Ajker Patrika

চাহিদার শীর্ষে এআই চিপ, ১৪০০ শতাংশ মুনাফা বৃদ্ধির আশা করছে স্যামসাং

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২২: ৪৭
চাহিদার শীর্ষে এআই চিপ, ১৪০০ শতাংশ মুনাফা বৃদ্ধির আশা করছে স্যামসাং

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) মুনাফা গত একই সময়ের তুলনায় ১৫ গুন বেড়ে যাবে বলে আশা করছে স্যামসাং ইলেকট্রনিকস। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্য উন্নত চিপের দাম ও বিক্রি বেড়ে যাওয়ায় এমন আশা করছে দক্ষিণ কোরীয় কোম্পানিটি। টেক জায়ান্টটি বিশ্বে মেমোরি চিপ, স্মার্টফোন এবং টেলিভিশনের বৃহত্তম নির্মাতা। 

স্যামসাংয়ের এমন পূর্বাভাস ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সিউলে প্রথম ঘণ্টার লেনদেনেই কোম্পানির শেয়ার দর ২ শতাংশের বেশি বেড়েছে। 

চলতি বছরের প্রথম তিন মাসে স্যামসাংয়ের মুনাফা ১০ গুণেরও বেশি বেড়েছে। 

চলতি প্রান্তিকে মুনাফা গত বছরের একই সময়ে ৬৭০ বিলিয়ন ওয়ান থেকে বেড়ে ১০ দশমিক ৪ ট্রিলিয়ন ওয়ান বা ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের দাঁড়াবে বলে আশা করছে স্যামসাং। 

টোকিও–ভিত্তিক গবেষণা ও পরামর্শক সংস্থা আইটিআর করপোরেশনের প্রধান বিশ্লেষক মার্ক আইনস্টাইন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ডেটা সেন্টার এবং স্মার্টফোনে এআই চিপের আকাশচুম্বী চাহিদা দেখছি।’ 

এআই চিপের কারণেই গত বছরের শেয়ারবাজারে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার দরে বড় উল্লম্ফন দেখা দেখা গেছে। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ এবং ন্যাসডাক সূচক নতুন রেকর্ড করেছে। 

মার্কিন চিপ–মেকিং জায়ান্ট এনভিডিয়ার বাজার মূল্য গত মাসে ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ওই সময় সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে শীর্ষস্থান ধরে রাখে কোম্পানিটি। 

স্যামসাং ইলেকট্রনিকস দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। আগামী সপ্তাহে প্রযুক্তি সংস্থাটি সম্ভাব্য তিন দিনের শ্রমিক ধর্মঘটের মুখোমুখি হতে যাচ্ছে। আগামী সোমবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ার ঘোষণা রয়েছে। শ্রমিকদের একটি ইউনিয়ন বোনাস এবং ছুটির জন্য আরও স্বচ্ছ ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত