অনলাইন ডেস্ক
বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
জেনারেটিভ এআই চ্যাটজিপিটি এনে হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। লেখা থেকে ছবিও বানিয়ে দিতে পারে এই এআই চ্যাটবট। লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা এআই আনার ঘোষণা আগেই দিয়েছিল। তবে মাঝে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে সোরা এআই (Sora AI) ভিডিও জেনারেটর উন্মুক্ত করল ওপেনএআই।
৯ ঘণ্টা আগেসিলিকন চিপের ইলেকট্রনিক কম্পিউটারের দিন হয়তো অচিরেই শেষ হবে! বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো এখন কোয়ান্টাম কম্পিউটার উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। এর মধ্যে গুগল সম্ভবত সবার চেয়ে এগিয়ে গেছে।
১০ ঘণ্টা আগেসাবিনা ইয়াসমীনের গাওয়া এই গানের মতো কেউ আর আকুল হয়ে বলে না, চিঠি দিয়ো। সেসব দিন নাকি শেষ হয়ে গেছে। চিঠি লেখা এখন ‘ব্যাকডেটেড প্র্যাকটিস’। তা বললে তো আর হলো না, কয়েক শ বছর ধরে গড়ে ওঠা যোগাযোগের এই মাধ্যমের সঙ্গে জড়িয়ে আছে মানুষের কত স্মৃতি।
১৩ ঘণ্টা আগে১৭ বছরের কিশোর ম্যাক হোল্ডসওয়ার্থ। বাড়ি অস্ট্রেলিয়ার কোনো এক শহরে। ২০২৩ সালে ম্যাক সামাজিক যোগাযোগমাধ্যমে ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ায়। এমনকি, তাদের মধ্যে অন্তরঙ্গ ছবিও বিনিময় হয়। যদিও পরবর্তী সময়ে জানা যায়, ছদ্মবেশী তরুণী ছিল ৪৭ বছর বয়সের এক পুরুষ!
১৪ ঘণ্টা আগে