প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
সামাজিক যোগাযোগমাধ্যম মানেই দুদিন পরপর নতুন নতুন ফিচারের আনাগোনা। সেই সব ফিচারে থাকে নিত্যনতুন সুবিধা। তেমনই নতুন একটি সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। মেসেজিং অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে এই ফিচার এনেছে মেটা।
হোয়াটসঅ্যাপ কল করার সময় কোথাও ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাওয়া যায় না। কিন্তু যাঁর সঙ্গে কথা বলছেন, তাঁর কাছে পৌঁছে যায় আইপি অ্যাড্রেস। ভয়েস কল করুন অথবা ভিডিও কল—সব ক্ষেত্রেই শেয়ার হয় আইপি অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অন রাখলে ব্যবহারকারী যাঁকেই ভিডিও অথবা ভয়েস কল করবেন, তাঁর কাছে শুধু সেই সার্ভারের ডেটা পৌঁছাবে। আইপি অ্যাড্রেসের নাগাল আর পাওয়া যাবে না। এই ফিচারের ফলে ফোনের গোপনীয়তা বজায় থাকবে বলে দাবি করেছে মেটা।
ফিচারটি সেট করতে হলে
এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে। সেখানে স্ক্রল করার পর নিচে অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে। এবার প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অপশনটি পাওয়া যাবে। সেই অপশনটি অন করে দিতে হবে। ব্যবহারকারী চাইলে একই পদ্ধতি মেনে এটি অফও রাখতে পারবেন। আপাতত সুবিধাটি ওয়ান-অন-ওয়ান কলের জন্যই এনেছে মেটা। হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গোপন করার এই সুবিধা রাখা হয়নি। ফিচারটি অন রাখার ফলে দুটি ডিভাইস সরাসরি যুক্ত না হয়ে সার্ভারের মাধ্যমে যুক্ত হবে। এতে কলের কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ ক্ষেত্রে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস ফিচারটি অফ করে রাখা যেতে পারে।
সূত্র: দ্য ভার্জ
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে