ফিচার ডেস্ক
নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে দেশের বাজারে শাওমি এনেছে অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। এর মূল আকর্ষণ ডিজাইন ও প্রযুক্তি।
সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতে বসে সিনেমা হলের অভিজ্ঞতা এবং গেমিংয়ে মসৃণ ও ইন্টার্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা—সবই পাওয়া যাবে এক টিভিতে। এ ছাড়া রয়েছে চোখধাঁধানো কিউএলইডি ৪-কে রেজল্যুশনের ডিসপ্লে। আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য, শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলো আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধু এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট। এগুলো এই টিভির ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আরও পরিষ্কার শব্দের জন্য দারুণ অভিজ্ঞতা দেবে।
পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য অ্যাপে দ্রুতগতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোড করার জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা থেকে মুক্ত রাখবে। চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বব্যাপী লঞ্চ করা হয় শাওমি টিভি এ প্রো ২০২৫।
নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে দেশের বাজারে শাওমি এনেছে অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। এর মূল আকর্ষণ ডিজাইন ও প্রযুক্তি।
সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতে বসে সিনেমা হলের অভিজ্ঞতা এবং গেমিংয়ে মসৃণ ও ইন্টার্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা—সবই পাওয়া যাবে এক টিভিতে। এ ছাড়া রয়েছে চোখধাঁধানো কিউএলইডি ৪-কে রেজল্যুশনের ডিসপ্লে। আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য, শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলো আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে।
তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধু এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট। এগুলো এই টিভির ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আরও পরিষ্কার শব্দের জন্য দারুণ অভিজ্ঞতা দেবে।
পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য অ্যাপে দ্রুতগতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোড করার জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা থেকে মুক্ত রাখবে। চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বব্যাপী লঞ্চ করা হয় শাওমি টিভি এ প্রো ২০২৫।
বিদায়ের আগে তড়িঘড়ি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণের বিধি জারি করা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অনুরোধ জানিয়েছে তথ্যপ্রযুক্তি শিল্পখাতের শীর্ষ সংগঠন ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি কাউন্সিল (আইটিআই)। এই পদক্ষেপ বিশ্ব বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যুক্তরাষ
২ ঘণ্টা আগেইলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)–এর মতো ‘কমিউনিটি নোটস’ নামে একটি নতুন ব্যবস্থা চালু করবে মেটা। এই সিদ্ধান্তের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতা ও সেন্সরশিপের অভিযোগের ভারসাম্য বজায় রাখতে চায়। এতে স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমবে।
১০ ঘণ্টা আগেফেসবুক ও ইনস্টাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকার ব্যবহারের পরিবর্তে নতুন ‘কমিউনিটি নোটস’ পদ্ধতি চালু করতে যাচ্ছে মেটা। এর মাধ্যমে কোনো পোস্টের সত্যতা যাচাইয়ের দায়িত্ব মূলত ব্যবহারকারীদের ওপরই ছেড়ে দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগেএত দিন ভাবা হতো, সব বিদেশেই হয়। একটি অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে নিজের পছন্দমতো একটি পার্টটাইম চাকরি জুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুধু বিদেশেই আছে। এ নিয়ে হতাশা ছিল আমাদের দেশের তরুণদের মধ্যে। সেই হতাশা এবার কাটতে চলেছে। দেশের প্রথম পার্টটাইম জবের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। নাম ‘ইনস্টা জব’।
১ দিন আগে