ইউরোপের বাজার থেকে আইফোন এসই ও ১৪ সিরিজ প্রত্যাহার করল অ্যাপল

অনলাইন ডেস্ক
Thumbnail image
ইইউ বাদে অন্যান্য দেশে লাইটনিং পোর্টের ডিভাইস বিক্রি করতে পারবে অ্যাপল। ছবি: হাই টু গিক

ইউরোপীয় ইউনিয়নে নতুন ইউএসবি-সি চার্জিং সিস্টেম বাধ্যতামূলক করার পর ইইউ–এর বাজার থেকে লাইটনিং পোর্টযুক্ত আইফোন মডেলগুলো প্রত্যাহার করেছে অ্যাপল। এই নতুন পরিবর্তনের ফলে এখন থেকে ইউরোপের বেশির ভাগ দেশে আইফোন এসই (তৃতীয় প্রজন্ম) এবং আইফোন ১৪ সিরিজ বিক্রি করবে না কোম্পানিটি।

গত ২৮ ডিসেম্বর (শনিবার) ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুযায়ী স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য বৈদ্যুতিন ডিভাইসের জন্য ইউএসবি-সি চার্জিং কানেকশন বাধ্যতামূলক হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে, অ্যাপল তার সমস্ত লাইটনিং পোর্ট বিশিষ্ট ডিভাইসগুলো ইউরোপীয় ইউনিয়নের অ্যাপল স্টোর থেকে তুলে নিয়েছে।

এখন আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস এবং আইফোন এসই-এর মতো লাইটনিং পোর্ট যুক্ত ডিভাইসগুলো আর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের অ্যাপল স্টোরে পাওয়া যাবে না। এগুলো ইউরোপের বিভিন্ন দেশে যেমন অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডে আর বিক্রি হচ্ছে না। তবে, এই আইন শুধু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য প্রযোজ্য। তাই অ্যাপল এখনো যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে লাইটনিং পোর্টের ডিভাইস বিক্রি করতে পারবে।

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ইউএসবি-সি পোর্টের নিয়মটি অনুমোদন পায় এবং ২০২৪ সালের শেষে এটি কার্যকর হওয়ার কথা ছিল। এই আইন অনুসারে, অ্যাপল তার লাইটনিং পোর্ট যুক্ত ডিভাইসগুলো ২০২৪ সালের শেষের দিকে ইউএসবি-সি পোর্টে রূপান্তরিত করবে। আইফোন ১৫ সিরিজে দিয়ে অ্যাপল প্রথমবারের মতো লাইটনিং পোর্ট বাদ ইউএসবি-সি পোর্ট ব্যবহার শুরু করেছে।

এদিকে, আইফোন এসই এখনো ২০২২ সালের পর কোনো আপডেট পায়নি। তবে, আশা করা হচ্ছে ২০২৪ সালের মার্চ মাসে নতুন আইফোন এসই বাজারে আসবে এবং সেটি ইউএসবি-সি পোর্ট থাকবে।

এই পরিবর্তন নিয়ে ইইউ বলছে, এই একক চার্জারের নিয়ম ইউরোপীয়দের জীবনকে সহজ করবে এবং ভোক্তাদের খরচ কমাবে।

এ ছাড়া নতুন ডিভাইসের সঙ্গে নতুন চার্জার না তিনে ভোক্তারা পুরোনো চার্জ ব্যবহার করতে পারবে। ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং অপচয় কম হবে।

তথ্যসূত্র: ম্যাশেবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত