডেট
অ্যাপলের এডিটিং সফটওয়্যার ফাইনাল কাট প্রো অ্যাপের সঙ্গে কাজ করার জন্য নতুন ফাইনাল কাট ক্যামেরা অ্যাপ উন্মোচন করেছে কোম্পানিটি। একাধিক ক্যামেরার লাইভ ভিডিও একসঙ্গে দেখার জন্য এই অ্যাপ তৈরি করা হয়েছে। নতুন অ্যাপটি ফাইনাল কাট প্রোর সঙ্গে সিনক্রোনাইজ হবে। ফলে বিভিন্ন আইফোন বা আইপ্যাডকে বিভিন্ন স্থানে রেখে ভিডিও করলে তা আইপ্যাডে একই সঙ্গে দেখা যাবে।
এ ছাড়া লজিক প্রোতে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার যুক্ত করেছে। এ ছাড়া নতুন ভার্চুয়াল বেস ও কিবোর্ড প্লেয়ারও লজিক প্রো–তে পাওয়া যাবে।
প্রায় দুই বছর পর নতুন আইপ্যাডের মডেল উন্মোচন করল অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় ‘লেট লুজ’ শীর্ষক বিশেষ এক অনুষ্ঠানে নতুন আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিল প্রো উন্মোচন করে এই টেক জায়ান্ট।
আইপ্যাড এয়ার
এবার প্রথমবারের মতো একই সঙ্গে দুই সাইজের আইপ্যাড এয়ার উন্মোচন করল অ্যাপল। আইপ্যাড এয়ারের নতুন ১৩ ইঞ্চি ও ১১ ইঞ্চির সংস্করণ নিয়ে এসেছে কোম্পানিটি। এ ছাড়া আইপ্যাড এয়ারে থাকবে এম–২ চিপ, যা এম-১ চিপের তুলনায় ৫০ শতাংশ বেশি দ্রুতগতির।
আইপ্যাডের ডিজাইনার ডিরেক্টর মেলোডি কুনা বলেন, আইপ্যাড প্রোর অর্ধেক ব্যবহারকারীরা বড় পর্দা পছন্দ করেন। এ জন্য বড় পর্দার দুটি সংস্করণ আনা হয়েছে।
আইপ্যাড এয়ারের রং ও দাম
আইপ্যাড এয়ারের চারটি রঙে পাওয়া যাবে। সেগুলো হল–নীল, বেগুনি, স্টারলাইট ও স্পেস গ্রে। ১১ ইঞ্চি সংস্করণের আইপ্যাডের দাম ৫৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের দাম ৭৯৯ ডলার। দুটি মডেলেই ১২৮ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
আইপ্যাড প্রো
নতুন আইপ্যাড প্রো এবার আগের মডেলের চেয়ে অনেক চিকন হবে। আইপ্যাড প্রোও ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি সাইজে পাওয়া যাবে। এর মধ্যে ১১ ইঞ্চির পুরুত্ব মাত্র ৫ দশমিক ৩ মিলিমিটার ও ১৩ ইঞ্চির সংস্করণটির পুরুত্ব হবে ৫ দশমিক ১ মিলিমিটার। এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা পণ্য।
আইপ্যাড প্রো–তে শুধু বাহ্যিক পরিবর্তনই নিয়ে আসেনি অ্যাপল। এর সঙ্গে নতুন প্রজন্মের শক্তিশালী এম ৪ চিপ যুক্ত করা হয়েছে। আগের আইপ্যাড প্রোতে এম ২ চিপ যুক্ত ছিল।
আইপ্যাড প্রো–এর রং ও দাম
আইপ্যাড প্রো দুই রঙে পাওয়া যাবে। সেগুলো হল–কালো ও ধূসর। মডেলটির ১১ ইঞ্চি সংস্করণের দাম ৯৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের দাম ১ হাজার ২৯৯ ডলার।
নতুন এম ৪ চিপ
অ্যাপলের সবচেয়ে শক্তিশালী চিপ ১০ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ রয়েছে। চিপটি ৩ ন্যানোমিটার প্রসেস ব্যবহার করে তৈরি করা হয়েছে। অ্যাপল বলছে এটি এম ২ চিপের চেয়েরও ৫০ গুণ বেশি দ্রুত কাজ করবে।
অ্যাপল পেনসিল প্রো
গত বছর ইউএসবি সি যুক্ত অ্যাপল পেনসিল নিয়ে আসে অ্যাপল। এই অনুষ্ঠানে ‘হেপটিক ফিডব্যাক’ ফিচারসহ নতুন অ্যাপল পেনসিল প্রো উন্মোচন করেন। এতে নতুন একটি গেসচার যুক্ত করা হয়েছে। পেনসিলে চাপ দেওয়ার ফলে একটি নতুন মেনু চালু হবে। পেনসিলটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশের আকার পরিবর্তন করা যাবে। পেনসিলটি ফাইন্ড মাই ফিচার সমর্থিত। ফলে পেনসিল হারিয়ে গেলে তা সহজে খুঁজে পাওয়া যাবে।
অ্যাপল পেনসিল প্রো নতুন আইপ্যাড প্রো–র এর সঙ্গে কাজ করবে। পেনসিল প্রো এর দাম ১২৯ ডলার হবে।
ম্যাজিক কিবোর্ড
নতুন ম্যাজিক কিবোর্ডের জন্য অ্যালুমিনিয়াম পাম রেস্ট থাকবে। পাশাপাশি হেপটিক ফিডব্যাকসহ বড় ট্র্যাকপ্যাড যুক্ত হবে ও নতুন ফাংশন কি এর একটি সারি যুক্ত করা হয়েছে। আইপ্যাড প্রোর সঙ্গে মিল রেখে কিবোর্ডটি ধূসর ও কালো রঙে তৈরি করা হয়েছে।
আইপ্যাড প্রো–এর ১১ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত ম্যাজিক কিবোর্ডটির দাম ২৯৯ ডলার ও ১৩ ইঞ্চি সংস্করণের সঙ্গে সমর্থিত কিবোর্ডটির দাম ৩৪৯ ডলার।
দাম কমবে আগের আইপ্যাডের
দশম প্রজন্মের আইপ্যাডের দাম ১০০ ডলার কমিয়ে ৩৪৯ ডলার রাখছে অ্যাপল।
ক্রিয়েটিভ স্যুটের আপডেট
অ্যাপলের এডিটিং সফটওয়্যার ফাইনাল কাট প্রো অ্যাপের সঙ্গে কাজ করার জন্য নতুন ফাইনাল কাট ক্যামেরা অ্যাপ উন্মোচন করেছে কোম্পানিটি। একাধিক ক্যামেরার লাইভ ভিডিও একসঙ্গে দেখার জন্য এই অ্যাপ তৈরি করা হয়েছে। নতুন অ্যাপটি ফাইনাল কাট প্রোর সঙ্গে সিনক্রোনাইজ হবে। ফলে বিভিন্ন আইফোন বা আইপ্যাডকে বিভিন্ন স্থানে রেখে ভিডিও করলে তা আইপ্যাডে একই সঙ্গে দেখা যাবে।
এ ছাড়া লজিক প্রোতে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার যুক্ত করেছে। এ ছাড়া নতুন ভার্চুয়াল বেস ও কিবোর্ড প্লেয়ারও লজিক প্রো–তে পাওয়া যাবে।
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে