মুভি বা সিরিজ অনেক সময়ই দশর্কদের আবেগকে নাড়া দেয়। এসব কনটেন্টের প্রিয় দৃশ্যগুলো অনেকেই ফোনে রেখে দিতে চায় বা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে চায়। তাই মুভি ও সিরিজের বিশেষ মুহূর্তকে বা দৃশ্যপট ধারণ করে রাখার প্রক্রিয়া সহজ করছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটির নতুন ‘মোমেন্টস’ ফিচারের মাধ্যমে প্রিয় মুভি ও শো থেকে সেরা দৃশ্যগুলো ক্যাপচার, সংরক্ষণ এবং শেয়ার করা যাবে। কারণ এই ফিচারের মাধ্যমে এখন নেটফ্লিক্সের মুভি ও শোর স্ক্রিনশট তুলতে দেবে।
এখন পর্যন্ত নেটফ্লিক্স ব্যবহারকারীদের ডিভাইসে স্ক্রিনশট নিতে বাধা দিত। অর্থাৎ নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করা হলে ডিভাইসের স্ক্রিন কালো হয়ে যেত। কনটেন্ট শেয়ারিং প্রতিরোধের জন্য এটি নেটফ্লিক্সের বিশেষ ব্যবস্থা ছিল। কিন্তু নতুন মোমেন্টস ফিচারটি এই বাধা দূর করবে। আজ থেকে বিশ্বের সব আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি নেটফ্লিক্সে পাবেন।
কোনো মুভি বা শো দেখার সময় এখন ‘মোমেন্টস’ ফিচার ব্যবহারের জন্য স্ক্রিনের নিচে একটি বাটন থাকবে। এই বাটনে ট্যাপ করলেই স্ক্রিনশটটি সঙ্গে সঙ্গে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে সেভ হবে। যেকোনো সময় এই ট্যাবে গিয়ে স্ক্রিনশটগুলো দেখা যাবে। স্ক্রিনশটটির সঙ্গে শো বা মুভির নাম, এপিসোড এবং সেভ করা মুহূর্তটির সঠিক টাইমস্ট্যাম্প যুক্ত থাকবে। আবার স্ক্রিনশটটির ওপর ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে যে মুহূর্তটি সেভ করা হয়েছে ঠিক সেই মুহূর্তটি চালু হবে।
স্ক্রিনশটটি শেয়ার করাও খুবই সহজ। একবার কোনো দৃশ্য সেভ করার পর তা ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে সরাসরি পোস্ট করতে যাবে।
নতুন ফিচারটি নেটফ্লিক্সের নতুন বৈশ্বিক ব্র্যান্ড ক্যাম্পেইন ‘ইটস সো গুড’-এর সঙ্গে তাল মিলিয়ে চালু করা হচ্ছে, যা প্ল্যাটফরমের কিছু স্মরণীয় এবং প্রিয় দৃশ্য উদ্যাপন করে। এই ক্যাম্পেইনে কার্ডি বি, সাইমন বিলস এবং জিয়ানকার্লো এসপোসিটো এমন তারকাদেরও উপস্থিত করা হয়েছে। তাঁরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে এমন মুহূর্তগুলো তুলে ধরছেন। নেটফ্লিক্স আসলে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। এর জন্য প্ল্যাটফরমটি এমন দৃশ্যগুলো ব্যবহার করবে, যা তাদের ওপর এক বিশেষ প্রভাব ফেলে।
মোমেন্টস ফিচারটি নেটফ্লিক্সের জন্য বড় আপডেট। তাই নেটফ্লিক্সের মুভি ও শোর প্রিয় মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যাবে।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
মুভি বা সিরিজ অনেক সময়ই দশর্কদের আবেগকে নাড়া দেয়। এসব কনটেন্টের প্রিয় দৃশ্যগুলো অনেকেই ফোনে রেখে দিতে চায় বা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে চায়। তাই মুভি ও সিরিজের বিশেষ মুহূর্তকে বা দৃশ্যপট ধারণ করে রাখার প্রক্রিয়া সহজ করছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটির নতুন ‘মোমেন্টস’ ফিচারের মাধ্যমে প্রিয় মুভি ও শো থেকে সেরা দৃশ্যগুলো ক্যাপচার, সংরক্ষণ এবং শেয়ার করা যাবে। কারণ এই ফিচারের মাধ্যমে এখন নেটফ্লিক্সের মুভি ও শোর স্ক্রিনশট তুলতে দেবে।
এখন পর্যন্ত নেটফ্লিক্স ব্যবহারকারীদের ডিভাইসে স্ক্রিনশট নিতে বাধা দিত। অর্থাৎ নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করা হলে ডিভাইসের স্ক্রিন কালো হয়ে যেত। কনটেন্ট শেয়ারিং প্রতিরোধের জন্য এটি নেটফ্লিক্সের বিশেষ ব্যবস্থা ছিল। কিন্তু নতুন মোমেন্টস ফিচারটি এই বাধা দূর করবে। আজ থেকে বিশ্বের সব আইওএস ব্যবহারকারী এই ফিচার ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি নেটফ্লিক্সে পাবেন।
কোনো মুভি বা শো দেখার সময় এখন ‘মোমেন্টস’ ফিচার ব্যবহারের জন্য স্ক্রিনের নিচে একটি বাটন থাকবে। এই বাটনে ট্যাপ করলেই স্ক্রিনশটটি সঙ্গে সঙ্গে ‘মাই নেটফ্লিক্স’ ট্যাবে সেভ হবে। যেকোনো সময় এই ট্যাবে গিয়ে স্ক্রিনশটগুলো দেখা যাবে। স্ক্রিনশটটির সঙ্গে শো বা মুভির নাম, এপিসোড এবং সেভ করা মুহূর্তটির সঠিক টাইমস্ট্যাম্প যুক্ত থাকবে। আবার স্ক্রিনশটটির ওপর ট্যাপ করলেই সঙ্গে সঙ্গে যে মুহূর্তটি সেভ করা হয়েছে ঠিক সেই মুহূর্তটি চালু হবে।
স্ক্রিনশটটি শেয়ার করাও খুবই সহজ। একবার কোনো দৃশ্য সেভ করার পর তা ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে সরাসরি পোস্ট করতে যাবে।
নতুন ফিচারটি নেটফ্লিক্সের নতুন বৈশ্বিক ব্র্যান্ড ক্যাম্পেইন ‘ইটস সো গুড’-এর সঙ্গে তাল মিলিয়ে চালু করা হচ্ছে, যা প্ল্যাটফরমের কিছু স্মরণীয় এবং প্রিয় দৃশ্য উদ্যাপন করে। এই ক্যাম্পেইনে কার্ডি বি, সাইমন বিলস এবং জিয়ানকার্লো এসপোসিটো এমন তারকাদেরও উপস্থিত করা হয়েছে। তাঁরা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে এমন মুহূর্তগুলো তুলে ধরছেন। নেটফ্লিক্স আসলে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। এর জন্য প্ল্যাটফরমটি এমন দৃশ্যগুলো ব্যবহার করবে, যা তাদের ওপর এক বিশেষ প্রভাব ফেলে।
মোমেন্টস ফিচারটি নেটফ্লিক্সের জন্য বড় আপডেট। তাই নেটফ্লিক্সের মুভি ও শোর প্রিয় মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আরও দেখা যাবে।
তথ্যসূত্র: নাইন টু ফাইভ ম্যাক
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৩ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে