কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে