অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালবেলার মেসেজ পাঠানো থেকে শুরু করে দুপুরের বিরতিতে কনটেন্ট দেখা—সবকিছুতেই এর উপস্থিতি। তবে এত গুরুত্বপূর্ণ ডিভাইসের সঙ্গে থাকে ক্ষতির শঙ্কাও।
ভাবুন, আপনার প্রিয় ফোনটি হঠাৎ হাত ফসকে পড়ে গেল শক্ত মাটিতে, বা বৃষ্টির পানিতে ভিজে গেল। অধিকাংশ ফোন এমন পরিস্থিতিতে আর আগের অবস্থায় ফেরত আসে না। তবে পারফরম্যান্সের ক্ষেত্রে সবাই চায় সেরাটা। তাই অনেকেই জানতে চায়, ২০২৪ সালে এমন কোন ফোন রয়েছে যা অন্যগুলো থেকে সেরা।
চলুন, ২০ হাজার-২৫ হাজার টাকার মধ্যে ২০২৪ সালের সেরা পারফর্মিং স্মার্টফোনগুলোর দিকে এক নজর দেওয়া যাক। প্রতিটি ফোনে ভিন্ন ভিন্ন ফিচার থাকলেও, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগিয়ে থাকা ফোনগুলো সত্যিই নজর কাড়বে।
রিয়েলমি সি৭৫: টেকসই ফোনের ক্ষেত্রে সেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে রয়েছে উন্নতমানের ফিচার এবং অসাধারণ টেকসই গঠন, যা এটিকে সেগমেন্টের সেরা মানের স্মার্টফোন হিসেবে স্বতন্ত্র্য করে তুলেছে। যারা গুণগত মানকে প্রাধান্য দেন, তাদের জন্য রিয়েলমি সি৭৫ হতে পারে এই দামে সেরা পছন্দ।
পানি বা ধুলোর মতো বাইরের চ্যালেঞ্জ, অতিরিক্ত তাপমাত্রা, এমনকি পানির প্রবল চাপ—এসবই একটি স্মার্টফোনের কার্যক্ষমতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তাই এই দামে সেরা ফোন বেছে নিতে চাই টেকসইয়ের বিষয়টি খেয়াল রাখতে হবে। রিয়েলমি সি৭৫-এ রয়েছে এই কাঙ্ক্ষিত সুরক্ষা, যার প্রমাণ আইপি ৬৯ সার্টিফিকেশন। হাত থেকে শক্ত মেঝেতেও পড়লেও ফোনটি তেমন কোনরো ক্ষতি হবে না। পানি ও ধূলা থেকে সুরক্ষিত থাকবে ফোনটি। কারণ আইপি ৬৯ রেটিংপ্রাপ্ত ডিভাইস এমন পরিবেশেও কাজ করতে পারে, যেখানে পানি ও ধুলার উপস্থিতি অনেক বেশি থাকে।
এই তালিকার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে রিয়েলমি সি৭৫। এই দামে এটি একমাত্র স্মার্টফোন, যা আইপি ৬৯ রেটিং নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদের অসাধারণ টেকসই সেবা দিতে তৈরি করা হয়েছে।
আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয়ে এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০ এইচ), যা অ্যাডভেঞ্চারপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয়দের জন্য নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ফিচার। ফোনটি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রাও পারফর্ম করার জন্য তৈরি। এর পাশাপাশি আর্মরশেল গ্লাস প্রতিদিনের ব্যবহার থেকে সৃষ্ট ক্ষতি থেকে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।
অপো এ৬০: ফটোগ্রাফির দক্ষতায় অনন্য
অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে অপো এ৬০ নিজেকে এই সেগমেন্টের ফটো এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। ৫০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ডুয়েল ক্যামেরা দিয়ে এটি অত্যন্ত চমৎকার উচ্চ রেজল্যুশনের ছবি তুলতে পারে। বিশেষ করে, পোর্ট্রেট মোডে দুটি ক্যামেরা একসঙ্গে কাজ করে এমন এক ইফেক্ট তৈরি করে, যা একটি প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরার মতো। এ ছাড়া ছবির চরিত্রগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে, যেখানে ব্যাকগ্রাউন্ডে থাকে খুব সুন্দরভাবে ব্লার করে দেয় ফোনটির ক্যামেরা।
ইনফিনিক্স হট ৫০ প্রো: দৃষ্টিনন্দন ডিজাইন
যারা চমকপ্রদ ডিজাইনের ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৫০ প্রো নজর কাড়ার মতো। এর আধুনিক ও স্লিম ডিজাইন ডিভাইসটিকে করে তোলে দৃষ্টিনন্দন। প্রিমিয়াম ফিনিশ এবং পাতলা ডিজাইনের সংমিশ্রণে, এই ফোনটি হাতে নিয়ে ব্যবহারের অনুভূতি অত্যন্ত দুর্দান্ত। বিভিন্ন আকর্ষণীয় রঙে সহজলভ্য এই ফোনটি দেখতে সত্যিই মনোমুগ্ধকর।
শাওমি রেডমি নোট ১৩ ৪ জি: ডিসপ্লের শ্রেষ্ঠত্ব
অসাধারণ স্বচ্ছতা, প্রাণবন্ত রং এবং গভীর কনট্রাস্ট—সবকিছু মিলিয়ে রেডমি নোট ১৩ ৪ জি-এর অ্যামোলেড ডিসপ্লেকে করে তুলেছে অসাধারণ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে স্ক্রলিং এবং অ্যানিমেশন হয় আরও মসৃণ। যখন এতগুলো দারুণ ফিচার একসঙ্গে কাজ করে, তখন এই মানের ডিসপ্লে সহজেই তার ক্যাটাগরির চ্যাম্পিয়ন হয়ে ওঠে।
ভিভো ওয়াই ২৮ (৮ / ১২৮ জিবি) : ব্যাটারি লাইফে সেরা
ভিভো ওয়াই ২৮ (৮ / ১২৮ জিবি) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ের সুবিধা। ফোনটিতে মাত্র ৫ মিনিটের চার্জ দিলেই টানা ২ ঘণ্টা ফেসবুক ব্যবহার সম্ভব। ফলে ব্যবহারকারীরা ডিভাইসের ফিচার উপভোগ করতেই বেশি সময় ব্যয় করতে পারবেন, চার্জিংয়ে নয়। এমন অসাধারণ ব্যাটারি সক্ষমতার কারণে যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি চান, তাদের জন্য ভিভো ওয়াই ২৮ সেরা পছন্দ হয়ে উঠেছে।
টেকনো স্পার্ক ৩০ প্রো: গেমিংয়ের জন্য সেরা
টেকনো স্পার্ক ৩০ প্রো গেমিংয়ের জন্য যেন এক আদর্শ সঙ্গী। এর হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ, আর শক্তিশালী প্রসেসর যোগ করে অসাধারণ পারফরম্যান্সের মাত্রা। ডিভাইসটি সহজেই ল্যাগ কমিয়ে গেমপ্লেতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। মাল্টিপ্লেয়ার গেম হোক বা গ্রাফিক্যাল চ্যালেঞ্জিং গেম—টেকনো স্পার্ক ৩০ প্রো অনায়াসে এগুলো সামলাতে পারে। গেমিং ফোনের সেগমেন্টে এটি সহজেই শীর্ষ স্থান অধিকার করেছে।
যারা ২০-২৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা উপরে তালিকা থেকে পছন্দঅনুযায়ী ফোন কিনতে পারেন। এসব ফোনো রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, যেমন টেকসই গঠন, চমৎকার ফটোগ্রাফি, দৃষ্টিনন্দন ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং গেমিং পারফরম্যান্স। এসব ফোনের মধ্যে যেকোনো একটি নির্বাচন করলে, ব্যবহারকারীরা নিশ্চিতভাবে মানসম্মত এবং আধুনিক প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালবেলার মেসেজ পাঠানো থেকে শুরু করে দুপুরের বিরতিতে কনটেন্ট দেখা—সবকিছুতেই এর উপস্থিতি। তবে এত গুরুত্বপূর্ণ ডিভাইসের সঙ্গে থাকে ক্ষতির শঙ্কাও।
ভাবুন, আপনার প্রিয় ফোনটি হঠাৎ হাত ফসকে পড়ে গেল শক্ত মাটিতে, বা বৃষ্টির পানিতে ভিজে গেল। অধিকাংশ ফোন এমন পরিস্থিতিতে আর আগের অবস্থায় ফেরত আসে না। তবে পারফরম্যান্সের ক্ষেত্রে সবাই চায় সেরাটা। তাই অনেকেই জানতে চায়, ২০২৪ সালে এমন কোন ফোন রয়েছে যা অন্যগুলো থেকে সেরা।
চলুন, ২০ হাজার-২৫ হাজার টাকার মধ্যে ২০২৪ সালের সেরা পারফর্মিং স্মার্টফোনগুলোর দিকে এক নজর দেওয়া যাক। প্রতিটি ফোনে ভিন্ন ভিন্ন ফিচার থাকলেও, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এগিয়ে থাকা ফোনগুলো সত্যিই নজর কাড়বে।
রিয়েলমি সি৭৫: টেকসই ফোনের ক্ষেত্রে সেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে রয়েছে উন্নতমানের ফিচার এবং অসাধারণ টেকসই গঠন, যা এটিকে সেগমেন্টের সেরা মানের স্মার্টফোন হিসেবে স্বতন্ত্র্য করে তুলেছে। যারা গুণগত মানকে প্রাধান্য দেন, তাদের জন্য রিয়েলমি সি৭৫ হতে পারে এই দামে সেরা পছন্দ।
পানি বা ধুলোর মতো বাইরের চ্যালেঞ্জ, অতিরিক্ত তাপমাত্রা, এমনকি পানির প্রবল চাপ—এসবই একটি স্মার্টফোনের কার্যক্ষমতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তাই এই দামে সেরা ফোন বেছে নিতে চাই টেকসইয়ের বিষয়টি খেয়াল রাখতে হবে। রিয়েলমি সি৭৫-এ রয়েছে এই কাঙ্ক্ষিত সুরক্ষা, যার প্রমাণ আইপি ৬৯ সার্টিফিকেশন। হাত থেকে শক্ত মেঝেতেও পড়লেও ফোনটি তেমন কোনরো ক্ষতি হবে না। পানি ও ধূলা থেকে সুরক্ষিত থাকবে ফোনটি। কারণ আইপি ৬৯ রেটিংপ্রাপ্ত ডিভাইস এমন পরিবেশেও কাজ করতে পারে, যেখানে পানি ও ধুলার উপস্থিতি অনেক বেশি থাকে।
এই তালিকার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে রিয়েলমি সি৭৫। এই দামে এটি একমাত্র স্মার্টফোন, যা আইপি ৬৯ রেটিং নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদের অসাধারণ টেকসই সেবা দিতে তৈরি করা হয়েছে।
আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয়ে এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০ এইচ), যা অ্যাডভেঞ্চারপ্রেমী এবং রোমাঞ্চপ্রিয়দের জন্য নিঃসন্দেহে একটি আকর্ষণীয় ফিচার। ফোনটি মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রাও পারফর্ম করার জন্য তৈরি। এর পাশাপাশি আর্মরশেল গ্লাস প্রতিদিনের ব্যবহার থেকে সৃষ্ট ক্ষতি থেকে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।
অপো এ৬০: ফটোগ্রাফির দক্ষতায় অনন্য
অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে অপো এ৬০ নিজেকে এই সেগমেন্টের ফটো এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। ৫০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ডুয়েল ক্যামেরা দিয়ে এটি অত্যন্ত চমৎকার উচ্চ রেজল্যুশনের ছবি তুলতে পারে। বিশেষ করে, পোর্ট্রেট মোডে দুটি ক্যামেরা একসঙ্গে কাজ করে এমন এক ইফেক্ট তৈরি করে, যা একটি প্রফেশনাল পোর্ট্রেট ক্যামেরার মতো। এ ছাড়া ছবির চরিত্রগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে, যেখানে ব্যাকগ্রাউন্ডে থাকে খুব সুন্দরভাবে ব্লার করে দেয় ফোনটির ক্যামেরা।
ইনফিনিক্স হট ৫০ প্রো: দৃষ্টিনন্দন ডিজাইন
যারা চমকপ্রদ ডিজাইনের ডিভাইস খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্স হট ৫০ প্রো নজর কাড়ার মতো। এর আধুনিক ও স্লিম ডিজাইন ডিভাইসটিকে করে তোলে দৃষ্টিনন্দন। প্রিমিয়াম ফিনিশ এবং পাতলা ডিজাইনের সংমিশ্রণে, এই ফোনটি হাতে নিয়ে ব্যবহারের অনুভূতি অত্যন্ত দুর্দান্ত। বিভিন্ন আকর্ষণীয় রঙে সহজলভ্য এই ফোনটি দেখতে সত্যিই মনোমুগ্ধকর।
শাওমি রেডমি নোট ১৩ ৪ জি: ডিসপ্লের শ্রেষ্ঠত্ব
অসাধারণ স্বচ্ছতা, প্রাণবন্ত রং এবং গভীর কনট্রাস্ট—সবকিছু মিলিয়ে রেডমি নোট ১৩ ৪ জি-এর অ্যামোলেড ডিসপ্লেকে করে তুলেছে অসাধারণ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে স্ক্রলিং এবং অ্যানিমেশন হয় আরও মসৃণ। যখন এতগুলো দারুণ ফিচার একসঙ্গে কাজ করে, তখন এই মানের ডিসপ্লে সহজেই তার ক্যাটাগরির চ্যাম্পিয়ন হয়ে ওঠে।
ভিভো ওয়াই ২৮ (৮ / ১২৮ জিবি) : ব্যাটারি লাইফে সেরা
ভিভো ওয়াই ২৮ (৮ / ১২৮ জিবি) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ের সুবিধা। ফোনটিতে মাত্র ৫ মিনিটের চার্জ দিলেই টানা ২ ঘণ্টা ফেসবুক ব্যবহার সম্ভব। ফলে ব্যবহারকারীরা ডিভাইসের ফিচার উপভোগ করতেই বেশি সময় ব্যয় করতে পারবেন, চার্জিংয়ে নয়। এমন অসাধারণ ব্যাটারি সক্ষমতার কারণে যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি চান, তাদের জন্য ভিভো ওয়াই ২৮ সেরা পছন্দ হয়ে উঠেছে।
টেকনো স্পার্ক ৩০ প্রো: গেমিংয়ের জন্য সেরা
টেকনো স্পার্ক ৩০ প্রো গেমিংয়ের জন্য যেন এক আদর্শ সঙ্গী। এর হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে গেমিং অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ, আর শক্তিশালী প্রসেসর যোগ করে অসাধারণ পারফরম্যান্সের মাত্রা। ডিভাইসটি সহজেই ল্যাগ কমিয়ে গেমপ্লেতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে। মাল্টিপ্লেয়ার গেম হোক বা গ্রাফিক্যাল চ্যালেঞ্জিং গেম—টেকনো স্পার্ক ৩০ প্রো অনায়াসে এগুলো সামলাতে পারে। গেমিং ফোনের সেগমেন্টে এটি সহজেই শীর্ষ স্থান অধিকার করেছে।
যারা ২০-২৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তারা উপরে তালিকা থেকে পছন্দঅনুযায়ী ফোন কিনতে পারেন। এসব ফোনো রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, যেমন টেকসই গঠন, চমৎকার ফটোগ্রাফি, দৃষ্টিনন্দন ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং গেমিং পারফরম্যান্স। এসব ফোনের মধ্যে যেকোনো একটি নির্বাচন করলে, ব্যবহারকারীরা নিশ্চিতভাবে মানসম্মত এবং আধুনিক প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর এই বিষয়টি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান। এ জন্য পর্যাপ্ত সময় চাচ্ছেন ট্রাম্প।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে নতুন বিনিয়োগের মাধ্যমে বাজারমূল্যের দৌড়ে এগিয়ে চলছে টেক জায়ান্ট অ্যাপল। আইফোনে এআই-চালিত আপগ্রেডের প্রতিশ্রুতিতে শেয়ারমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোম্পানিটি চার ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া সাইবার হামলার মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছে ক্রোম ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাইবারহেভেন নামে একটি ডেটা প্রোটেকশন কোম্পানিসহ কয়েকটি কোম্পানির এক্সেটশন এই হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে ব্যবহারকারীদের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা রয়
৯ ঘণ্টা আগেআগামী তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপ্রতিরোধ্য উন্নয়ন মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন এআই ‘গডফাদার’ খ্যাত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।
১৯ ঘণ্টা আগে