অনলাইন ডেস্ক
এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক নিয়ে এল ইলন মাস্ক। গত মঙ্গলবার মাস্ক নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেয়। তবে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এই বিলিনিয়র। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইলন মাস্কের স্টার্টআপ কোম্পানি এক্সএআই–এর একটি পণ্য হলো গ্রোক। ২০২৩ সালে ডিসেম্বরে শুধু এক্স প্রিমিয়ার প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট নিয়ে আসা হয়। চ্যাটজিপিটি ও গুগল বার্ড চ্যাটবটের মতো গ্রোকও একটি এআই চ্যাটবট। গ্রোককে প্রশিক্ষণের জন্য লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে।
টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিকে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। সেসসময় থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এরপর বিজ্ঞাপনের ওপর কোম্পানির নির্ভরশীলতা কমানো ওপর জোর দেয় মাস্ক। তাই তিনি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে মনোনিবেশ করেছেন। গ্রাহকদের আর্কষণ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন নতুন ফিচার যুক্ত করছে এক্স। এসব ফিচারের সর্বশেষ সংস্করণই হলো এই চ্যাটবট।
এই মাসের শুরুর দিকে মাস্ক বলেন, এক্সএআই গ্রোককে ওপেন সোর্স হিসেবে পরিবর্তন করবেন। একই সময় চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কাজ করার কথা। কিন্তু মামলার অভিযোগে মাস্ক বলেন, মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে ওপেনএআই শুধু মুনাফার দিকে ঝুঁকছে।
যদি গ্রোককে ওপেস সোর্স হিসেবে উন্মুক্ত করা হয় তাহলে জনসাধারণ বিনামূল্যে এই প্রযুক্তির কোডগুলো ব্যবহার করতে পারবে। ফরাসি কোম্পানি মিস্ট্রাল এআই ও মেটারও এররকম ওপেন সোর্স এআই মডেল রয়েছে। গত বছরে ডিসেম্বরে মেটা, আইবিএমসহ বিভিন্ন কোম্পানি ও গবেষকেরা এআইকে আরও উন্মুক্ত প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে জোটবদ্ধ হয়।
এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক নিয়ে এল ইলন মাস্ক। গত মঙ্গলবার মাস্ক নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেয়। তবে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এই বিলিনিয়র। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ইলন মাস্কের স্টার্টআপ কোম্পানি এক্সএআই–এর একটি পণ্য হলো গ্রোক। ২০২৩ সালে ডিসেম্বরে শুধু এক্স প্রিমিয়ার প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট নিয়ে আসা হয়। চ্যাটজিপিটি ও গুগল বার্ড চ্যাটবটের মতো গ্রোকও একটি এআই চ্যাটবট। গ্রোককে প্রশিক্ষণের জন্য লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে।
টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিকে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। সেসসময় থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এরপর বিজ্ঞাপনের ওপর কোম্পানির নির্ভরশীলতা কমানো ওপর জোর দেয় মাস্ক। তাই তিনি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে মনোনিবেশ করেছেন। গ্রাহকদের আর্কষণ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন নতুন ফিচার যুক্ত করছে এক্স। এসব ফিচারের সর্বশেষ সংস্করণই হলো এই চ্যাটবট।
এই মাসের শুরুর দিকে মাস্ক বলেন, এক্সএআই গ্রোককে ওপেন সোর্স হিসেবে পরিবর্তন করবেন। একই সময় চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কাজ করার কথা। কিন্তু মামলার অভিযোগে মাস্ক বলেন, মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে ওপেনএআই শুধু মুনাফার দিকে ঝুঁকছে।
যদি গ্রোককে ওপেস সোর্স হিসেবে উন্মুক্ত করা হয় তাহলে জনসাধারণ বিনামূল্যে এই প্রযুক্তির কোডগুলো ব্যবহার করতে পারবে। ফরাসি কোম্পানি মিস্ট্রাল এআই ও মেটারও এররকম ওপেন সোর্স এআই মডেল রয়েছে। গত বছরে ডিসেম্বরে মেটা, আইবিএমসহ বিভিন্ন কোম্পানি ও গবেষকেরা এআইকে আরও উন্মুক্ত প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে জোটবদ্ধ হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে