অনলাইন ডেস্ক
বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩০ মিনিট আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৮ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে