অনলাইন ডেস্ক
আট বছর পর বড় আপডেট পেল ব্লুটুথ প্রযুক্তি। এই সপ্তাহের শুরুতে ব্লুটুথ ৬.০ সংস্করণ উন্মোচন করে ব্লুটুথ স্পেশিয়াল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। নতুন ব্লুটুথ সংস্করণটি দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব সঠিকভাবে পরিমাপ করে আরও নির্ভুলভাবে ডিভাইস ট্র্যাক (চিহ্নিত) করতে পারবে। এ ছাড়া ‘ডিজিটাল কি’ ব্যবহার করার সময় ব্লুটুথভিত্তিক সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াবে এবং এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। নতুন ব্লুটুথ সংস্করণটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলোতে লেটেন্সি কমাতেও সাহায্য করবে।
ওয়েবসাইটের একটি পোস্টের মাধ্যমে ব্লুটুথের সর্বশেষ সংস্করণটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে ব্লুটুথ এসআইজি। তবে ব্লুটুথ ৬.০ সংস্করণে এমন কিছু প্রযুক্তিগত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে যা সাধারণ ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারবেন না। পরিবর্তনগুলো ৬টি নিম্ন স্তরের (low-level) প্রযুক্তিগত বিষয়ক সংশোধন, যা ডিভাইসের অভ্যন্তরীণ কাজকর্ম বা প্রযুক্তিগত কার্যকারিতা উন্নত করে।
ব্লুটুথ ৬.০–এর ফিচার সংস্করণে
নতুন সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো—‘ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’। এই ফিচারের মাধ্যমে দুটি ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস একে অপরকে সঠিকভাবে সহজে চিহ্নিত করতে পারবে। এছাড়া এটি অ্যাপলে ‘ফাইন্ড মাই’ এবং গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের নেটওয়ার্ককে উন্নত করবে। বর্তমানে ফিচারগুলো ব্লুটুথ ও আলট্রা ওয়াইড ব্যান্ড (ইউডাব্লুবি) প্রযুক্তি মাধ্যমে হারানো বস্তু খুঁজে পেতে সাহায্য করে।
নতুন ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’ ফিচারটি ‘ডিজিটাল কি’–গুলোর নিরাপত্তা বাড়াবে। স্মার্টফোন বা অন্যান্য ব্লুটুথ সমর্থিত ডিভাইসে সংরক্ষিত থাকে ডিজিটাল কি। যেমন, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় গাড়ির ‘ডিজিটাল কি’ ব্যবস্থায়, যা গাড়ির দরজা খোলার ও ইঞ্জিন স্টার্ট করার সুবিধা প্রদান করে। এখন নতুন আপডেটের ডিভাইসের ব্লুটুথটি নির্দিষ্ট পরিসরে থাকলে কাজ করবে।
এ ছাড়া ব্লুটুথ ৬.০-এ নতুন ‘মনিটরিং অ্যাডভারটাইজারস’ ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন কোনো নির্দিষ্ট ডিভাইস তার ব্লুটুথ রেঞ্জে প্রবেশ করে বা বেরিয়ে যায় তা এই ফিচার জানাবে। এর ফলে কোন কোন ডিভাইস তার কাছাকাছি ও কোনগুলো দূরে রয়েছে তা প্রধান ডিভাইসটি জানবে। ফিচারটি প্রধান ডিভাইসকে শুধুমাত্র তখনই স্ক্যান করার অনুমতি দেবে যখন একটি নির্দিষ্ট ডিভাইস নিকটবর্তী থাকবে। তাই ডিভাইসটি তখন আর অযথা স্ক্যান করবে না ও বিদ্যুৎ সাশ্রয় হবে।
ব্লুটুথ ৬.০ -এ ব্লুটুথের নতুন সংস্করণে ‘ডিসিশন–বেইস অ্যাডভারটাইজিং ফিল্টারিং’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। এই ফিচারের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো এখন শুধুমাত্র প্রাথমিক চ্যানেল থেকে প্রাসঙ্গিক তথ্য পাওয়ার পরেই সেকেন্ডারি চ্যানেলগুলো স্ক্যান করবে।
যারা গেমিংয়ের সময় ওয়্যারলেস এক্সেসরিজ ব্যবহার করে কথা বলতে পছন্দ করেন অথবা যারা ভিডিও কলের জন্য ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করেন তারা ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইসে অনেক কম লেটেন্সি পাবেন। এ জন্য এতে ‘আইসোক্রোনাস অ্যাডাপটেশন লেয়ার (আএসওএএল) এনহান্সমেন্ট’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি ডেটা ফ্রেমগুলোকে ছোট লিংক-লেয়ার প্যাকেট হিসেবে পাঠায়।
ব্লুটুথ এসআইজি এর তথ্য অনুযায়ী, ফিচারটি ডেটা আদান প্রদানের গতি বাড়ায়। ফলে গেমিং ও ভিডিও কলের লেটেন্সি আরও কমে যাবে।
নতুন ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস ব্যবহার করতে গ্রাহকদের বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। ব্লুটুথ ৬.০ এর নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য স্মার্টফোন ও ওয়্যারলেস এক্সেসরিজ উভয়কেই এই পরবর্তী প্রজন্মের ব্লুটুথ সংস্করণ সমর্থন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আট বছর পর বড় আপডেট পেল ব্লুটুথ প্রযুক্তি। এই সপ্তাহের শুরুতে ব্লুটুথ ৬.০ সংস্করণ উন্মোচন করে ব্লুটুথ স্পেশিয়াল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। নতুন ব্লুটুথ সংস্করণটি দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব সঠিকভাবে পরিমাপ করে আরও নির্ভুলভাবে ডিভাইস ট্র্যাক (চিহ্নিত) করতে পারবে। এ ছাড়া ‘ডিজিটাল কি’ ব্যবহার করার সময় ব্লুটুথভিত্তিক সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াবে এবং এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। নতুন ব্লুটুথ সংস্করণটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলোতে লেটেন্সি কমাতেও সাহায্য করবে।
ওয়েবসাইটের একটি পোস্টের মাধ্যমে ব্লুটুথের সর্বশেষ সংস্করণটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে ব্লুটুথ এসআইজি। তবে ব্লুটুথ ৬.০ সংস্করণে এমন কিছু প্রযুক্তিগত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে যা সাধারণ ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারবেন না। পরিবর্তনগুলো ৬টি নিম্ন স্তরের (low-level) প্রযুক্তিগত বিষয়ক সংশোধন, যা ডিভাইসের অভ্যন্তরীণ কাজকর্ম বা প্রযুক্তিগত কার্যকারিতা উন্নত করে।
ব্লুটুথ ৬.০–এর ফিচার সংস্করণে
নতুন সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো—‘ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’। এই ফিচারের মাধ্যমে দুটি ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস একে অপরকে সঠিকভাবে সহজে চিহ্নিত করতে পারবে। এছাড়া এটি অ্যাপলে ‘ফাইন্ড মাই’ এবং গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের নেটওয়ার্ককে উন্নত করবে। বর্তমানে ফিচারগুলো ব্লুটুথ ও আলট্রা ওয়াইড ব্যান্ড (ইউডাব্লুবি) প্রযুক্তি মাধ্যমে হারানো বস্তু খুঁজে পেতে সাহায্য করে।
নতুন ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’ ফিচারটি ‘ডিজিটাল কি’–গুলোর নিরাপত্তা বাড়াবে। স্মার্টফোন বা অন্যান্য ব্লুটুথ সমর্থিত ডিভাইসে সংরক্ষিত থাকে ডিজিটাল কি। যেমন, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় গাড়ির ‘ডিজিটাল কি’ ব্যবস্থায়, যা গাড়ির দরজা খোলার ও ইঞ্জিন স্টার্ট করার সুবিধা প্রদান করে। এখন নতুন আপডেটের ডিভাইসের ব্লুটুথটি নির্দিষ্ট পরিসরে থাকলে কাজ করবে।
এ ছাড়া ব্লুটুথ ৬.০-এ নতুন ‘মনিটরিং অ্যাডভারটাইজারস’ ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন কোনো নির্দিষ্ট ডিভাইস তার ব্লুটুথ রেঞ্জে প্রবেশ করে বা বেরিয়ে যায় তা এই ফিচার জানাবে। এর ফলে কোন কোন ডিভাইস তার কাছাকাছি ও কোনগুলো দূরে রয়েছে তা প্রধান ডিভাইসটি জানবে। ফিচারটি প্রধান ডিভাইসকে শুধুমাত্র তখনই স্ক্যান করার অনুমতি দেবে যখন একটি নির্দিষ্ট ডিভাইস নিকটবর্তী থাকবে। তাই ডিভাইসটি তখন আর অযথা স্ক্যান করবে না ও বিদ্যুৎ সাশ্রয় হবে।
ব্লুটুথ ৬.০ -এ ব্লুটুথের নতুন সংস্করণে ‘ডিসিশন–বেইস অ্যাডভারটাইজিং ফিল্টারিং’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। এই ফিচারের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো এখন শুধুমাত্র প্রাথমিক চ্যানেল থেকে প্রাসঙ্গিক তথ্য পাওয়ার পরেই সেকেন্ডারি চ্যানেলগুলো স্ক্যান করবে।
যারা গেমিংয়ের সময় ওয়্যারলেস এক্সেসরিজ ব্যবহার করে কথা বলতে পছন্দ করেন অথবা যারা ভিডিও কলের জন্য ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করেন তারা ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইসে অনেক কম লেটেন্সি পাবেন। এ জন্য এতে ‘আইসোক্রোনাস অ্যাডাপটেশন লেয়ার (আএসওএএল) এনহান্সমেন্ট’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি ডেটা ফ্রেমগুলোকে ছোট লিংক-লেয়ার প্যাকেট হিসেবে পাঠায়।
ব্লুটুথ এসআইজি এর তথ্য অনুযায়ী, ফিচারটি ডেটা আদান প্রদানের গতি বাড়ায়। ফলে গেমিং ও ভিডিও কলের লেটেন্সি আরও কমে যাবে।
নতুন ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস ব্যবহার করতে গ্রাহকদের বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। ব্লুটুথ ৬.০ এর নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য স্মার্টফোন ও ওয়্যারলেস এক্সেসরিজ উভয়কেই এই পরবর্তী প্রজন্মের ব্লুটুথ সংস্করণ সমর্থন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৩৬ মিনিট আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৮ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৯ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৪ ঘণ্টা আগে