বিভিন্ন পণ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যুক্ত করছে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় উইন্ডোজের জনপ্রিয় অ্যাপ নোটপ্যাডে এআই প্রযুক্তি যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যমতে, ‘কোরাইটার’ নামের একটি নতুন ফিচার যুক্ত করবে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই ভিত্তিক টেক্সট তৈরি ও এডিট করতে পারবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে উইন্ডোজের তথ্য প্রকাশকারী অ্যাকাউন্ট ফ্যান্টমওশেন ৩ বলেছে, নোটপ্যাডের ভি ১১.২৩১২. ১৭.০ ভার্সনে কোরাইটার ফিচারটি দেখা গিয়েছে। এই প্রসঙ্গে অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়।
স্ক্রিনশটে দেখা যায়, নোটপ্যাডে কোরাইটার নামে একটি মেনু যুক্ত করা হয়েছে। এই মেনুতে রিরাইট ফাংকশন, টেক্সটে ছোট–বড়, টোন ও ফরম্যাট পরিবর্তনের অপশন দেখা যাবে।
গত বছর থেকেই এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট পরীক্ষা–নিরীক্ষা করছে। তাই নোটপ্যাডে এআই যুক্ত করা কোনো অপ্রত্যাশিত কিছু নয়। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। উইন্ডোজ ১১ এ এআইভিত্তিক ফিচার মাইক্রোসফট কোপাইলট এবং অফিস স্যুট অ্যাপে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট যুক্ত করেছে কোম্পানিটি।
এছাড়া পেইন্ট অ্যাপেও কোক্রিয়েটর নামে এআইভিত্তিক ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিং ইমেজ ক্রিয়েটরের মতো কাজ করে। পেইন্ট অ্যাপে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে এটি ছবি তৈরি করে দিতে পারে। ওপেনএআইয়ের ডাল–ই মডেলের ওপর ভিত্তি করে উইন্ডোজ ১১ এর পেইন্ট অ্যাপে এই ফিচার যুক্ত করা হয়েছে।
নোটপ্যাড জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি খুবই সাধারণ একটি অ্যাপ। খুব দ্রুত কোনো কিছু লিখে রাখতে গ্রাহকেরা এটি ব্যবহার করে থাকেন। এআই ভিত্তিক ফিচার যুক্ত ফলে অ্যাপটি ব্যবহার সাধারণ গ্রাহকদের কাছে জটিল হয়ে যেতে পারে। নোটপ্যাডে স্পেল বা বানান চেক ও ক্লাউড সিনক্রোনাইজেশনের মত সাধারণ ফিচারগুলোও নেই।
মাইক্রোসফট যদিও ফিচারটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তাই ফিচারটি আসলেই বাজারে আসবে নাকি তা নিশ্চিত নয়। ফিচারটি নোটপ্যাডে যুক্ত করলে এটি ব্যবহারের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতে পারে।
বিভিন্ন পণ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যুক্ত করছে মাইক্রোসফট। তারই ধারাবাহিকতায় উইন্ডোজের জনপ্রিয় অ্যাপ নোটপ্যাডে এআই প্রযুক্তি যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যমতে, ‘কোরাইটার’ নামের একটি নতুন ফিচার যুক্ত করবে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই ভিত্তিক টেক্সট তৈরি ও এডিট করতে পারবে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে উইন্ডোজের তথ্য প্রকাশকারী অ্যাকাউন্ট ফ্যান্টমওশেন ৩ বলেছে, নোটপ্যাডের ভি ১১.২৩১২. ১৭.০ ভার্সনে কোরাইটার ফিচারটি দেখা গিয়েছে। এই প্রসঙ্গে অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়।
স্ক্রিনশটে দেখা যায়, নোটপ্যাডে কোরাইটার নামে একটি মেনু যুক্ত করা হয়েছে। এই মেনুতে রিরাইট ফাংকশন, টেক্সটে ছোট–বড়, টোন ও ফরম্যাট পরিবর্তনের অপশন দেখা যাবে।
গত বছর থেকেই এআই প্রযুক্তি নিয়ে মাইক্রোসফট পরীক্ষা–নিরীক্ষা করছে। তাই নোটপ্যাডে এআই যুক্ত করা কোনো অপ্রত্যাশিত কিছু নয়। কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। উইন্ডোজ ১১ এ এআইভিত্তিক ফিচার মাইক্রোসফট কোপাইলট এবং অফিস স্যুট অ্যাপে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট যুক্ত করেছে কোম্পানিটি।
এছাড়া পেইন্ট অ্যাপেও কোক্রিয়েটর নামে এআইভিত্তিক ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এটি বিং ইমেজ ক্রিয়েটরের মতো কাজ করে। পেইন্ট অ্যাপে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে এটি ছবি তৈরি করে দিতে পারে। ওপেনএআইয়ের ডাল–ই মডেলের ওপর ভিত্তি করে উইন্ডোজ ১১ এর পেইন্ট অ্যাপে এই ফিচার যুক্ত করা হয়েছে।
নোটপ্যাড জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি খুবই সাধারণ একটি অ্যাপ। খুব দ্রুত কোনো কিছু লিখে রাখতে গ্রাহকেরা এটি ব্যবহার করে থাকেন। এআই ভিত্তিক ফিচার যুক্ত ফলে অ্যাপটি ব্যবহার সাধারণ গ্রাহকদের কাছে জটিল হয়ে যেতে পারে। নোটপ্যাডে স্পেল বা বানান চেক ও ক্লাউড সিনক্রোনাইজেশনের মত সাধারণ ফিচারগুলোও নেই।
মাইক্রোসফট যদিও ফিচারটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তাই ফিচারটি আসলেই বাজারে আসবে নাকি তা নিশ্চিত নয়। ফিচারটি নোটপ্যাডে যুক্ত করলে এটি ব্যবহারের জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হতে পারে।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে