অনলাইন ডেস্ক
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে