অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপে নতুন শর্টকাট বাটন যুক্ত করেছে মেটা। এই বাটন ট্যাপ করে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহার করা যায়। বাটনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরে স্নুপ ডগ, মিস্টার বিস্ট, কেন্ডাল জেনার, চার্লি ডিআমালোর মতো সেলিব্রিটিদের ব্যক্তিত্ব তুলে ধরে মেটা যে এআই চ্যাটবটের উন্মোচন করেছিল, তা এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করে হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো দাবি করে, হোয়াটসঅ্যাপের কন্টাক্ট অপশনের ভেতরে ফিচারটি লুকানো ছিল। এখন কিছুসংখ্যক গ্রাহক এই সুবিধা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ভি২.২৩. ২৪.২৬ ফিচারটি পাওয়া যাচ্ছে। ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়।
এআই বাটন থাকবে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে। ‘স্টার্ট নিউ চ্যাট’ আইকনের ওপরে বহু বর্ণের শর্টকাট বাটনটি রয়েছে। তাই এটি খুব সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এরপর ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ অনুমোদন করতে হবে। এরপর মেটা এআই বা অন্যান্য ব্যক্তিত্বের নাম টাইপ করে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ‘@MetaAI’ টাইপ করেও এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য গত সেপ্টেম্বর এআই চ্যাটবট নিয়ে আসার ঘোষণা দেয় মেটা। বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্রের ও ইংরেজি ভাষা-ভাষী গ্রাহকেরা ব্যবহার করতে পারবে। চ্যাটবটটি গ্রাহকের সঙ্গে টেক্সট-ভিত্তিক আলোচনা করতে পারে। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বাস্তবধর্মী ছবিও তৈরি করতে পারে।
কোম্পানিটি প্রায় ২৮ সেলিব্রেটির ব্যক্তিত্ব এআই চ্যাটবটে তুলে ধরবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ছাড়াও মেটা এই চ্যাটবট রে-ব্যান সানগ্লাস ও কোয়েস্ট ৩ হেডসেটে অন্তর্ভুক্ত করবে।
চ্যাটজিপিটির প্রধান সমর্থক মাইক্রোসফট এবার মেটার এআই ফিচারে বিং সার্চ ইঞ্জিন যুক্ত করার জন্য চুক্তি করেছে।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের অনেকগুলো নতুন ফিচার যুক্ত করেছে মেটা। যেমন: নির্দিষ্ট তারিখের মেসেজ খোঁজা, ভিউ-ওয়ান্স ভয়েস মেসেজ, অ্যান্ড্রয়েডে প্ল্যাটফর্মটির ইন্টারফেস পরিবর্তন, হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদি।
হোয়াটসঅ্যাপে নতুন শর্টকাট বাটন যুক্ত করেছে মেটা। এই বাটন ট্যাপ করে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহার করা যায়। বাটনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত সেপ্টেম্বরে স্নুপ ডগ, মিস্টার বিস্ট, কেন্ডাল জেনার, চার্লি ডিআমালোর মতো সেলিব্রিটিদের ব্যক্তিত্ব তুলে ধরে মেটা যে এআই চ্যাটবটের উন্মোচন করেছিল, তা এই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে।
ফিচারটির স্ক্রিনশট প্রকাশ করে হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো দাবি করে, হোয়াটসঅ্যাপের কন্টাক্ট অপশনের ভেতরে ফিচারটি লুকানো ছিল। এখন কিছুসংখ্যক গ্রাহক এই সুবিধা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ভি২.২৩. ২৪.২৬ ফিচারটি পাওয়া যাচ্ছে। ভার্সনটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়।
এআই বাটন থাকবে হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে। ‘স্টার্ট নিউ চ্যাট’ আইকনের ওপরে বহু বর্ণের শর্টকাট বাটনটি রয়েছে। তাই এটি খুব সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এরপর ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ অনুমোদন করতে হবে। এরপর মেটা এআই বা অন্যান্য ব্যক্তিত্বের নাম টাইপ করে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ‘@MetaAI’ টাইপ করেও এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে।
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য গত সেপ্টেম্বর এআই চ্যাটবট নিয়ে আসার ঘোষণা দেয় মেটা। বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্রের ও ইংরেজি ভাষা-ভাষী গ্রাহকেরা ব্যবহার করতে পারবে। চ্যাটবটটি গ্রাহকের সঙ্গে টেক্সট-ভিত্তিক আলোচনা করতে পারে। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিলে বাস্তবধর্মী ছবিও তৈরি করতে পারে।
কোম্পানিটি প্রায় ২৮ সেলিব্রেটির ব্যক্তিত্ব এআই চ্যাটবটে তুলে ধরবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ছাড়াও মেটা এই চ্যাটবট রে-ব্যান সানগ্লাস ও কোয়েস্ট ৩ হেডসেটে অন্তর্ভুক্ত করবে।
চ্যাটজিপিটির প্রধান সমর্থক মাইক্রোসফট এবার মেটার এআই ফিচারে বিং সার্চ ইঞ্জিন যুক্ত করার জন্য চুক্তি করেছে।
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপের অনেকগুলো নতুন ফিচার যুক্ত করেছে মেটা। যেমন: নির্দিষ্ট তারিখের মেসেজ খোঁজা, ভিউ-ওয়ান্স ভয়েস মেসেজ, অ্যান্ড্রয়েডে প্ল্যাটফর্মটির ইন্টারফেস পরিবর্তন, হোয়াটসঅ্যাপ চ্যানেল ইত্যাদি।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে