গুগল প্লে অ্যাওয়ার্ড
ফিচার ডেস্ক
প্রতিবছর গুগল প্লে স্টোর সেরা অ্যাপ ও সেরা গেমের তালিকা প্রকাশ করে। এই দুই বিভাগের পাশাপাশি আরও বিভিন্ন বিভাগে সেরা অ্যাপগুলোকেও গুগল প্লে অ্যাওয়ার্ড দেয় গুগল। এ বছরও গুগল তাদের প্লে স্টোরের সেরা অ্যাপ এবং গেমের তালিকা প্রকাশ করেছে।
সেরা অ্যাপ
এ বছর গুগল প্লে স্টোরে সামগ্রিকভাবে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে পার্টি ফুল নামের অ্যাপটি। এটি মূলত ইভেন্ট পরিচালনা এবং পরিকল্পনাবিষয়ক অ্যাপ। স্মার্টফোন থেকে এই অ্যাপ দিয়ে যেকোনো ধরনের ইভেন্ট পরিকল্পনা ও পরিচালনা করা যায়। অ্যাপটি চমৎকার ইউজার ইন্টারফেসএবং সহজ টুলের জন্য গুগল প্লে পুরস্কার জিতে নিয়েছে।
সেরা গেম
প্লে স্টোরে এ বছর সেরা গেমের পুরস্কার পেয়েছে এএফকে জার্নি। কল্পনার জগতে পূর্ণ এই গেমে যুদ্ধভিত্তিক একটি গল্প আছে। সেই গল্পের সূত্র ধরে পছন্দের নায়ককে নিয়ে এগিয়ে যেতে হবে। অ্যানিমে ধাঁচের গ্রাফিকসে বৈচিত্র্যপূর্ণ গল্পের এই গেমের একাধিক হিরো এবং কৌশলগত যুদ্ধব্যবস্থা গেমটিকে গুগল প্লে পুরস্কার পেতে সহায়তা করেছে। বর্তমানে গুগল প্লে স্টোরে গেমটি ৫ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে।
সেরা মাল্টি ডিভাইস অ্যাপ
যেসব অ্যাপ মোবাইল ফোন, ডেস্কটপ, ট্যাব, টিভি ও গাড়িতে সমানভাবে চালানো যায়, তাদের মাল্টি ডিভাইস অ্যাপ বলা হয়। এ বছর সেরা মাল্টি ডিভাইস অ্যাপের পুরস্কার পেয়েছে ম্যাক্স। এটি মূলত আমাজন ও নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এতে টিভি শো, চলচ্চিত্র ইত্যাদি দেখা যায়। টিভিতে এই অ্যাপে যে প্লে লিস্ট দেখা হয়, একই প্লে লিস্ট গাড়িতে বসেও দেখা যাবে।
সেরা মাল্টি ডিভাইস গেম
প্লে স্টোরে সেরা মাল্টি ডিভাইস গেমের পুরস্কার পেয়েছে জনপ্রিয় গেম ক্ল্যাশ অব ক্ল্যানস। এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় এই গেম এ প্রজন্মের মানুষ একবার হলেও খেলেছে। এখন গেম ক্রোমবুক, ফোল্ডেবল ফোন, ট্যাব এবং পিসিতেও খেলা যায়। ৬১ মিলিয়নের বেশি রিভিউ এবং ৫০০ মিলিয়নের বেশি ডাউনলোড করা গেমটি সংগত কারণেই সেরা মাল্টি ডিভাইসের পুরস্কার পেয়েছে।
এ ছাড়া স্মার্টওয়াচের জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে বেবি ডে বুক। বেস্ট ফর লার্জ স্ক্রিন অ্যাপ নির্বাচিত হয়েছে ইনফিনিটি পেইন্টার। গুগল টিভি এবং গাড়ির জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে যথাক্রমে পিকক টিভি এবং পিবিএস কিডস। গেমের মধ্যে এ বছর সেরা মাল্টিপ্লেয়ার গেম নির্বাচিত হয়েছে স্কুয়াড বুস্টারস। যেটি এরই মধ্যে ১০ মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। গল্পের জন্য সেরা গেমের পুরস্কার পেয়েছে সলো লেভেলিং। তা ছাড়া কম্পিউটারে খেলার জন্য সেরা প্লে স্টোর গেম নির্বাচিত হয়েছে কুকি রান।
সূত্র: গুগল ব্লগ
প্রতিবছর গুগল প্লে স্টোর সেরা অ্যাপ ও সেরা গেমের তালিকা প্রকাশ করে। এই দুই বিভাগের পাশাপাশি আরও বিভিন্ন বিভাগে সেরা অ্যাপগুলোকেও গুগল প্লে অ্যাওয়ার্ড দেয় গুগল। এ বছরও গুগল তাদের প্লে স্টোরের সেরা অ্যাপ এবং গেমের তালিকা প্রকাশ করেছে।
সেরা অ্যাপ
এ বছর গুগল প্লে স্টোরে সামগ্রিকভাবে সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে পার্টি ফুল নামের অ্যাপটি। এটি মূলত ইভেন্ট পরিচালনা এবং পরিকল্পনাবিষয়ক অ্যাপ। স্মার্টফোন থেকে এই অ্যাপ দিয়ে যেকোনো ধরনের ইভেন্ট পরিকল্পনা ও পরিচালনা করা যায়। অ্যাপটি চমৎকার ইউজার ইন্টারফেসএবং সহজ টুলের জন্য গুগল প্লে পুরস্কার জিতে নিয়েছে।
সেরা গেম
প্লে স্টোরে এ বছর সেরা গেমের পুরস্কার পেয়েছে এএফকে জার্নি। কল্পনার জগতে পূর্ণ এই গেমে যুদ্ধভিত্তিক একটি গল্প আছে। সেই গল্পের সূত্র ধরে পছন্দের নায়ককে নিয়ে এগিয়ে যেতে হবে। অ্যানিমে ধাঁচের গ্রাফিকসে বৈচিত্র্যপূর্ণ গল্পের এই গেমের একাধিক হিরো এবং কৌশলগত যুদ্ধব্যবস্থা গেমটিকে গুগল প্লে পুরস্কার পেতে সহায়তা করেছে। বর্তমানে গুগল প্লে স্টোরে গেমটি ৫ মিলিয়নের বেশিবার ডাউনলোড করা হয়েছে।
সেরা মাল্টি ডিভাইস অ্যাপ
যেসব অ্যাপ মোবাইল ফোন, ডেস্কটপ, ট্যাব, টিভি ও গাড়িতে সমানভাবে চালানো যায়, তাদের মাল্টি ডিভাইস অ্যাপ বলা হয়। এ বছর সেরা মাল্টি ডিভাইস অ্যাপের পুরস্কার পেয়েছে ম্যাক্স। এটি মূলত আমাজন ও নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এতে টিভি শো, চলচ্চিত্র ইত্যাদি দেখা যায়। টিভিতে এই অ্যাপে যে প্লে লিস্ট দেখা হয়, একই প্লে লিস্ট গাড়িতে বসেও দেখা যাবে।
সেরা মাল্টি ডিভাইস গেম
প্লে স্টোরে সেরা মাল্টি ডিভাইস গেমের পুরস্কার পেয়েছে জনপ্রিয় গেম ক্ল্যাশ অব ক্ল্যানস। এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় এই গেম এ প্রজন্মের মানুষ একবার হলেও খেলেছে। এখন গেম ক্রোমবুক, ফোল্ডেবল ফোন, ট্যাব এবং পিসিতেও খেলা যায়। ৬১ মিলিয়নের বেশি রিভিউ এবং ৫০০ মিলিয়নের বেশি ডাউনলোড করা গেমটি সংগত কারণেই সেরা মাল্টি ডিভাইসের পুরস্কার পেয়েছে।
এ ছাড়া স্মার্টওয়াচের জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে বেবি ডে বুক। বেস্ট ফর লার্জ স্ক্রিন অ্যাপ নির্বাচিত হয়েছে ইনফিনিটি পেইন্টার। গুগল টিভি এবং গাড়ির জন্য সেরা অ্যাপ নির্বাচিত হয়েছে যথাক্রমে পিকক টিভি এবং পিবিএস কিডস। গেমের মধ্যে এ বছর সেরা মাল্টিপ্লেয়ার গেম নির্বাচিত হয়েছে স্কুয়াড বুস্টারস। যেটি এরই মধ্যে ১০ মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। গল্পের জন্য সেরা গেমের পুরস্কার পেয়েছে সলো লেভেলিং। তা ছাড়া কম্পিউটারে খেলার জন্য সেরা প্লে স্টোর গেম নির্বাচিত হয়েছে কুকি রান।
সূত্র: গুগল ব্লগ
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
১ দিন আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
১ দিন আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
১ দিন আগে