অনলাইন ডেস্ক
অবশেষে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চালু হলো এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস। গত বৃহস্পতিবার থ্রেডসের এক পোস্টে এই ঘোষণা দেয় মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
‘টুইটার প্রতিদ্বন্দ্বী’ থ্রেডস অ্যাপটি গত জুলাইতে উন্মোচন করা হয়। সেসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একশটি দেশে অ্যাপটি চালু হয়। তবে গোপনীয়তার কঠোর নিয়ম–নীতির জন্য প্ল্যাটফর্মটি তখন ইউরোপীয় ইউনিয়নে চালু হয়নি।
ইইউতে অ্যাপটি চালু করার আগে প্ল্যাটফর্মটির গোপনীয়তার বিধানগুলোর জন্য মেটাকে ইউরোপীয় কমিশনের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, প্ল্যাটফর্মটি দেরিতে চালুর জন্য ইউরোপের কঠোর ডিজিটাল মার্কেটস অ্যাক্ট দায়ী। আইনটি বিভিন্ন বড় প্রযুক্তি প্ল্যাটফর্মে গ্রাহকদের গোপনীয়তার ও ব্যক্তিগত ডেটার সুরক্ষা দেয়।
তবে অ্যাপটির দেরিতে চালুর কারণ হিসেবে মেটা এই আইনের কথা উল্লেখ্য করেনি। তবে ইনস্টাগ্রামের নির্বাহী অ্যাডাম মোসেরি বলেন, আগামী বছরে আইনটি কার্যকর হলে কিছু জটিলতা সৃষ্টি হবে।
থ্রেডসে অ্যাকাউন্ট তৈরির জন্য গ্রাহকের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করতে হয়। গত নভেম্বরে মেটা থ্রেডসের এক নতুন আপডেট নিয়ে আসে। এই আপডেটের মাধ্যমে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে।
তবে গত বৃহস্পতিবার থেকে প্রোফাইল তৈরি না করেই থ্রেডসে ব্রাউজিংয়ের সুবিধা দিচ্ছে মেটা।
মেটা এক ব্লগ পোস্টে বলেন, প্রোফাইল তৈরি ছাড়াই থ্রেডসের কনটেন্ট ব্রাউজিং, অন্যদের অ্যাকাউন্ট দেখা, লিংক কপি, কনটেন্ট শেয়ারিং ও রিপোর্ট করা যাবে। তবে প্রোফাইল ছাড়া কোনো পোস্ট করা যাবে না এবং কোনো কনটেন্টে লাইক বা কমেন্ট করা যাবে না।
উন্মোচনের পর প্রথম সপ্তাহে থ্রেডসে ১০ কোটিরও বেশি গ্রাহক যুক্ত হয়। তখন থেকে প্ল্যাটফর্মটিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমে যায়। তবে মার্ক জাকারবার্গের প্ল্যাটফর্মটি থেকে আয় কমেনি ও শিগগিরই প্ল্যাটফর্মটির গ্রাহক ১০০ কোটি হবে।
এদিকে ২০২২ সালে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মটিতে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের সংখ্যাও কমে গেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এক্সের আয় ২৫০ কোটি কমে গেছে।
থ্রেডেসে পোস্টগুলো অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করার সুবিধা দেবে মেটা। এই সুবিধা ‘ফেডিভার্স’ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে সামাজিক নেটওয়ার্কগুলোর মধ্যে ডেটা ও পোস্ট শেয়ারের সুযোগ দেয়া হয়।
অবশেষে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চালু হলো এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস। গত বৃহস্পতিবার থ্রেডসের এক পোস্টে এই ঘোষণা দেয় মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
‘টুইটার প্রতিদ্বন্দ্বী’ থ্রেডস অ্যাপটি গত জুলাইতে উন্মোচন করা হয়। সেসময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একশটি দেশে অ্যাপটি চালু হয়। তবে গোপনীয়তার কঠোর নিয়ম–নীতির জন্য প্ল্যাটফর্মটি তখন ইউরোপীয় ইউনিয়নে চালু হয়নি।
ইইউতে অ্যাপটি চালু করার আগে প্ল্যাটফর্মটির গোপনীয়তার বিধানগুলোর জন্য মেটাকে ইউরোপীয় কমিশনের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, প্ল্যাটফর্মটি দেরিতে চালুর জন্য ইউরোপের কঠোর ডিজিটাল মার্কেটস অ্যাক্ট দায়ী। আইনটি বিভিন্ন বড় প্রযুক্তি প্ল্যাটফর্মে গ্রাহকদের গোপনীয়তার ও ব্যক্তিগত ডেটার সুরক্ষা দেয়।
তবে অ্যাপটির দেরিতে চালুর কারণ হিসেবে মেটা এই আইনের কথা উল্লেখ্য করেনি। তবে ইনস্টাগ্রামের নির্বাহী অ্যাডাম মোসেরি বলেন, আগামী বছরে আইনটি কার্যকর হলে কিছু জটিলতা সৃষ্টি হবে।
থ্রেডসে অ্যাকাউন্ট তৈরির জন্য গ্রাহকের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করতে হয়। গত নভেম্বরে মেটা থ্রেডসের এক নতুন আপডেট নিয়ে আসে। এই আপডেটের মাধ্যমে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে।
তবে গত বৃহস্পতিবার থেকে প্রোফাইল তৈরি না করেই থ্রেডসে ব্রাউজিংয়ের সুবিধা দিচ্ছে মেটা।
মেটা এক ব্লগ পোস্টে বলেন, প্রোফাইল তৈরি ছাড়াই থ্রেডসের কনটেন্ট ব্রাউজিং, অন্যদের অ্যাকাউন্ট দেখা, লিংক কপি, কনটেন্ট শেয়ারিং ও রিপোর্ট করা যাবে। তবে প্রোফাইল ছাড়া কোনো পোস্ট করা যাবে না এবং কোনো কনটেন্টে লাইক বা কমেন্ট করা যাবে না।
উন্মোচনের পর প্রথম সপ্তাহে থ্রেডসে ১০ কোটিরও বেশি গ্রাহক যুক্ত হয়। তখন থেকে প্ল্যাটফর্মটিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমে যায়। তবে মার্ক জাকারবার্গের প্ল্যাটফর্মটি থেকে আয় কমেনি ও শিগগিরই প্ল্যাটফর্মটির গ্রাহক ১০০ কোটি হবে।
এদিকে ২০২২ সালে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মটিতে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের সংখ্যাও কমে গেছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এক্সের আয় ২৫০ কোটি কমে গেছে।
থ্রেডেসে পোস্টগুলো অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করার সুবিধা দেবে মেটা। এই সুবিধা ‘ফেডিভার্স’ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে সামাজিক নেটওয়ার্কগুলোর মধ্যে ডেটা ও পোস্ট শেয়ারের সুযোগ দেয়া হয়।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৫ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে