আবির আহসান রুদ্র, ঢাকা
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
দোরগোড়ায় ঈদ। এই ঈদে নিজের কিংবা প্রিয়জনের জন্য সেরা উপহার হতে পারে স্মার্টফোন। বাজারে বাজেটের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এ ফোনগুলো যেমন ক্যামেরায় এগিয়ে, তেমনি বিভিন্ন গেম খেলার জন্যও কম যায় না।
রিয়েলমি সি৩৩
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি মূলত ৪জি ফোন। রিয়েলমি সি৩৩-এ আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরি। অক্টাকোর প্রসেসর, ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে রিয়েলমির সি সিরিজের এই ফোনে।
শাওমি রেডমি ১০-এ
দাম ১২ হাজার ৯৯৯ টাকা
১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইল ফোনটির র্যাম ৪ জিবি। আছে ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। ৬ দশমিক ৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের ফোন শাওমির রেডমি ১০-এ। ফোনটির ওজন মাত্র ১৯৪ গ্রাম।
ওয়ালটন প্রিমো এনএক্স৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি মেমোরির এই স্মার্ট ফোনে রয়েছে তিনটি এআই ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের স্মার্টফোন প্রিমো এনএক্স৬। এতে আছে হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। অর্থাৎ গেম খেলার জন্য বাজেটের মধ্যে সেরা ফোন এটি। ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের এলআই—পলিমারের ব্যাটারি দেবে দীর্ঘক্ষণ চার্জের নিশ্চয়তা।
স্যামসাং গ্যালাক্সি এ১২
দাম ১৪ হাজার ৯৯৯ টাকা
এতে আছে ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের চারটি ক্যামেরা। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের দ্রুতগতির চার্জিংয়ের ব্যবস্থা আছে ফোনটিতে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২-তে আছে ৬ দশমিক ৫ ইঞ্চির পিএলএস আইপিএস ডিসপ্লে। আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল ফোন মেমোরি। গ্যালাক্সি এ১২ আছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
ভিভো ওয়াই ১৬
দাম ১৫ হাজার ৯৯৯ টাকা
এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এতে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবির ইন্টারনাল ফোন মেমোরি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লি—প্রো ব্যাটারির সঙ্গে আরও আছে ১০ ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের এ মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৬৫ হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর।
অপো এ১৭
দাম ১৫ হাজার ৯৯০ টাকা
অপোর স্মার্টফোনগুলো মূলত ক্যামেরা জন্য বিখ্যাত। অপো এ১৭-এর ব্যতিক্রম নয়। ফোনটির মূল ডুয়েল ক্যামেরা ৫০ ও ২ মেগাপিক্সেলের। আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েডের ১২তম সংস্করণের পাশাপাশি রয়েছে কালার ওএস ১২ দশমিক ১। র্যাম ৬৪ জিবি, ইন্টারনাল ফোন মেমোরি ৬৪ জিবি। এ ছাড়া ফোনটিতে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এলআই—পলিমার ব্যাটারি।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে