অনলাইন ডেস্ক
চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
চলতি মাসে আইফোনের আইওএস ১৮ অপারেটিং সিস্টেম চালু করেছে অ্যাপল। নতুন আইফোন ১৬ সিরিজসহ বিভিন্ন মডেলে এই সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন সিস্টেমের মাধ্যমে ডিভাইসগুলোতে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই সঙ্গে আইফোনের হোমস্ক্রিন কাস্টমাইজেশনের সুযোগও মেলবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোমস্ক্রিন বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা থাকলেও এই সুযোগ আইফোনে খুব বেশি একটা ছিল না। এই আপডেটের মাধ্যমে আইফোনের সেই সীমাবদ্ধতা অনেকাংশেই কমে গেছে।
আইওএস ১৮-এর মাধ্যমে অ্যাপ লেবেল মুছে ফেলা যায়, আইকোনের রং পরিবর্তন করা যাবে এবং স্ক্রিনের যেকোনো জায়গায় অ্যাপগুলো রাখা যাবে।
অ্যাপ লেবেল মুছে ফেলবেন যেভাবে
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাম দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘লার্জ’ অপশন নির্বাচন করুন। এর ফলে অ্যাপ আইকোনগুলো বড় হয়ে যাবে। আর আইকোনের নিচের দিকে লেবেলগুলো মুছে যাবে।
অ্যাপ আইকোনের রং পরিবর্তন
১. হোমস্ক্রিনের ওপর যেকোনো জায়গায় চাপ দিয়ে ধরে রাখুন। এর ফলে সবগুলো অ্যাপ নড়তে দেখা যাবে।
২. এখন স্ক্রিনের বাঁ দিকের ওপরে থাকা ‘এডিট’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘কাস্টমাইজ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনুর একদম ডান পাশে থাকা ‘টিনটেড’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে মেনুর নিচে একটি গ্রেডিয়েন্ট (রঙের) স্কেল তুলে ধরবে এবং আপনি সেগুলো স্লাইড করে পছন্দের রংটি নির্বাচন করতে পারবেন।
মেনুর ওপরের ডান কোণে থাকা আইড্রপার আইকনে ট্যাপ করেও ব্যাকগ্রাউন্ড থেকে একটি রং নির্বাচন করতে পারেন, যা আইকনের সঙ্গে আরও ভালোভাবে মিলে যাবে।
এ ছাড়া মেনুর ‘ডার্ক’ অপশন নির্বাচন করেও অ্যাপগুলোর আইকোন কিছুটা কালচে করা যাবে।
অ্যাপলের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোর (যেমন মেসেজেস, সার্ফ) ব্যাকগ্রাউন্ড এখন প্রায় কালো হবে। এই পরিবর্তন অ্যাপলের নিজস্ব অ্যাপ এবং কিছু তৃতীয় পক্ষের অ্যাপ যেমন—ইউটিউব ও ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ যেমন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে এই পরিবর্তন দেখা যাবে না।
ডার্ক মোড নির্বাচন করলে ব্যাকগ্রাউন্ড কিছুটা কালচে হয়। ফলে আইফোন কিছুটা কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে।
আর ওয়ালপেপার কিছুটা কালচে করার জন্য ওই মেনুর ‘সান’ (সূর্যের মতো দেখতে) আইকোনে ট্যাপ করুন। এর ফলে শুধু ওয়ালপেপার কিছুটা কালচে হবে। তবে অ্যাপের আইকোনে এটি প্রভাব ফেলবে না।
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজাবেন যেভাবে
হোম স্ক্রিনে অ্যাপগুলো সাজানোর প্রক্রিয়া আগের মতোই আছে। শুধু হোমস্ক্রিনের খালি স্থানে ট্যাপ করে ধরে রাখুন। এর ফলে সব অ্যাপগুলোকে নড়তে দেখা যাবে। তারপর অ্যাপগুলোকে ইচ্ছামতো স্থানে টেনে রাখা যাবে।
সবগুলো অ্যাপ স্ক্রিনের নিচের দিকে রাখতে পারেন বা যেকোনো সংখ্যক প্যাটার্নে সাজাতে পারেন।
অ্যাপগুলো বড় করলে স্ক্রিনের নিচে ডকের সঙ্গে গ্রিডের নিচের সারির মধ্যে বেশ জায়গা ফাঁকা থাকবে। তবে এর মধ্যে কোনো অ্যাপ রাখা যাবে না।
তথ্যসূত্র: সিনেট
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৯ মিনিট আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৬ ঘণ্টা আগে