অনলাইন ডেস্ক
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে