অনলাইন ডেস্ক
বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে