পোষা প্রাণীদের এআই অবতার তৈরির ফিচার আনল স্ন্যাপচ্যাট 

অনলাইন ডেস্ক
Thumbnail image

পোষা প্রাণীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবতার তৈরি করার নতুন একটি ফিচার নিয়ে এল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর একটি কার্টুনের মতো অবতার তৈরি করতে পারবে। তবে শুধু স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। 

এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে  হবে ও এরপর এআই পোষাপ্রাণীটির কয়েকটি অবতার তৈরি করে দেবে। এর মধ্য থেকে ব্যবহারকারীরা পছন্দমতো অবতার বেছে নিতে পারবে। তবে বিটইমোজির মতো বেশি কাস্টমাইজেশনের সুযোগ আপাতত পাওয়া যাবে না। 
 
২০২২ সালে স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়। এই প্ল্যানের আওতাভুক্ত ব্যবহারকারীদের বিশেষ এআই ভিত্তিক ফিচার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। যেমন: মাইএআই অ্যাসিস্টেন্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার ও এআই দিয়ে তৈরি স্ন্যাপস। 

এআই টুলোগুলো সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনের প্ল্যানের মাধ্যমেও কোম্পানিটি ভালো আয় করছে।  

এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে হবে । ছবি:গিজমোচিনাএছাড়া সব ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে একটি টেমপ্লেট এডিটিং ফিচার। এর মাধ্যমে ক্লিপ এডিট আরও সহজ হবে বলে দাবি করছে কোম্পানিটি। এছাড়াও স্ন্যাপ এডিটে ও পাঠানোর জন্য নতুন সোয়াইপ গেসচার নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিন মিনিট 
দৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি দিয়ে ধারণ করা যাবে ওপাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টোরি পোস্টের ক্ষেত্রে আরও সৃজনশীলতা দেখাতে পারবে। 

তথ্যসূত্র:গিজমোচিনা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত