অনলাইন ডেস্ক
অনলাইনে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্টের (সিএসএএম) বিস্তার রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম। বেশ কয়েক বছর ধরে শিশু সুরক্ষা পরিকল্পনায় যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সিএসএএম শনাক্ত, অপসারণ এবং এর বিস্তার প্রতিরোধে সাহায্য করে অনলাইন সেবা প্রদানকারী সংস্থা ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ)।
টেলিগ্রাম বারবার এই সংস্থা বা কোনো সমজাতীয় পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে চায়নি।
প্যারিসে টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ গ্রেপ্তার করার পর বড় পরিবর্তনের ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। প্যারিসে পাভেল বিরুদ্ধে অভিযোগ আনা হয়, অতিরিক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।
টেলিগ্রামের সিদ্ধান্তকে ‘পরিবর্তনশীল’ হিসেবে বর্ণনা করেছে আইডব্লিউএফ। তবে সংস্থাটি সতর্ক করে করে বলে, এটি ‘অনেক দীর্ঘ যাত্রার’ প্রথম পদক্ষেপ।
আইডব্লিউএফ—এর অন্তর্বর্তী সিইও ডেরেক রে-হিল বলেন, ‘আইডব্লিউএফ-এ যোগ দিয়ে টেলিগ্রাম আমাদের বিশ্বের শীর্ষস্থানীয় টুলস ব্যবহার করতে শুরু করতে পারে, যাতে এই ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মে শেয়ার করা না যায়।’
বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করে। প্ল্যাটফর্মটি পূর্বে নিজেকে একটি এমন অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবর্তে তার ব্যবহারকারীদের গোপনীয়তাকে গুরুত্ব দেয়।
তবে বিবিসি ও অন্যান্য সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে অপরাধীরা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দিচ্ছে, সাইবার অপরাধ এবং প্রতারণার সেবা প্রদান করছে এবং সর্বশেষে, শিশু যৌন নির্যাতন উপকরণ (সিএসএএম) শেয়ার করছে।
গত আগস্ট মাসে প্যারিসের উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে আটক হন টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ। দুরোভের বিরুদ্ধে মাদক পাচার, শিশুদের যৌনতা বিষয়ক কনটেন্ট শেয়ার এবং প্রতারণার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।
তদন্তের পরবর্তী ধাপের জন্য ৪০ বছর বয়সী দুরোভকে ফ্রান্স ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ফরাসি বিচারকেরা। দুরভকে আটক করা উচিত হয়নি এবং তাকে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কার্যকলাপের জন্য দায়ী করা উচিত নয় বলে কোম্পানিটি দাবি করছে।
তবে এরপর থেকেই তার পরিচালনার পদ্ধতিতে একাধিক পরিবর্তন ঘোষণা করেছে টেলিগ্রাম। যার মধ্যে রয়েছে–যারা প্ল্যাটফর্মটির নিয়ম ভাঙবে তাদের আইপি ঠিকানা এবং ফোন নম্বর বৈধ আইনগত অনুরোধের ভিত্তিতে পুলিশের কাছে দেওয়া হবে। ‘পিপল নিয়ারবাই’–এর মতো ফিচারগুলো নিষ্ক্রিয় করা, কনটেন্ট অপসারণের পরিমাণ নিয়ে নিয়মিত স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ করা।
দুরোভ আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘টেলিগ্রামের মডারেশনকে সমালোচনার জায়গা থেকে প্রশংসার জায়গায় পরিণত করবেন।’ আইডব্লিউএফের সঙ্গে এই অংশীদারত্ব এই প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ মনে হচ্ছে।
কনটেন্টের অপব্যবহারের একটি ক্রমাগত পরিবর্তনশীল তালিকা তৈরি করে আইডব্লিউএফ।
টেলিগ্রাম জানিয়েছে, আইডব্লিউএফ-এর সদস্য হওয়ার আগে তারা প্রতি মাসে তাদের নিজস্ব সিস্টেম ব্যবহার করে শত শত হাজার কনটেন্ট অপসারণ করত। সংস্থাটির এর সদস্যপদ এর প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী করবে।
অ্যাপটিকে একটি পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ম্যাসেজিং সার্ভিস হিসেবে বাজারজাত করা হয়। এর অর্থাৎ অ্যাপটিতে পাঠানো মেসেজ শুধু পাঠক এবং গ্রাহক পড়তে পারে। তবে প্রকৃতপক্ষে বেশির ভাগ যোগাযোগ সাধারণ এনক্রিপশন দিয়ে করা হয়, যা হ্যাকিং এবং ইনটারসেপশনের বিরুদ্ধে কতটা সুরক্ষিত সে সম্পর্কে প্রশ্ন তুলে।
উল্লেখ্য, দুরোভ রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে দুবাইয়ে বাস করছেন। রাশিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত এবং ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক তিনি।
বিশেষভাবে রাশিয়া, ইউক্রেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র এবং ইরানে জনপ্রিয় টেলিগ্রাম।
অনলাইনে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্টের (সিএসএএম) বিস্তার রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম। বেশ কয়েক বছর ধরে শিশু সুরক্ষা পরিকল্পনায় যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সিএসএএম শনাক্ত, অপসারণ এবং এর বিস্তার প্রতিরোধে সাহায্য করে অনলাইন সেবা প্রদানকারী সংস্থা ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ)।
টেলিগ্রাম বারবার এই সংস্থা বা কোনো সমজাতীয় পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে চায়নি।
প্যারিসে টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ গ্রেপ্তার করার পর বড় পরিবর্তনের ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। প্যারিসে পাভেল বিরুদ্ধে অভিযোগ আনা হয়, অতিরিক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।
টেলিগ্রামের সিদ্ধান্তকে ‘পরিবর্তনশীল’ হিসেবে বর্ণনা করেছে আইডব্লিউএফ। তবে সংস্থাটি সতর্ক করে করে বলে, এটি ‘অনেক দীর্ঘ যাত্রার’ প্রথম পদক্ষেপ।
আইডব্লিউএফ—এর অন্তর্বর্তী সিইও ডেরেক রে-হিল বলেন, ‘আইডব্লিউএফ-এ যোগ দিয়ে টেলিগ্রাম আমাদের বিশ্বের শীর্ষস্থানীয় টুলস ব্যবহার করতে শুরু করতে পারে, যাতে এই ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মে শেয়ার করা না যায়।’
বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করে। প্ল্যাটফর্মটি পূর্বে নিজেকে একটি এমন অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবর্তে তার ব্যবহারকারীদের গোপনীয়তাকে গুরুত্ব দেয়।
তবে বিবিসি ও অন্যান্য সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করে অপরাধীরা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দিচ্ছে, সাইবার অপরাধ এবং প্রতারণার সেবা প্রদান করছে এবং সর্বশেষে, শিশু যৌন নির্যাতন উপকরণ (সিএসএএম) শেয়ার করছে।
গত আগস্ট মাসে প্যারিসের উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে আটক হন টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ। দুরোভের বিরুদ্ধে মাদক পাচার, শিশুদের যৌনতা বিষয়ক কনটেন্ট শেয়ার এবং প্রতারণার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।
তদন্তের পরবর্তী ধাপের জন্য ৪০ বছর বয়সী দুরোভকে ফ্রান্স ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ফরাসি বিচারকেরা। দুরভকে আটক করা উচিত হয়নি এবং তাকে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের কার্যকলাপের জন্য দায়ী করা উচিত নয় বলে কোম্পানিটি দাবি করছে।
তবে এরপর থেকেই তার পরিচালনার পদ্ধতিতে একাধিক পরিবর্তন ঘোষণা করেছে টেলিগ্রাম। যার মধ্যে রয়েছে–যারা প্ল্যাটফর্মটির নিয়ম ভাঙবে তাদের আইপি ঠিকানা এবং ফোন নম্বর বৈধ আইনগত অনুরোধের ভিত্তিতে পুলিশের কাছে দেওয়া হবে। ‘পিপল নিয়ারবাই’–এর মতো ফিচারগুলো নিষ্ক্রিয় করা, কনটেন্ট অপসারণের পরিমাণ নিয়ে নিয়মিত স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ করা।
দুরোভ আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, ‘টেলিগ্রামের মডারেশনকে সমালোচনার জায়গা থেকে প্রশংসার জায়গায় পরিণত করবেন।’ আইডব্লিউএফের সঙ্গে এই অংশীদারত্ব এই প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ মনে হচ্ছে।
কনটেন্টের অপব্যবহারের একটি ক্রমাগত পরিবর্তনশীল তালিকা তৈরি করে আইডব্লিউএফ।
টেলিগ্রাম জানিয়েছে, আইডব্লিউএফ-এর সদস্য হওয়ার আগে তারা প্রতি মাসে তাদের নিজস্ব সিস্টেম ব্যবহার করে শত শত হাজার কনটেন্ট অপসারণ করত। সংস্থাটির এর সদস্যপদ এর প্রক্রিয়াগুলো আরও শক্তিশালী করবে।
অ্যাপটিকে একটি পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ম্যাসেজিং সার্ভিস হিসেবে বাজারজাত করা হয়। এর অর্থাৎ অ্যাপটিতে পাঠানো মেসেজ শুধু পাঠক এবং গ্রাহক পড়তে পারে। তবে প্রকৃতপক্ষে বেশির ভাগ যোগাযোগ সাধারণ এনক্রিপশন দিয়ে করা হয়, যা হ্যাকিং এবং ইনটারসেপশনের বিরুদ্ধে কতটা সুরক্ষিত সে সম্পর্কে প্রশ্ন তুলে।
উল্লেখ্য, দুরোভ রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে দুবাইয়ে বাস করছেন। রাশিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত এবং ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক তিনি।
বিশেষভাবে রাশিয়া, ইউক্রেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র এবং ইরানে জনপ্রিয় টেলিগ্রাম।
নতুন ওই এই ব্যাটারি তৈরি করা হয়েছে ল্যাবে তৈরি হীরা দিয়ে, যা ‘কার্বন-১৪’ নামে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থকে ঘিরে রাখে। হিরার সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য তেজস্ক্রিয়তাকে বিদ্যুতে রূপান্তর করে। একই সঙ্গে হিরার অতি-কঠিন গঠন ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত করে এবং তেজস্ক্রিয়তা বাইরে ছড়াতে দেয় না।
৮ ঘণ্টা আগেতরুণদের জন্য দৈনিক সর্বাধিক দুই থেকে তিন ঘণ্টা অবকাশকালীন সময় কাটানোর পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইউএইচও)। তবে বিশ্বজুড়ে কিশোর-কিশোরীরা গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় কাটাচ্ছে অবকাশকালীন কার্যক্রমে। এসব কার্যক্রমের মধ্য রয়েছে—টেলিভিশন দেখা, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ভিডিও গেম খেলা এবং
১৫ ঘণ্টা আগেব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১১-এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। আগামী বছরের অক্টোবরের মধ্যে উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হতে চলেছে, আর অসমর্থিত পুরোনো কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারের এর ক্ষেত্রে গ্রাহকদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে কোম্পানিটি।
১৯ ঘণ্টা আগেসম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে