অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের চ্যাটজিপিটি পরিচালিত এআই চ্যাটবটকে সার্চ ইঞ্জিন সুবিধা দিয়ে আরও শক্তিশালী করেছে। গত অক্টোবরে এই ফিচার চালু করা হয়েছিল শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য। এবার তা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলো।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ও সময়োপযোগী উত্তর পাবেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও পাওয়া যাবে, যা আগে একটি প্রচলিত সার্চ ইঞ্জিন ব্যবহার করেই করতে হতো।
এই বিষয়ে মঙ্গলবার ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংযোজনের ফলে চ্যাটজিপিটি এখন ওয়েব থেকে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারবে। ওপেনএআই-এর প্রধান প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমরা চ্যাটজিপিটির সকল লগ-ইন করা ফ্রি ব্যবহারকারীর জন্য সার্চ চালু করছি। এর মানে হলো, এটি বিশ্ব জুড়ে চ্যাটজিপিটির প্রতিটি প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য হবে।’
জানা গেছে, ওপেনএআই-এর দেখানো চ্যাটজিপিটির নতুন ইন্টারফেস অনেকটা গুগল ও গুগল ম্যাপের সার্চে ফলাফলের মতো। তবে এতে কোনো বিজ্ঞাপনের ঝামেলা নাই। এটিকে এআই চালিত সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির মতো মনে হতে পারে, যা গুগলের চেয়ে বেশি কথোপকথনধর্মী উত্তর দেয় এবং উৎসের লিংকও দেখায়।
এই বিষয়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সার্চ প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই বলেছেন, ‘আমরা মূলত চ্যাটজিপিটির পরিচিত অভিজ্ঞতাকেই আরও উন্নত করছি ওয়েব থেকে আপডেটেড তথ্য সরবরাহের মাধ্যমে। আজ থেকেই আমরা শত শত মিলিয়ন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করছি।’
অপেক্ষাকৃত আলাদা একটি পণ্য লঞ্চ করার বদলে, ওপেনএআই সরাসরি চ্যাটজিপিটিতেই সার্চ সুবিধাটি সংযোজন করেছে। ব্যবহারকারীরা এই সার্চ ফিচারটি ডিফল্টভাবে চালু রাখতে পারবেন বা চাইলে ওয়েব সার্চ আইকনের মাধ্যমে ম্যানুয়ালি সক্রিয় করতে পারবেন।
বিশ্লেষকেরা বলছেন, চ্যাটজিপিটিতে অনলাইন সার্চ সংযোজন ওপেনএআই-এর প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফটের সঙ্গে এর সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করবে। কারণ মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনকে গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও এগিয়ে নিতে কাজ করছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তাঁর প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রতি প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গেছেন। এই তহবিল সংগ্রহে মাইক্রোসফট, টোকিও-ভিত্তিক কনগ্লোমারেট সফটব্যাংক এবং এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিনিয়োগ করেছে।
আরেকটি বিষয় হলো—চ্যাটজিপিটির সার্চ ইঞ্জিন সুবিধা নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করবে। তবে এর ফলে কোম্পানির কম্পিউটিং চাহিদা এবং খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের চ্যাটজিপিটি পরিচালিত এআই চ্যাটবটকে সার্চ ইঞ্জিন সুবিধা দিয়ে আরও শক্তিশালী করেছে। গত অক্টোবরে এই ফিচার চালু করা হয়েছিল শুধুমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য। এবার তা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলো।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ও সময়োপযোগী উত্তর পাবেন এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও পাওয়া যাবে, যা আগে একটি প্রচলিত সার্চ ইঞ্জিন ব্যবহার করেই করতে হতো।
এই বিষয়ে মঙ্গলবার ফ্রান্স-২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংযোজনের ফলে চ্যাটজিপিটি এখন ওয়েব থেকে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে পারবে। ওপেনএআই-এর প্রধান প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমরা চ্যাটজিপিটির সকল লগ-ইন করা ফ্রি ব্যবহারকারীর জন্য সার্চ চালু করছি। এর মানে হলো, এটি বিশ্ব জুড়ে চ্যাটজিপিটির প্রতিটি প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য হবে।’
জানা গেছে, ওপেনএআই-এর দেখানো চ্যাটজিপিটির নতুন ইন্টারফেস অনেকটা গুগল ও গুগল ম্যাপের সার্চে ফলাফলের মতো। তবে এতে কোনো বিজ্ঞাপনের ঝামেলা নাই। এটিকে এআই চালিত সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির মতো মনে হতে পারে, যা গুগলের চেয়ে বেশি কথোপকথনধর্মী উত্তর দেয় এবং উৎসের লিংকও দেখায়।
এই বিষয়ে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সার্চ প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই বলেছেন, ‘আমরা মূলত চ্যাটজিপিটির পরিচিত অভিজ্ঞতাকেই আরও উন্নত করছি ওয়েব থেকে আপডেটেড তথ্য সরবরাহের মাধ্যমে। আজ থেকেই আমরা শত শত মিলিয়ন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করছি।’
অপেক্ষাকৃত আলাদা একটি পণ্য লঞ্চ করার বদলে, ওপেনএআই সরাসরি চ্যাটজিপিটিতেই সার্চ সুবিধাটি সংযোজন করেছে। ব্যবহারকারীরা এই সার্চ ফিচারটি ডিফল্টভাবে চালু রাখতে পারবেন বা চাইলে ওয়েব সার্চ আইকনের মাধ্যমে ম্যানুয়ালি সক্রিয় করতে পারবেন।
বিশ্লেষকেরা বলছেন, চ্যাটজিপিটিতে অনলাইন সার্চ সংযোজন ওপেনএআই-এর প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফটের সঙ্গে এর সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করবে। কারণ মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিনকে গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও এগিয়ে নিতে কাজ করছে।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান তাঁর প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রতি প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গেছেন। এই তহবিল সংগ্রহে মাইক্রোসফট, টোকিও-ভিত্তিক কনগ্লোমারেট সফটব্যাংক এবং এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিনিয়োগ করেছে।
আরেকটি বিষয় হলো—চ্যাটজিপিটির সার্চ ইঞ্জিন সুবিধা নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করবে। তবে এর ফলে কোম্পানির কম্পিউটিং চাহিদা এবং খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান
৯ ঘণ্টা আগেবহুবিশ্ব বা মাল্টিভার্সের ধারণাটি এখন আর কেবল কল্পকাহিনী বা মার্ভেল সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই ধারণাটিকে নতুনভাবে সামনে এনেছে গুগল। কোম্পানিটি দাবি করছে যে, সম্ভবত আমরা একটি মাল্টিভার্সে বাস করছি! গুগলের নতুন কোয়ান্টাম চিপ ‘উইলো’ এর মাধ্যমে এই তত্ত্বের পক্ষে কিছু প্রমাণও পেয়েছে কোম্পানিটি, য
১৫ ঘণ্টা আগেযুদ্ধের কৌশল এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অনেকাংশে নির্ভরশীল। এই নতুন বাস্তবতায়, ইউক্রেনের হাতে রয়েছে একটি অমূল্য সম্পদ—ড্রোনের মাধ্যমে সংগৃহীত কোটি কোটি ঘণ্টার ভিডিও ফুটেজ। এই ডেটা এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে
১৭ ঘণ্টা আগেবর্তমান যুগে একটি জনপ্রিয় অনুষঙ্গ হলো স্মার্টঘড়ি। শুধু খেলোয়াড়েরাই নয়, কর্মব্যস্ত থেকে ফ্যাশন সচেতন যে কেউ ঝুঁকছেন এই ঘড়ির দিকে। স্বাস্থ্য পর্যবেক্ষণের সহায়ক টুল হলেও এটি মানুষকে ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আনে যা ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য জানা যায়।
১৮ ঘণ্টা আগে