স্যামসাংয়ের কমদামী এই ফোন পাবে ৬ বছরের অ্যান্ড্রয়েড আপডেট

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০: ৩১
Thumbnail image

ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সফটওয়্যার আপডেট নীতি শক্তিশালী করার পর সাশ্রয়ী স্মার্টফোনগুলোর জন্য ছয় বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা আনতে যাচ্ছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে এই সুবিধা দেওয়ার হবে বলে জানা গেছে। 

গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনটি কিছু নির্বাচিত অঞ্চলে বাজারে এনেছে স্যামসাং। স্যামসাং নেদারল্যান্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাজেট স্মার্টফোনটি ছয়টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়ার যোগ্য। 

অপরদিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজ এবং গুগলের পিক্সেল ডিভাইসগুলোর চেয়ে সাত বছরের আপডেট পাবে। 

গত বছর পিক্সেল ৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে গুগল এই খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই সিরিজটিতে সাত বছরের নিরাপত্তা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দেওয়ার হয়। এই নীতি পরবর্তী সময়ে পিক্সেল ৮ এ, পিক্সেল ৯, পিক্সেল ৯প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এও প্রযোজ্য হয়েছে। এদিকে স্যামসাং এই বছরের শুরুতে গুগলের পথ অনুসরণ করেছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ ফোনে এই সুবিধা দেবে স্যামসাং। 

গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো সাশ্রয়ী মূল্যের। আর এ১৬ ফোনটি ছয় বছরের আপডেট পেলে ভবিষ্যতে অধিকাংশ মিড-রেঞ্জ স্যামসাং ফোনের জন্যও এই নীতি প্রযোজ্য হতে পারে। গ্যালাক্সি এ৫ এক্স সিরিজের মতো আরও দামি মিড-রেঞ্জ ফোনগুলোতে সাত বছর পর্যন্ত আপডেট পাওয়া যেতে পারে। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই তথ্যের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা যাচ্ছে না। 

গ্যালাক্সি এ১৬ ফোনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে। অঞ্চলভেদে এক্সিনস বা মিডিয়া টেক শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। ফোনটিতে তিন ক্যামেরা রয়েছ—৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়া এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 

ছয়টি অপারেটিং সিস্টেম আপডেট পেলে গ্যালাক্সি এ১৬ ৫জি ‍ গ্যালাক্সি এ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোকে ছাড়িয়ে যাবে। যার মধ্যে দামি গ্যালাক্সি এ৩৫ এবং এ৫৫ মডেলগুলোর সর্বোচ্চ চার বছরের সফটওয়্যার আপডেট পাবে। তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৬ প্রোডাক্ট লিস্টিং পৃষ্ঠায় উল্লেখ করেছে, ‘ওপরে বর্ণিত ওএস আপডেট এবং নিরাপত্তা আপডেট নীতি পরিবর্তিত হতে পারে।’ 

স্মার্টফোনটি বর্তমানে নির্বাচিত কিছু বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে নেদারল্যান্ডস এবং ফ্রান্স অন্তর্ভুক্ত। ফোনটির দাম শুরু হচ্ছে ২২৯ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। গ্যালাক্সি এ১৬ ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের বাজারেও বিক্রি শুরু হতে পারে। 

তথ্যসূত্র: স্যাম মোবাইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত