গুগলকে চ্যালেঞ্জ জানাতে সবার জন্য চালু হলো ‘চ্যাটজিপিটি সার্চ’

অনলাইন ডেস্ক    
Thumbnail image
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের চ্যাটজিপিটি পরিচালিত এআই চ্যাটবটকে সার্চ ইঞ্জিন সুবিধা দিয়ে আরও শক্তিশালী করেছে। গত অক্টোবরে এই ফিচার চালু করা হয়েছিল শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য। এবার তা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলো।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ও সময়োপযোগী উত্তর পাবেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও পাওয়া যাবে, যা আগে একটি প্রচলিত সার্চ ইঞ্জিন ব্যবহার করেই করতে হতো।

এই বিষয়ে মঙ্গলবার ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংযোজনের ফলে চ্যাটজিপিটি এখন ওয়েব থেকে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারবে। ওপেনএআই-এর প্রধান প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমরা চ্যাটজিপিটির সকল লগ-ইন করা ফ্রি ব্যবহারকারীর জন্য সার্চ চালু করছি। এর মানে হলো, এটি বিশ্ব জুড়ে চ্যাটজিপিটির প্রতিটি প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য হবে।’

জানা গেছে, ওপেনএআই-এর দেখানো চ্যাটজিপিটির নতুন ইন্টারফেস অনেকটা গুগল ও গুগল ম্যাপের সার্চে ফলাফলের মতো। তবে এতে কোনো বিজ্ঞাপনের ঝামেলা নাই। এটিকে এআই চালিত সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির মতো মনে হতে পারে, যা গুগলের চেয়ে বেশি কথোপকথনধর্মী উত্তর দেয় এবং উৎসের লিংকও দেখায়।

এই বিষয়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সার্চ প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই বলেছেন, ‘আমরা মূলত চ্যাটজিপিটির পরিচিত অভিজ্ঞতাকেই আরও উন্নত করছি ওয়েব থেকে আপডেটেড তথ্য সরবরাহের মাধ্যমে। আজ থেকেই আমরা শত শত মিলিয়ন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করছি।’

অপেক্ষাকৃত আলাদা একটি পণ্য লঞ্চ করার বদলে, ওপেনএআই সরাসরি চ্যাটজিপিটিতেই সার্চ সুবিধাটি সংযোজন করেছে। ব্যবহারকারীরা এই সার্চ ফিচারটি ডিফল্টভাবে চালু রাখতে পারবেন বা চাইলে ওয়েব সার্চ আইকনের মাধ্যমে ম্যানুয়ালি সক্রিয় করতে পারবেন।

বিশ্লেষকেরা বলছেন, চ্যাটজিপিটিতে অনলাইন সার্চ সংযোজন ওপেনএআই-এর প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফটের সঙ্গে এর সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করবে। কারণ মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনকে গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও এগিয়ে নিতে কাজ করছে।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তাঁর প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রতি প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গেছেন। এই তহবিল সংগ্রহে মাইক্রোসফট, টোকিও-ভিত্তিক কনগ্লোমারেট সফটব্যাংক এবং এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিনিয়োগ করেছে।

আরেকটি বিষয় হলো—চ্যাটজিপিটির সার্চ ইঞ্জিন সুবিধা নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করবে। তবে এর ফলে কোম্পানির কম্পিউটিং চাহিদা এবং খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

আয়রন রঙের শার্ট, কালো প্যান্ট পরবে পুলিশ

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত