অনলাইন ডেস্ক
চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৫ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে