অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
অবশেষে উইন্ডোজ থেকে ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা নিয়ে এল মাইক্রোসফট। বেশ কয়েক বছর ধরেই উইন্ডোজের স্ট্যান্ডার্ড ক্লাউড স্টোরেজ সলিউশন হিসেবে ওয়ানড্রাইভকে চাপিয়ে দিচ্ছিল কোম্পানিটি। বিষয়টি উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়ানড্রাইভ অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ থেকে কীভাবে একেবারে আনইনস্টল করা যাবে, সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইন সর্বপ্রথম ফিচারটি লক্ষ করে। মাইক্রোসফটের ট্রাবলশুটিং গাইডলাইনে সার্ভিসটি বাদ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এই নির্দেশিকায় ধাপে ধাপে ওয়ানড্রাইভ বন্ধ বা আনইনস্টলের পদ্ধতি উল্লেখ রয়েছে। আর যারা পরিষেবাটি ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি সহজ বিকল্প হিসেবে কেবল ক্লায়েন্টকে ‘আনলিংক’ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
উইন্ডোজের ওয়ানড্রাইভ থেকে আনলিংক করার পরও ওয়ানড্রাইভ থেকে তাদের ফাইলগুলোর অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা।
তাছাড়া, ওয়ানড্রাইভ কম্পিউটারে ‘লুকানো’ বা আনইনস্টল করা যেতে পারে। মাইক্রোসফট বলে, এই বিকল্প উইন্ডোজের ‘কিছু সংস্করণ’-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসগুলোতেও পাওয়া যায়।
যদিও গাইডটিতে কিছু পরস্পরবিরোধী নির্দেশনা রয়েছে। গাইডলাইনে প্রাথমিকভাবে বলা হয়েছে, ওয়ানড্রাইভ ডিফল্টভাবে উইন্ডোজ ১০ বা ১১-এর সঙ্গে যুক্ত এবং এটিকে আনইনস্টল করা যাবে না, শুধু লুকানো যাবে। তারপর গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়, ওয়ানড্রাইভ আনইনস্টল করলেও সংরক্ষিত কোনো ডেটা হারানোর কোনো ঝুঁকি নেই।
ওয়ানড্রাইভ আনইনস্টল করার জন্য উইন্ডোজের সেটিংস পৃষ্ঠায় যেতে হবে। এরপর অ্যাপ অপশন থেকে ওয়ানড্রাইভ খুঁজে বের করে অ্যাপটি আনইনস্টল করতে পারবে।
এই সুবিধা উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য পাওয়া যাবে। এই দুটি অপারেটিং সিস্টেমকেই বর্তমানে সমর্থন দিচ্ছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮.১-এর ব্যবহারকারীরা ওয়ানড্রাইভ আনইনস্টল করার সুবিধা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
মাইক্রোসফটের নতুন এই সুবিধা ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) সঙ্গে সংগতি রেখে দেওয়া হতে পারে। এই আইনি কাঠামো ডিজিটাল গেটকিপারদের ওপর নতুন বাধ্যবাধকতা আরোপ করে।
ইউরোপের উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এখন বিং সার্চ, এজসহ বিভিন্ন ‘সিস্টেম’ অ্যাপ আনইনস্টল করতে পারবে। এই অপারেটিং সিস্টেমে এর আগে অ্যাপগুলো আনইনস্টল করা ‘অসম্ভব’ বলে বিবেচিত হতো।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১০ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৫ ঘণ্টা আগে