অনলাইন ডেস্ক
যারা ছোট আকারের ট্যাবলেট ব্যবহার করতে চান, তাদের জন্য অ্যাপলের আছে আইপ্যাডের মিনি সংস্করণ। গত মাসে আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করলেও আইপ্যাড মিনির নতুন সংস্করণ এখনো প্রকাশ্যে আসেনি।
চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে আইপ্যাড মিনি ৭ উন্মোচন হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে বাজারে আসার আগেই নতুন আইপ্যাড মিনির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ডিসপ্লে ও নকশা
আইপ্যাড মিনি ৬–এর অনুরূপ হবে আইপ্যাড মিনি ৭ এর আকার। অর্থাৎ নতুন মডেলটির আকার ৮ দশমিক ৩ ইঞ্চির হতে পারে। এতে টাচ আইডি পাওয়ার বাটনও থাকতে পারে।
তবে ডিসপ্লেতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হবে। আগের মডেলের ‘জেলি স্ক্রলিং’ সমস্যার সমাধানে এই পরিবর্তন করা হবে। আইপ্যাড মিনি ৬–এ উল্লম্বভাবে স্ক্রল করলে স্ক্রিনের কনটেন্টগুলো একটু ঝাঁকুনি দিচ্ছে বলে মনে হয়। মনে হয় ডিসপ্লের এক অংশ বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই এবার এই সমস্যা সমাধান করার চেষ্টা করবে কোম্পানিটি।
তবে বিষয়টি নিয়ে এর আগে অ্যাপল বলেছিল, এলসিডি ডিসপ্লের আইপ্যাডের ক্ষেত্রে এটি একটি সাধারণ ঘটনা।
এ সিরিজ চিপ
এই বছরের নতুন আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারে এম সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। তবে আইপ্যাড মিনিতে ম্যাকের চিপ ব্যবহার করা নাও হতে পারে। এই মডেলে এ১৭ প্রো বা এ১৭ সিরিজের অন্য কোনো সংস্করণ ব্যবহার করা হতে পারে।
আরেক তথ্যসূত্র বলা হয়, আইফোন ১৬ সিরিজে এ১৮ চিপ ব্যবহার করা হলে তা নতুন আইপ্যাডে মিনিতেও ব্যবহার করা হতে পারে।
আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ অপারেটিং সিস্টেমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দেওয়া হবে। তাই আইপ্যাড মিনি ৭–তে শক্তিশালী চিপসেট ব্যবহার করা সম্ভাবনা রয়েছে।
রং
প্রতিবছর অ্যাপলের নতুন ডিভাইসগুলোতে রঙের পরিবর্তন দেখা যায়। আইপ্যাড এয়ার মতো একই রং মিনি সংস্করণগুলোতেও দেখা যায়। এবারের আইপ্যাড এয়ারে স্পেস গ্রে (হালকা ধূসর), পার্পল (হালকা বেগুনি), ব্লু (হালকা নীল) ও স্টারলাইট (হালকা ক্রিম রং) রং ব্যবহার করা হয়েছে। তাই আইপ্যাড মিনি ৭–এ এসব রং ব্যবহার করা হতে পারে।
সামনের ক্যামেরা
নতুন আইপ্যাড এয়ারের সামনের ক্যামেরাটি এখন উল্লম্ব অবস্থান থেকে পরিবর্তন করে অনুভূমিক অবস্থানে রেখেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭–তেও এই পরিবর্তন দেখা যেতে পারে। কারণ ডিভাইসটির সঙ্গে প্রায়ই কিবোর্ড ব্যবহার করা হতে পারে।
ক্যামেরাতে এইচপিআর ৪ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।
নেটওয়ার্ক
অ্যাপল নতুন ডিভাইসগুলোতে ওয়াই–ফাই ৬ ই–এর সমর্থন দিয়েছে। এবার আইপ্যাড মিনিতেও এই ফিচার নিয়ে আসা হতে পারে। ফলে নতুন আইপ্যাড মিনি ৬ গিগাহার্টজ ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে।
এ ছাড়া এতে ব্লুটুথ ৫ দশমিক ৩ সংস্করণও ব্যবহার করা হতে পারে। অ্যাপলের নতুন ডিভাইসগুলো ন্যানো সিম স্লটের পরিবর্তে ই–সিম ব্যবহার করা হচ্ছে। ফলে আইপ্যাড মিনি ৭–এ ন্যানো সিম স্লট নাও থাকতে পারে।
আবার অনেকে প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাড মিনিতে ওলেড ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এ ছাড়া ২০২৬ বা ২০২৭ সাল নাগাদ ফোল্ডেবল আইপ্যাড মিনিও আসতে পারে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
যারা ছোট আকারের ট্যাবলেট ব্যবহার করতে চান, তাদের জন্য অ্যাপলের আছে আইপ্যাডের মিনি সংস্করণ। গত মাসে আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করলেও আইপ্যাড মিনির নতুন সংস্করণ এখনো প্রকাশ্যে আসেনি।
চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে আইপ্যাড মিনি ৭ উন্মোচন হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে বাজারে আসার আগেই নতুন আইপ্যাড মিনির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বেশ কিছু তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ডিসপ্লে ও নকশা
আইপ্যাড মিনি ৬–এর অনুরূপ হবে আইপ্যাড মিনি ৭ এর আকার। অর্থাৎ নতুন মডেলটির আকার ৮ দশমিক ৩ ইঞ্চির হতে পারে। এতে টাচ আইডি পাওয়ার বাটনও থাকতে পারে।
তবে ডিসপ্লেতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হবে। আগের মডেলের ‘জেলি স্ক্রলিং’ সমস্যার সমাধানে এই পরিবর্তন করা হবে। আইপ্যাড মিনি ৬–এ উল্লম্বভাবে স্ক্রল করলে স্ক্রিনের কনটেন্টগুলো একটু ঝাঁকুনি দিচ্ছে বলে মনে হয়। মনে হয় ডিসপ্লের এক অংশ বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাই এবার এই সমস্যা সমাধান করার চেষ্টা করবে কোম্পানিটি।
তবে বিষয়টি নিয়ে এর আগে অ্যাপল বলেছিল, এলসিডি ডিসপ্লের আইপ্যাডের ক্ষেত্রে এটি একটি সাধারণ ঘটনা।
এ সিরিজ চিপ
এই বছরের নতুন আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারে এম সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। তবে আইপ্যাড মিনিতে ম্যাকের চিপ ব্যবহার করা নাও হতে পারে। এই মডেলে এ১৭ প্রো বা এ১৭ সিরিজের অন্য কোনো সংস্করণ ব্যবহার করা হতে পারে।
আরেক তথ্যসূত্র বলা হয়, আইফোন ১৬ সিরিজে এ১৮ চিপ ব্যবহার করা হলে তা নতুন আইপ্যাডে মিনিতেও ব্যবহার করা হতে পারে।
আইওএস ১৮ ও আইপ্যাডওএস ১৮ অপারেটিং সিস্টেমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দেওয়া হবে। তাই আইপ্যাড মিনি ৭–তে শক্তিশালী চিপসেট ব্যবহার করা সম্ভাবনা রয়েছে।
রং
প্রতিবছর অ্যাপলের নতুন ডিভাইসগুলোতে রঙের পরিবর্তন দেখা যায়। আইপ্যাড এয়ার মতো একই রং মিনি সংস্করণগুলোতেও দেখা যায়। এবারের আইপ্যাড এয়ারে স্পেস গ্রে (হালকা ধূসর), পার্পল (হালকা বেগুনি), ব্লু (হালকা নীল) ও স্টারলাইট (হালকা ক্রিম রং) রং ব্যবহার করা হয়েছে। তাই আইপ্যাড মিনি ৭–এ এসব রং ব্যবহার করা হতে পারে।
সামনের ক্যামেরা
নতুন আইপ্যাড এয়ারের সামনের ক্যামেরাটি এখন উল্লম্ব অবস্থান থেকে পরিবর্তন করে অনুভূমিক অবস্থানে রেখেছে অ্যাপল। আইপ্যাড মিনি ৭–তেও এই পরিবর্তন দেখা যেতে পারে। কারণ ডিভাইসটির সঙ্গে প্রায়ই কিবোর্ড ব্যবহার করা হতে পারে।
ক্যামেরাতে এইচপিআর ৪ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।
নেটওয়ার্ক
অ্যাপল নতুন ডিভাইসগুলোতে ওয়াই–ফাই ৬ ই–এর সমর্থন দিয়েছে। এবার আইপ্যাড মিনিতেও এই ফিচার নিয়ে আসা হতে পারে। ফলে নতুন আইপ্যাড মিনি ৬ গিগাহার্টজ ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে।
এ ছাড়া এতে ব্লুটুথ ৫ দশমিক ৩ সংস্করণও ব্যবহার করা হতে পারে। অ্যাপলের নতুন ডিভাইসগুলো ন্যানো সিম স্লটের পরিবর্তে ই–সিম ব্যবহার করা হচ্ছে। ফলে আইপ্যাড মিনি ৭–এ ন্যানো সিম স্লট নাও থাকতে পারে।
আবার অনেকে প্রতিবেদনে বলা হয়েছে, আইপ্যাড মিনিতে ওলেড ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। এ ছাড়া ২০২৬ বা ২০২৭ সাল নাগাদ ফোল্ডেবল আইপ্যাড মিনিও আসতে পারে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে