অনলাইন ডেস্ক
ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সফটওয়্যার আপডেট নীতি শক্তিশালী করার পর সাশ্রয়ী স্মার্টফোনগুলোর জন্য ছয় বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা আনতে যাচ্ছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে এই সুবিধা দেওয়ার হবে বলে জানা গেছে।
গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনটি কিছু নির্বাচিত অঞ্চলে বাজারে এনেছে স্যামসাং। স্যামসাং নেদারল্যান্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাজেট স্মার্টফোনটি ছয়টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়ার যোগ্য।
অপরদিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজ এবং গুগলের পিক্সেল ডিভাইসগুলোর চেয়ে সাত বছরের আপডেট পাবে।
গত বছর পিক্সেল ৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে গুগল এই খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই সিরিজটিতে সাত বছরের নিরাপত্তা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দেওয়ার হয়। এই নীতি পরবর্তী সময়ে পিক্সেল ৮ এ, পিক্সেল ৯, পিক্সেল ৯প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এও প্রযোজ্য হয়েছে। এদিকে স্যামসাং এই বছরের শুরুতে গুগলের পথ অনুসরণ করেছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ ফোনে এই সুবিধা দেবে স্যামসাং।
গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো সাশ্রয়ী মূল্যের। আর এ১৬ ফোনটি ছয় বছরের আপডেট পেলে ভবিষ্যতে অধিকাংশ মিড-রেঞ্জ স্যামসাং ফোনের জন্যও এই নীতি প্রযোজ্য হতে পারে। গ্যালাক্সি এ৫ এক্স সিরিজের মতো আরও দামি মিড-রেঞ্জ ফোনগুলোতে সাত বছর পর্যন্ত আপডেট পাওয়া যেতে পারে। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই তথ্যের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা যাচ্ছে না।
গ্যালাক্সি এ১৬ ফোনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে। অঞ্চলভেদে এক্সিনস বা মিডিয়া টেক শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। ফোনটিতে তিন ক্যামেরা রয়েছ—৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়া এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ছয়টি অপারেটিং সিস্টেম আপডেট পেলে গ্যালাক্সি এ১৬ ৫জি গ্যালাক্সি এ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোকে ছাড়িয়ে যাবে। যার মধ্যে দামি গ্যালাক্সি এ৩৫ এবং এ৫৫ মডেলগুলোর সর্বোচ্চ চার বছরের সফটওয়্যার আপডেট পাবে। তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৬ প্রোডাক্ট লিস্টিং পৃষ্ঠায় উল্লেখ করেছে, ‘ওপরে বর্ণিত ওএস আপডেট এবং নিরাপত্তা আপডেট নীতি পরিবর্তিত হতে পারে।’
স্মার্টফোনটি বর্তমানে নির্বাচিত কিছু বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে নেদারল্যান্ডস এবং ফ্রান্স অন্তর্ভুক্ত। ফোনটির দাম শুরু হচ্ছে ২২৯ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। গ্যালাক্সি এ১৬ ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের বাজারেও বিক্রি শুরু হতে পারে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সফটওয়্যার আপডেট নীতি শক্তিশালী করার পর সাশ্রয়ী স্মার্টফোনগুলোর জন্য ছয় বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা আনতে যাচ্ছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে এই সুবিধা দেওয়ার হবে বলে জানা গেছে।
গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনটি কিছু নির্বাচিত অঞ্চলে বাজারে এনেছে স্যামসাং। স্যামসাং নেদারল্যান্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাজেট স্মার্টফোনটি ছয়টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়ার যোগ্য।
অপরদিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজ এবং গুগলের পিক্সেল ডিভাইসগুলোর চেয়ে সাত বছরের আপডেট পাবে।
গত বছর পিক্সেল ৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে গুগল এই খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই সিরিজটিতে সাত বছরের নিরাপত্তা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দেওয়ার হয়। এই নীতি পরবর্তী সময়ে পিক্সেল ৮ এ, পিক্সেল ৯, পিক্সেল ৯প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এও প্রযোজ্য হয়েছে। এদিকে স্যামসাং এই বছরের শুরুতে গুগলের পথ অনুসরণ করেছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ ফোনে এই সুবিধা দেবে স্যামসাং।
গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো সাশ্রয়ী মূল্যের। আর এ১৬ ফোনটি ছয় বছরের আপডেট পেলে ভবিষ্যতে অধিকাংশ মিড-রেঞ্জ স্যামসাং ফোনের জন্যও এই নীতি প্রযোজ্য হতে পারে। গ্যালাক্সি এ৫ এক্স সিরিজের মতো আরও দামি মিড-রেঞ্জ ফোনগুলোতে সাত বছর পর্যন্ত আপডেট পাওয়া যেতে পারে। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই তথ্যের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা যাচ্ছে না।
গ্যালাক্সি এ১৬ ফোনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে। অঞ্চলভেদে এক্সিনস বা মিডিয়া টেক শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। ফোনটিতে তিন ক্যামেরা রয়েছ—৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়া এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ছয়টি অপারেটিং সিস্টেম আপডেট পেলে গ্যালাক্সি এ১৬ ৫জি গ্যালাক্সি এ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোকে ছাড়িয়ে যাবে। যার মধ্যে দামি গ্যালাক্সি এ৩৫ এবং এ৫৫ মডেলগুলোর সর্বোচ্চ চার বছরের সফটওয়্যার আপডেট পাবে। তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৬ প্রোডাক্ট লিস্টিং পৃষ্ঠায় উল্লেখ করেছে, ‘ওপরে বর্ণিত ওএস আপডেট এবং নিরাপত্তা আপডেট নীতি পরিবর্তিত হতে পারে।’
স্মার্টফোনটি বর্তমানে নির্বাচিত কিছু বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে নেদারল্যান্ডস এবং ফ্রান্স অন্তর্ভুক্ত। ফোনটির দাম শুরু হচ্ছে ২২৯ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। গ্যালাক্সি এ১৬ ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের বাজারেও বিক্রি শুরু হতে পারে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে