অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া ফেলেছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে সুবিধাটি খুব সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কীভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যায়। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যায়। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পান।
চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবেন না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুসারে কীভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো:
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন–এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. যেকোন নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।
ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।
এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরো এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।
বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া ফেলেছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে সুবিধাটি খুব সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কীভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যায়। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যায়। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পান।
চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবেন না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুসারে কীভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো:
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন–এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. যেকোন নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।
ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।
এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরো এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে