অনলাইন ডেস্ক
পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে।
দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে।
ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে।
দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে।
ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৩ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৫ ঘণ্টা আগে