ফিচার ডেস্ক
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
পানির ওপর ভেসে চলা কচ্ছপটির নাম প্যানজিওস। না, এটি কোনো জীবন্ত কচ্ছপ নয়। প্যানজিওস হলো বিশাল সমুদ্রে ভাসমান একটি জাহাজের ওপর গড়ে ওঠা শহর, যা দেখতে কচ্ছপের মতো। সেখানে থাকবে হোটেল, শপিং সেন্টার, পার্কসহ একটি শহরের সব সুবিধা।
তবে কথা হলো, এখনো এটি পরিকল্পনার মধ্যেই আছে। কিন্তু ‘যদি’ প্যানজিওস সত্যিই নির্মিত হয়, তাহলে এটি হবে এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম সামুদ্রিক জাহাজ।
সৌদি আরবকে এই উচ্চাভিলাষী প্রকল্পের প্রস্তাব করেছে লাজারিনি ডিজাইন স্টুডিও। রোমভিত্তিক এই প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির ডিজাইন এবং ধারণাগুলো চিত্রায়িত করেছে। লাজারিনি দাবি করেছে, প্যানজিওস ৬০ হাজার অতিথি, অনির্দিষ্টসংখ্যক ক্রু এবং কর্মীর থাকার ব্যবস্থা করতে সক্ষম হবে। এর প্রতিটি ডানায় ১৯টি ভিলা এবং ৬৯টি অ্যাপার্টমেন্টের জন্য জায়গা থাকবে। ছাদের শেলে ৭২টি টেরেস পাওয়া যাবে। এর দৈর্ঘ্য-প্রস্থ এতটাই বড় হবে যে প্যানজিওসে আসা অতিথিদের সাগরের অন্যান্য জায়গায় ঘুরে দেখানোর জন্য আলাদা জাহাজ বা বিমান ব্যবহার করার সুযোগ থাকবে। অন্যান্য নৌযানের জন্য এখানে একটি বন্দর তৈরি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৮ বিলিয়ন ডলার। পুরো প্রকল্পটি শেষ হতে সময় লাগবে ৮ বছর। এর প্রস্তাবিত দৈর্ঘ্য ৫৫০ মিটার ও প্রস্থ ৬১০ মিটার।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে