অনলাইন ডেস্ক
অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যারের আপডেট ‘আইওসএস ১৮’ আসছে আগামী মাসে। এই আপডেটের মাধ্যমে অ্যাপল আইডির আশ্চর্যজনক পরিবর্তন দেখা যাবে। এবার অ্যাপল আইডির নাম বদলে ‘অ্যাপল অ্যাকাউন্ট’ রাখবে এই টেক জায়ান্ট। অ্যাপলের সব পণ্য ও সেবায় এই পরিবর্তন প্রযোজ্য হবে। তবে নাম পরিবর্তন হলেও ব্যবহারকারীদের অ্যাপল অ্যাকাউন্টের তথ্যের কোনো পরিবর্তন হবে না।
অ্যাপল নিউজরুমের এক পোস্টে বলা হয়েছে, ‘আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, ম্যাকওএস সেকোইয়া এবং ওয়াচওএস ১১–এর উন্মোচনের পাশাপাশি অ্যাপল আইডির নাম পরিবর্তন করে ‘অ্যাপল অ্যাকাউন্ট’ রাখা হবে। এর মাধ্যমে অ্যাপল সেবা ও ডিভাইসে এক অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করা যাবে। অ্যাকাউন্টটি ব্যবহারকারীর বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করবে। অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লুডাব্লুডিসি) এসব পরিবর্তন দেখানো হয়েছিল।
এই ঘোষণার পাশাপাশি হার্ডওয়্যারেরও কিছু নতুন ফিচারের বিস্তারিত তথ্য দিয়েছে অ্যাপল। এর মধ্যে রয়েছে আইক্লাউড মেইলের পরিবর্তন, যেমন ইনবক্স আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে ব্যবহারকারীরা এবং মেইলগুলোর গুছিয়ে রাখার জন্য উন্নত শ্রেণিবিভাগ দেখা যাবে। ইমেইলগুলো এখন বিভিন্ন বিভাগে সাজানো যাবে। ব্যক্তিগত ও সময়সাপেক্ষ ইমেইলগুলো প্রাথমিক ইনবক্সে থাকবে। কনফারমেশন ও রসিদগুলোর ইমেইল ‘ট্রানজেকশন’ বিভাগে, নিউজ ও সামাজিক বিজ্ঞপ্তিগুলো ‘আপডেটস’ বিভাগে এবং বিপণন ইমেইল ও কুপন ‘প্রোমোশনস’ বিভাগে সাজানো থাকবে।
অপরদিকে আইক্লাউড সেটিংসের নকশায়ও পরিবর্তন আনা হবে। এর ফলে এটি আরও সহজে নেভিগেট করা যাবে। ফলে আইক্লাউডপ্লাসের এর মূল ফিচারগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে আইক্লাউড ব্যাকআপের সর্বশেষ অবস্থা দ্রুত দেখা যাবে। উল্লেখ্য, আইক্লাউড+ হল বেসিক আইক্লাউডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সংস্করণ, যাতে কিছু অতিরিক্ত ফিচার রয়েছে।
অ্যাপল নিউজরুমের পোস্টে আরও কিছু ফিচারের কথা উল্লেখ করা হয়েছে। অ্যাপল ম্যাপসেরও নতুন আপডেট আসবে। এ ছাড়া অ্যাপল টিভিতে ‘ইনসাইট’ নামের নতুন ফিচারও যুক্ত হবে। এর ফলে কোনো মুভি বা সিরিজ দেখার সময় সেই সম্পর্কে তথ্য জানা যাবে। নতুন ফিচারটি প্রাইম ভিডিওর এক্স-রে ফিচারের মতো কাজ করবে।
আগামী সেপ্টেম্বরে আইফোন, আইপ্যাড ও ম্যাকের ব্যবহারকারীরা বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন দেখতে পারবেন বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন। এর মধ্যে অ্যাপল আইডির নামের পরিবর্তন একটি ছোট পরিবর্তন, যা আসন্ন অন্যান্য ফিচারের তুলনায় নগণ্য। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অন্তর্ভুক্ত হবে। নতুন আপডেটের মাধ্যমে এই মডেল আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, নতুন আইফোন ১৬ সিরিজ, এম ১ ম্যাকবুক ও নতুন এম ১ আইপ্যাডে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টমস গাইড
অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যারের আপডেট ‘আইওসএস ১৮’ আসছে আগামী মাসে। এই আপডেটের মাধ্যমে অ্যাপল আইডির আশ্চর্যজনক পরিবর্তন দেখা যাবে। এবার অ্যাপল আইডির নাম বদলে ‘অ্যাপল অ্যাকাউন্ট’ রাখবে এই টেক জায়ান্ট। অ্যাপলের সব পণ্য ও সেবায় এই পরিবর্তন প্রযোজ্য হবে। তবে নাম পরিবর্তন হলেও ব্যবহারকারীদের অ্যাপল অ্যাকাউন্টের তথ্যের কোনো পরিবর্তন হবে না।
অ্যাপল নিউজরুমের এক পোস্টে বলা হয়েছে, ‘আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, ম্যাকওএস সেকোইয়া এবং ওয়াচওএস ১১–এর উন্মোচনের পাশাপাশি অ্যাপল আইডির নাম পরিবর্তন করে ‘অ্যাপল অ্যাকাউন্ট’ রাখা হবে। এর মাধ্যমে অ্যাপল সেবা ও ডিভাইসে এক অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করা যাবে। অ্যাকাউন্টটি ব্যবহারকারীর বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করবে। অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডাব্লুডাব্লুডিসি) এসব পরিবর্তন দেখানো হয়েছিল।
এই ঘোষণার পাশাপাশি হার্ডওয়্যারেরও কিছু নতুন ফিচারের বিস্তারিত তথ্য দিয়েছে অ্যাপল। এর মধ্যে রয়েছে আইক্লাউড মেইলের পরিবর্তন, যেমন ইনবক্স আরও ভালোভাবে পরিচালনা করতে পারবে ব্যবহারকারীরা এবং মেইলগুলোর গুছিয়ে রাখার জন্য উন্নত শ্রেণিবিভাগ দেখা যাবে। ইমেইলগুলো এখন বিভিন্ন বিভাগে সাজানো যাবে। ব্যক্তিগত ও সময়সাপেক্ষ ইমেইলগুলো প্রাথমিক ইনবক্সে থাকবে। কনফারমেশন ও রসিদগুলোর ইমেইল ‘ট্রানজেকশন’ বিভাগে, নিউজ ও সামাজিক বিজ্ঞপ্তিগুলো ‘আপডেটস’ বিভাগে এবং বিপণন ইমেইল ও কুপন ‘প্রোমোশনস’ বিভাগে সাজানো থাকবে।
অপরদিকে আইক্লাউড সেটিংসের নকশায়ও পরিবর্তন আনা হবে। এর ফলে এটি আরও সহজে নেভিগেট করা যাবে। ফলে আইক্লাউডপ্লাসের এর মূল ফিচারগুলো আরও ভালোভাবে উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে আইক্লাউড ব্যাকআপের সর্বশেষ অবস্থা দ্রুত দেখা যাবে। উল্লেখ্য, আইক্লাউড+ হল বেসিক আইক্লাউডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সংস্করণ, যাতে কিছু অতিরিক্ত ফিচার রয়েছে।
অ্যাপল নিউজরুমের পোস্টে আরও কিছু ফিচারের কথা উল্লেখ করা হয়েছে। অ্যাপল ম্যাপসেরও নতুন আপডেট আসবে। এ ছাড়া অ্যাপল টিভিতে ‘ইনসাইট’ নামের নতুন ফিচারও যুক্ত হবে। এর ফলে কোনো মুভি বা সিরিজ দেখার সময় সেই সম্পর্কে তথ্য জানা যাবে। নতুন ফিচারটি প্রাইম ভিডিওর এক্স-রে ফিচারের মতো কাজ করবে।
আগামী সেপ্টেম্বরে আইফোন, আইপ্যাড ও ম্যাকের ব্যবহারকারীরা বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন দেখতে পারবেন বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন। এর মধ্যে অ্যাপল আইডির নামের পরিবর্তন একটি ছোট পরিবর্তন, যা আসন্ন অন্যান্য ফিচারের তুলনায় নগণ্য। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অন্তর্ভুক্ত হবে। নতুন আপডেটের মাধ্যমে এই মডেল আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, নতুন আইফোন ১৬ সিরিজ, এম ১ ম্যাকবুক ও নতুন এম ১ আইপ্যাডে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টমস গাইড
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে