ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সুবিধা ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আজ শুক্রবার ভারতের বাজারে উন্মোচন হলো ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্মার্টফোন। এ ছাড়া ফোনটিতে ৫ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে। চিপসেট হিসেবে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির ‘হেলো লাইটনিং’ ফিচার রয়েছে। এটি নোটিফিকেশনের ধরন, গেমিং মোড ও মিউজিকের ছন্দ অনুযায়ী বিভিন্ন রঙ দেখাবে। ফিচারটি কণ্ঠের মাধ্যমে চালু করা যায়। এটি পেছনের দিকে ক্যামেরার সঙ্গে থাকবে। ফোনকল বা মেসেজ এলেও এটি জ্বলবে।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) দাম ও রং
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) এর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৮ হাজার ১৬৬ টাকা। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি দুই রঙে পাওয়া যাবে—অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
ফোনটিতে দুই বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও তিন বছর নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স কোম্পানি।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের প্রধান ক্যামেরা। বাকি দুটি ক্যামেরার সম্পর্কে বিস্তারিত তথ্য বলেনি কোম্পানিটি। তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর মধ্য একটিতে ডেপথ সেন্সর রয়েছে ও আরেকটিতে ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.২৭ x৭৪.৫ x ৮.০৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়েল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ফুল এইচডি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ১৩০০ নিটস
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: এফএইচডি +
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: জেবিএলের সমর্থনসহ ডুয়েল স্পিকার
ব্লুটুথ: আছে
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ক্যামেরা ৩৩ ওয়াট ও ১৫ ওয়াট ওয়্যারলেস সমর্থন
রঙ: অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ওয়্যারলেস বা তারবিহীন চার্জিং সুবিধা ও ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আজ শুক্রবার ভারতের বাজারে উন্মোচন হলো ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্মার্টফোন। এ ছাড়া ফোনটিতে ৫ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে। চিপসেট হিসেবে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তির ‘হেলো লাইটনিং’ ফিচার রয়েছে। এটি নোটিফিকেশনের ধরন, গেমিং মোড ও মিউজিকের ছন্দ অনুযায়ী বিভিন্ন রঙ দেখাবে। ফিচারটি কণ্ঠের মাধ্যমে চালু করা যায়। এটি পেছনের দিকে ক্যামেরার সঙ্গে থাকবে। ফোনকল বা মেসেজ এলেও এটি জ্বলবে।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) দাম ও রং
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) এর ৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৮ হাজার ১৬৬ টাকা। তবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি দুই রঙে পাওয়া যাবে—অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
ফোনটিতে দুই বছর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও তিন বছর নিয়মিত সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইনফিনিক্স কোম্পানি।
ইনফিনিক্স নোট ৪০ (৫ জি) স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। ১০৮ মেগাপিক্সেল সেন্সরের প্রধান ক্যামেরা। বাকি দুটি ক্যামেরার সম্পর্কে বিস্তারিত তথ্য বলেনি কোম্পানিটি। তবে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর মধ্য একটিতে ডেপথ সেন্সর রয়েছে ও আরেকটিতে ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.২৭ x৭৪.৫ x ৮.০৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়েল ন্যানো
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ফুল এইচডি অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
ব্রাইটনেস: ১৩০০ নিটস
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: এফএইচডি +
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪
চিপসেট: অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
স্পিকার: জেবিএলের সমর্থনসহ ডুয়েল স্পিকার
ব্লুটুথ: আছে
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ওয়্যারড ক্যামেরা ৩৩ ওয়াট ও ১৫ ওয়াট ওয়্যারলেস সমর্থন
রঙ: অবসেডিয়ান ব্ল্যাক (কালো) ও টাইটান গোল্ড (সোনালি)।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৩ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে