পিছিয়ে গেছে টেসলার সাইবারট্রাক উৎপাদন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭: ১২
Thumbnail image

চলতি বছরের শেষ নাগাদ বৈদ্যুতিক সাইবার ট্রাক উৎপাদন শুরুর কথা জানিয়েছিল টেসলা ইনকরপোরেশন। কিন্তু এ পরিকল্পনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। 

গতকাল বৃহস্পতিবার এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ সাইবারট্রাক উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে টেসলা। 

ওই সূত্র জানায়, বর্তমান বাজারে এই পণ্যের প্রতিযোগিতা বাড়ায় আরও উদ্ভাবনী ফিচার ও ফাংশন যুক্ত করে বিদ্যুৎচালিত পিকআপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী বছরের প্রথম দিকে খুব সীমিত পরিসরেই, তা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টেসলা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পিকআপ ব্যাপক জনপ্রিয়। তবে বৈদ্যুতিক পিকআপ চালুর ক্ষেত্রে টেসলার থেকে এগিয়ে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটোর ও রিভিয়ান অটোমোটিভ। তাই টেসলাও এ সেগমেন্টে পিছিয়ে থাকতে চায় না। 

এর আগে এ মাসের শুরুতে ফোর্ড জানিয়েছিল, চলতি বছর প্রতিষ্ঠানটি তার এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক পিকআপের বার্ষিক উৎপাদন দ্বিগুণ করে ১ লাখ ৫০ হাজারে নিয়ে যাবে। 

গত বৃহস্পতিবার ফোর্ডের বাজারমূল্য প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যেখানে টেসলার শেয়ার মূল্য ৬ দশমিক ৭ শতাংশ ও রিভিয়ানের ৭ দশমিক ১ শতাংশ কমে গেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত