অনলাইন ডেস্ক
শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৯ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৬ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৭ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে