অনলাইন ডেস্ক
অবশেষে আইফোন, আইপ্যাড ও ম্যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করল অ্যাপল। সর্বশেষ সফটওয়্যার আপডেটের (আইওএস ১৮.১. আইপ্যাড ওএস ১৮.১ ও ম্যাকওএস সিকোইয়া ১৫.১) মাধ্যমে অ্যাপল ইনটেলিজেন্স ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে, ডিভাইসের কার্যকারিতা বাড়াতে এবং ব্যবহারকারীর গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে এই মডেলটি কাজ করবে। । এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা উন্নত লেখার টুল, সংগঠিত নোটিফিকেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির নতুন সংস্করণ পাবে। ফিচারগুলো ব্যবহারকারীর গোপনীয়তাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
তবে অ্যাপলের সব ডিভাইসে এই ফিচার কাজ করবে না। আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইপ্যাড এয়ার (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), আইপ্যাড প্রো (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাকবুক এয়ার (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাকবুক প্রো (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), আইম্যাক (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাক মিনি (মি ১ ও এর পরবর্তী সংস্করণ) . ম্যাক স্টুডিও (মি ১ ম্যাক্স ও এর পরবর্তী সংস্করণ), ম্যাক প্রো (এম ২ আলট্রা) অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের প্রধান প্রধান ফিচার
অ্যাপল ইন্টেলিজেন্সে অন্তর্ভুক্ত রয়েছে রাইটিংস টুল যা মেইল, মেসেজ, নোটস এবং কিছু তৃতীয়-পক্ষের অ্যাপে টেক্সট উন্নত করতে সাহায্য করে। ইমেইল বা নোট লেখার সময় এটি টেক্সট গুছিয়ে লিখতে, প্রুফরিড এবং সারসংক্ষেপ তৈরি করে ব্যবহারকারীদের সাহায্য করবে। ইমেইলটি পেশাদারি নাকি বন্ধুসুলভ হবে তাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। প্রুফরিড ফিচারটি মৌলিক ব্যাকরণ ঠিক করার পাশাপাশি বিভিন্ন ব্যাখ্যাও দেবে। এগুলো ব্যবহারকারীর লেখা আরও পরিশীলিত করতে সাহায্য করবে।
নতুন আপডেটে সিরির ইন্টারফেসেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। অ্যাসিস্ট্যান্টের কথা বলা ও বোঝার ক্ষমতাও উন্নত করা হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে সিরি ব্যবহারকারীর আগের নির্দেশনা মনে রাখতে পারবে। এর ফলে অ্যাসিস্ট্যান্টকে ফলো–আপ প্রশ্ন করা আরও স্বাভাবিক বলে মনে হবে। সিরির সঙ্গে টেক্সট বা ভয়েসের মাধ্যমে সহজেই নির্দেশনা দেওয়ার যাবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের ‘স্মার্ট সার্চ’ ফিচারের মাধ্যমে ফটো অ্যাপ আরও উন্নত করা হয়েছে। এখন ব্যবহারকারীরা সহজে বিশেষ মুহূর্তগুলো খুঁজে পেতে পারবে, যেমন–‘লিলি সমুদ্র সৈকতে একটি লাল পোশাকে রয়েছে’–এভাবে লিখে সার্চ করা যাবে। এ ছাড়া ‘ক্লিন আপ’ টুলটি ছবির অনাকাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তি সরাতে সাহায্য করে। আর ‘মেমোরিজ’ ফিচারটিরও আপডেট নিয়ে আসা হয়েছে। এর ফলে বিভিন্ন টেক্সট নির্দেশনা বা বর্ণনা দিলেই অ্যাপের এআই ভিডিও স্টোরি তৈরি করে দেবে।
ডিভাইসে খুব বেশি ইমেইল বা নোটিফিকেশন এলে অগ্রাধিকার অনুসারে মেসেজ ও নোটিফিকেশনের একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে অ্যাপল ইন্টেলিজেন্স। গুরুত্বপূর্ণ ইমেইল যেমন: কোনো ইভেন্টের আমন্ত্রণ কথা শেষ সময়ে মনে করিয়ে দেবে বা বোর্ডিং পাসের মেসেজ হাইলাইট করে দেবে, যাতে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত দেখে নিতে পারে। এভাবে লক স্ক্রিনের নোটিফিকেশনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবে অ্যাপল ইন্টেলিজেন্স।
নিরাপত্তাবিষয়ক ফিচার
অ্যাপল এক পোস্টে বলেছে, অ্যাপল ইন্টেলিজেন্সের গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। এ জন্য এআই ফিচারগুলোর প্রসেসিং ডিভাইসেই হবে। তবে জটিল কাজগুলোর অ্যাপলের প্রাইভেট ক্লাউড সার্ভিসে প্রসেসিং হবে। তবে এই ক্ষেত্রে ব্যবহারকারীরা ডেটা এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকবে।
এ ছাড়া সিরির সঙ্গে চ্যাটজিপিটির চ্যাটবটও যুক্ত করা হয়েছে। ফলে সিরি আগেও চেয়ে আরও তথ্যবহুল উত্তর দিতে পারবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের আরও ফিচার
চলতি বছরের ডিসেম্বরে অ্যাপল ইন্টেলিজেন্স আরও ফিচার যুক্ত করা হবে। রাইটিং টুলসের মাধ্যমে বিভিন্ন ফরম্যাটে মেসেজ লিখে দেবে অ্যাপলের এআই। যেমন: কবিতার মতো মেসেজ লিখে দেবে। এ ছাড়া জেনমোজি ফিচারের মাধ্যমে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ব্যবহারকারীরা কাস্টম ইমোজিও তৈরি করতে পারবে।
আর আইফোন ১৬ এর ক্যামেরা কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন লোকেশনের তথ্য জানা যাবে ও রেস্তোরাঁর মেনুর অনুবাদও করা যাবে।
আগামী বছরের এপ্রিল মাস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স চীনা, ফরাসি, হিন্দি ও জার্মানি ভাষায় ব্যবহার করা যাবে।
অবশেষে আইফোন, আইপ্যাড ও ম্যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করল অ্যাপল। সর্বশেষ সফটওয়্যার আপডেটের (আইওএস ১৮.১. আইপ্যাড ওএস ১৮.১ ও ম্যাকওএস সিকোইয়া ১৫.১) মাধ্যমে অ্যাপল ইনটেলিজেন্স ফিচারগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে, ডিভাইসের কার্যকারিতা বাড়াতে এবং ব্যবহারকারীর গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে এই মডেলটি কাজ করবে। । এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা উন্নত লেখার টুল, সংগঠিত নোটিফিকেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির নতুন সংস্করণ পাবে। ফিচারগুলো ব্যবহারকারীর গোপনীয়তাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
তবে অ্যাপলের সব ডিভাইসে এই ফিচার কাজ করবে না। আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইপ্যাড এয়ার (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), আইপ্যাড প্রো (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাকবুক এয়ার (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাকবুক প্রো (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), আইম্যাক (মি ১ ও এর পরবর্তী সংস্করণ), ম্যাক মিনি (মি ১ ও এর পরবর্তী সংস্করণ) . ম্যাক স্টুডিও (মি ১ ম্যাক্স ও এর পরবর্তী সংস্করণ), ম্যাক প্রো (এম ২ আলট্রা) অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের প্রধান প্রধান ফিচার
অ্যাপল ইন্টেলিজেন্সে অন্তর্ভুক্ত রয়েছে রাইটিংস টুল যা মেইল, মেসেজ, নোটস এবং কিছু তৃতীয়-পক্ষের অ্যাপে টেক্সট উন্নত করতে সাহায্য করে। ইমেইল বা নোট লেখার সময় এটি টেক্সট গুছিয়ে লিখতে, প্রুফরিড এবং সারসংক্ষেপ তৈরি করে ব্যবহারকারীদের সাহায্য করবে। ইমেইলটি পেশাদারি নাকি বন্ধুসুলভ হবে তাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। প্রুফরিড ফিচারটি মৌলিক ব্যাকরণ ঠিক করার পাশাপাশি বিভিন্ন ব্যাখ্যাও দেবে। এগুলো ব্যবহারকারীর লেখা আরও পরিশীলিত করতে সাহায্য করবে।
নতুন আপডেটে সিরির ইন্টারফেসেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। অ্যাসিস্ট্যান্টের কথা বলা ও বোঝার ক্ষমতাও উন্নত করা হয়েছে। নতুন আপডেটের মাধ্যমে সিরি ব্যবহারকারীর আগের নির্দেশনা মনে রাখতে পারবে। এর ফলে অ্যাসিস্ট্যান্টকে ফলো–আপ প্রশ্ন করা আরও স্বাভাবিক বলে মনে হবে। সিরির সঙ্গে টেক্সট বা ভয়েসের মাধ্যমে সহজেই নির্দেশনা দেওয়ার যাবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের ‘স্মার্ট সার্চ’ ফিচারের মাধ্যমে ফটো অ্যাপ আরও উন্নত করা হয়েছে। এখন ব্যবহারকারীরা সহজে বিশেষ মুহূর্তগুলো খুঁজে পেতে পারবে, যেমন–‘লিলি সমুদ্র সৈকতে একটি লাল পোশাকে রয়েছে’–এভাবে লিখে সার্চ করা যাবে। এ ছাড়া ‘ক্লিন আপ’ টুলটি ছবির অনাকাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তি সরাতে সাহায্য করে। আর ‘মেমোরিজ’ ফিচারটিরও আপডেট নিয়ে আসা হয়েছে। এর ফলে বিভিন্ন টেক্সট নির্দেশনা বা বর্ণনা দিলেই অ্যাপের এআই ভিডিও স্টোরি তৈরি করে দেবে।
ডিভাইসে খুব বেশি ইমেইল বা নোটিফিকেশন এলে অগ্রাধিকার অনুসারে মেসেজ ও নোটিফিকেশনের একটি সারসংক্ষেপ তৈরি করে দেবে অ্যাপল ইন্টেলিজেন্স। গুরুত্বপূর্ণ ইমেইল যেমন: কোনো ইভেন্টের আমন্ত্রণ কথা শেষ সময়ে মনে করিয়ে দেবে বা বোর্ডিং পাসের মেসেজ হাইলাইট করে দেবে, যাতে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত দেখে নিতে পারে। এভাবে লক স্ক্রিনের নোটিফিকেশনগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবে অ্যাপল ইন্টেলিজেন্স।
নিরাপত্তাবিষয়ক ফিচার
অ্যাপল এক পোস্টে বলেছে, অ্যাপল ইন্টেলিজেন্সের গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোম্পানিটি। এ জন্য এআই ফিচারগুলোর প্রসেসিং ডিভাইসেই হবে। তবে জটিল কাজগুলোর অ্যাপলের প্রাইভেট ক্লাউড সার্ভিসে প্রসেসিং হবে। তবে এই ক্ষেত্রে ব্যবহারকারীরা ডেটা এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকবে।
এ ছাড়া সিরির সঙ্গে চ্যাটজিপিটির চ্যাটবটও যুক্ত করা হয়েছে। ফলে সিরি আগেও চেয়ে আরও তথ্যবহুল উত্তর দিতে পারবে।
অ্যাপল ইন্টেলিজেন্সের আরও ফিচার
চলতি বছরের ডিসেম্বরে অ্যাপল ইন্টেলিজেন্স আরও ফিচার যুক্ত করা হবে। রাইটিং টুলসের মাধ্যমে বিভিন্ন ফরম্যাটে মেসেজ লিখে দেবে অ্যাপলের এআই। যেমন: কবিতার মতো মেসেজ লিখে দেবে। এ ছাড়া জেনমোজি ফিচারের মাধ্যমে টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ব্যবহারকারীরা কাস্টম ইমোজিও তৈরি করতে পারবে।
আর আইফোন ১৬ এর ক্যামেরা কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন লোকেশনের তথ্য জানা যাবে ও রেস্তোরাঁর মেনুর অনুবাদও করা যাবে।
আগামী বছরের এপ্রিল মাস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স চীনা, ফরাসি, হিন্দি ও জার্মানি ভাষায় ব্যবহার করা যাবে।
গুগলের আসন্ন দুটি স্মার্টফোন পিক্সেল ১০ ও পিক্সেল ১১ সম্পর্কে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে। ফোন দুটিতে টেনসরের চিপসেট ব্যবহার করা হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচারগুলোকে সমর্থন দেবে। রাতের বেলা আরও উজ্জ্বল ভিডিও ধারনের জন্য পিক্সেল ১১ এ ‘নাইট সাইট’ ফিচার যুক্ত করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়
২০ ঘণ্টা আগেনতুন প্রজন্মের এম ৪ চিপ সমৃদ্ধ ২৪ ইঞ্চির আইম্যাক উন্মোচন করেছে অ্যাপল। রেটিনা ডিসপ্লের এই আইম্যাক ছাড়াও নতুন টাচ আইডি সহ ম্যাজিক কিবোর্ড ও ইউএসবি সি পোর্ট সহ ম্যাজিক ট্র্যাকপ্যাড উন্মোচন করেছে।
১ দিন আগেচলচ্চিত্রের জন্য চিত্তাকর্ষক দৃশ্য ধারণ কিংবা ইউটিউব কনটেন্টের ভিডিও ধারণের জন্যই নয়; যুদ্ধক্ষেত্রে শত্রুশিবিরে নরক গুলজার করতে এখন ব্যবহৃত হচ্ছে ড্রোন। শুধু তা-ই নয়, যুদ্ধক্ষেত্রে আরও নিখুঁতভাবে শত্রু বাহিনীকে কাবু করতে এগুলোর প্রভাব ও ক্ষমতা বাড়াতে দিন দিন ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। যেসব দেশে
১ দিন আগেঅনলাইনে ক্রেতাদের সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা। ভুঁইফোড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর চমকের ফাঁদে পা দিয়ে বিপাকে পড়ছে মানুষ। তাই এ ধরনের কেনাকাটায় সতর্ক থাকতে হবে।
১ দিন আগে