অনলাইন ডেস্ক
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাতটি ফরাসি পরিবার। মামলায় অভিযোগে বলা হয়, প্ল্যাটফর্মটি কিশোর–কিশোরীদের ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি করছে। আর এর প্রভাবে দুজন ১৫ বছর বয়সী ফরাসি শিশু আত্মহত্যা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত সোমবার আইনজীবী লর বুট্রন-মারমিওন বলেন, টিকটকের অ্যালগরিদম সাতটি কিশোর-কিশোরীকে এমন ভিডিও দেখিয়েছে যা আত্মহত্যা, নিজের ক্ষতির বিষয়ক এবং ইটিং ডিসঅর্ডার নিয়ে কনটেন্ট প্রচার করছিল।
প্যারিসের ক্রেটিল বিচারিক আদালতে যৌথভাবে আইনী পদক্ষেপ নিচ্ছে পরিবারগুলো। বুট্রন-মারমিওন বলেন, ইউরোপে এমন ধরনের সম্মিলিত মামলা এটিই প্রথম।
তিনি বলেন, ‘অভিভাবকেরা চাইছেন যে, টিকটকের আইনগত দায়বদ্ধতা আদালতে স্বীকৃতি দেওয়া হোক। তিনি যোগ করেন, ‘এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বিশেষভাবে অপ্রাপ্ত বয়স্করা ব্যবহার করে। । সুতরাং তাদের উচিত পণ্যের ত্রুটির জন্য দায়বদ্ধতা স্বীকার করা।
অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের মতো টিকটকও দীর্ঘ সময় ধরেই কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো টিকটকও যুক্তরাষ্ট্রে শত শত মামলা মোকাবিলা করছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, এটি লক্ষাধিক শিশুদের তার প্ল্যাটফর্মে আকৃষ্ট ও আসক্ত করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করেছে।
গত মাসে একাধিক রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া চীনা-মালিকানাধীন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বলা হয়, টিকটক এমন একটি পণ্য সরবরাহ করছে যা শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে এবং যা আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
মামলাগুলোর জবাবে টিকটকের মুখপাত্র বলে, ‘এই অভিযোগগুলোর সঙ্গে আমরা সম্মত নই, যেগুলোর অনেকটাই ভুল ও বিভ্রান্তিকর বলে মনে করি।’
এর আগে কোম্পানিটি বলেছে, শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তারা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করে থাকে।
এই বছর টিকটকের সিইও শৌ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের জানিয়েছেন, কোম্পানিটি অ্যাপ ব্যবহারকারী তরুণদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপে বিনিয়োগ করছে।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার প্রথমবারের মতো আইপি ৬৯ সার্টিফিকেশন পাওয়া সি-সিরিজের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। ১৫ ডিসেম্বর উন্মোচন হতে যাওয়া রিয়েলমি সি৭৫-এ আইপি ৬৯ রেটিংয়ের পাশাপাশি আরও রয়েছে আইপি ৬৮ ও আইপি ৬৬ সার্টিফিকেশন। ফলে পানি ও ধুলাবালি থেকে ফোনটি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।
২ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য অটো-ডাবিং ফিচার চালু করেছে ইউটিউব। এর মধ্য দিয়ে ভিডিওগুলো সহজেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা যাবে। এর ফলে কনটেন্ট তৈরি করা আরও সহজ এবং ভিনদেশি দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।
২ ঘণ্টা আগেগুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক
৮ ঘণ্টা আগেচলতি বছরে বৈশ্বিক বিজ্ঞাপন বাজারের আয় এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে, যা বিজ্ঞাপনশিল্পের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই বিপুল পরিমাণ বিজ্ঞাপনী আয়ের অর্ধেকেরও বেশি দখল করবে প্রযুক্তি জায়ান্ট গুগল, মেটা, বাইটড্যান্স, আমাজন ও আলিবাবার মতো কোম্পানিগুলো। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর আধিপত্য আর
৯ ঘণ্টা আগে