অনলাইন ডেস্ক
মাইক্রোসফট উইন্ডোজে মিক্সড রিয়েলিটি ফিচার বন্ধ হলো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে এই ফিচার। এখন এই ফিচার বন্ধ হয়ে গেলে খেলা ও বিনোদনের সরাসরি সম্প্রচার এবং মেটা কোয়েস্টের মতো ভার্চুয়াল রিয়েলিটি গেমের সঙ্গে সংযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে।
অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটিকে একসঙ্গে যুক্ত করে মিক্সড রিয়েলিটি। বাস্তব পরিবেশের সঙ্গে টেক্সট, সাউন্ড, গ্রাফিকস ও ভিডিও জুড়ে দিয়ে তৈরি হয় অগমেন্টেড রিয়েলিটি। আর কম্পিউটারভিত্তিক কৃত্রিম জগৎ হলো ভার্চুয়াল রিয়েলিটি।
গত বছর বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, হলোলেন্স ৩ আনার পরিকল্পনা বাতিল করেছে মাইক্রোসফট। এর ফলে এই ফিচার ব্যবহার করে অগমেন্টেড রিয়্যালিটির হেডসেট তৈরি বন্ধ হতে পারে।
২০১৭ সালে উইন্ডোজ ১০ সংস্করণে ফিচারটি যুক্ত করে মাইক্রোসফট। গ্রাহকদের ব্যক্তিগত কম্পিউটারে উপযুক্ত ভিআর হেডসেট ব্যবহারের মাধ্যমে মিক্সড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিত এই কোম্পানি।
মাইক্রোসফটের এক ঘোষণাকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, উইন্ডোজের মিক্সড রিয়েলিটি ফিচার বন্ধ করে দেওয়া হয়েছে। উইন্ডোজের নতুন সংস্করণে এটি পাওয়া যাবে না।
ভিআর হেডসেটের গেম ও অ্যাপের পোর্টাল হিসেবে উইন্ডোজ মিক্সড রিয়েলিটি কাজ করে। মাইক্রোসফটের হলোলেন্স বাদে এসার, ডেল, এইচপি ও স্যামসাংয়ের মতো কিছু কোম্পানি প্ল্যাটফর্মটির সঙ্গে সংগতিপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন মতে, ২০২২ সালে হলোলেন্সের প্রধান অ্যালেক্স কিপম্যান যৌন অসদাচরণের অভিযোগে কোম্পানি থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে কোম্পানি থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এর মধ্যে বেশির ভাগ কর্মীই মাইক্রোসফটের মিক্সড রিয়েলিটি প্রকল্পের সঙ্গে জড়িত ছিল।
মাইক্রোসফট উইন্ডোজে মিক্সড রিয়েলিটি ফিচার বন্ধ হলো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে এই ফিচার। এখন এই ফিচার বন্ধ হয়ে গেলে খেলা ও বিনোদনের সরাসরি সম্প্রচার এবং মেটা কোয়েস্টের মতো ভার্চুয়াল রিয়েলিটি গেমের সঙ্গে সংযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে।
অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটিকে একসঙ্গে যুক্ত করে মিক্সড রিয়েলিটি। বাস্তব পরিবেশের সঙ্গে টেক্সট, সাউন্ড, গ্রাফিকস ও ভিডিও জুড়ে দিয়ে তৈরি হয় অগমেন্টেড রিয়েলিটি। আর কম্পিউটারভিত্তিক কৃত্রিম জগৎ হলো ভার্চুয়াল রিয়েলিটি।
গত বছর বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, হলোলেন্স ৩ আনার পরিকল্পনা বাতিল করেছে মাইক্রোসফট। এর ফলে এই ফিচার ব্যবহার করে অগমেন্টেড রিয়্যালিটির হেডসেট তৈরি বন্ধ হতে পারে।
২০১৭ সালে উইন্ডোজ ১০ সংস্করণে ফিচারটি যুক্ত করে মাইক্রোসফট। গ্রাহকদের ব্যক্তিগত কম্পিউটারে উপযুক্ত ভিআর হেডসেট ব্যবহারের মাধ্যমে মিক্সড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিত এই কোম্পানি।
মাইক্রোসফটের এক ঘোষণাকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, উইন্ডোজের মিক্সড রিয়েলিটি ফিচার বন্ধ করে দেওয়া হয়েছে। উইন্ডোজের নতুন সংস্করণে এটি পাওয়া যাবে না।
ভিআর হেডসেটের গেম ও অ্যাপের পোর্টাল হিসেবে উইন্ডোজ মিক্সড রিয়েলিটি কাজ করে। মাইক্রোসফটের হলোলেন্স বাদে এসার, ডেল, এইচপি ও স্যামসাংয়ের মতো কিছু কোম্পানি প্ল্যাটফর্মটির সঙ্গে সংগতিপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন মতে, ২০২২ সালে হলোলেন্সের প্রধান অ্যালেক্স কিপম্যান যৌন অসদাচরণের অভিযোগে কোম্পানি থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে কোম্পানি থেকে ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এর মধ্যে বেশির ভাগ কর্মীই মাইক্রোসফটের মিক্সড রিয়েলিটি প্রকল্পের সঙ্গে জড়িত ছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১৩ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১৫ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১৫ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৮ ঘণ্টা আগে