অনলাইন ডেস্ক
অনেক সময় বন্ধুদের সঙ্গে অন্য অ্যাপের ফিচার সম্পর্কে জানাতে বা কোনো লম্বা চ্যাট শেয়ার করার জন্য স্ক্রিনশটের ছেয়ে স্ক্রিন রেকর্ড বেশি কার্যকরী। আইফোনেও স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। তাই থার্ড পার্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
খুব সহজেই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১. আইফোনের সেটিংস থেকে কন্ট্রোল সেন্টার অপশনে প্রবেশ করুন। এরপর ‘+’ আইকোনে ট্যাপ করে বিভিন্ন ফিচারের তালিকা থেকে স্ক্রিন রেকর্ড ফিচারটি যুক্ত করুন। এর মাধ্যমে প্রতিবার স্ক্রিন রেকর্ড পদ্ধতিটি সহজ হয়ে যাবে।
২. আইফোনের নতুন মডেলগুলোতে কন্ট্রোল সেন্টার চালু করার জন্য ডানপাশের কোনা থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। আর পুরোনো মডেলগুলোতে নিচের থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন।
৩. কন্ট্রোল সেন্টার মেনুতে একটি লাল রঙের গোলাকার রেকর্ডিং বাটন দেখা যাবে। এতে ট্যাপ করুন। এর ফলে আইফোনে ৩ সেকেন্ড পার হলেই স্ক্রিন রেকর্ড শুরু হবে। আইফোনে একটি স্বচ্ছ লাল ডট দেখা গেলে বোঝা যাবে যে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে।
৪. রেকর্ড শুরু হলে ফোনের যে বিষয় রেকর্ড করতে চান সেসব জায়গায় প্রবেশ করুন। আপনার ফোনে এখন যাই করবেন তাই রেকর্ড হবে। রেকর্ড বন্ধের জন্য স্ক্রিনের ওপরে থাকা লাল ডটটিতে আবার ট্যাপ করুন।
৫. স্ক্রিন রেকর্ডটি আইফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটি কাট, ক্রপ ও ফিল্টার অপশনের মাধ্যমে এডিট করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
অনেক সময় বন্ধুদের সঙ্গে অন্য অ্যাপের ফিচার সম্পর্কে জানাতে বা কোনো লম্বা চ্যাট শেয়ার করার জন্য স্ক্রিনশটের ছেয়ে স্ক্রিন রেকর্ড বেশি কার্যকরী। আইফোনেও স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। তাই থার্ড পার্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
খুব সহজেই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১. আইফোনের সেটিংস থেকে কন্ট্রোল সেন্টার অপশনে প্রবেশ করুন। এরপর ‘+’ আইকোনে ট্যাপ করে বিভিন্ন ফিচারের তালিকা থেকে স্ক্রিন রেকর্ড ফিচারটি যুক্ত করুন। এর মাধ্যমে প্রতিবার স্ক্রিন রেকর্ড পদ্ধতিটি সহজ হয়ে যাবে।
২. আইফোনের নতুন মডেলগুলোতে কন্ট্রোল সেন্টার চালু করার জন্য ডানপাশের কোনা থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। আর পুরোনো মডেলগুলোতে নিচের থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন।
৩. কন্ট্রোল সেন্টার মেনুতে একটি লাল রঙের গোলাকার রেকর্ডিং বাটন দেখা যাবে। এতে ট্যাপ করুন। এর ফলে আইফোনে ৩ সেকেন্ড পার হলেই স্ক্রিন রেকর্ড শুরু হবে। আইফোনে একটি স্বচ্ছ লাল ডট দেখা গেলে বোঝা যাবে যে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে।
৪. রেকর্ড শুরু হলে ফোনের যে বিষয় রেকর্ড করতে চান সেসব জায়গায় প্রবেশ করুন। আপনার ফোনে এখন যাই করবেন তাই রেকর্ড হবে। রেকর্ড বন্ধের জন্য স্ক্রিনের ওপরে থাকা লাল ডটটিতে আবার ট্যাপ করুন।
৫. স্ক্রিন রেকর্ডটি আইফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটি কাট, ক্রপ ও ফিল্টার অপশনের মাধ্যমে এডিট করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে