অনলাইন ডেস্ক
মানুষের সহায়ক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই নির্ভরযোগ্য জায়গা দখল করে নিচ্ছে। বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল, স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহারের মাধ্যমে। সম্প্রতি সুইডেনের একদল গবেষক স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা দেখেছেন যে—এআই প্রায় নির্ভুলভাবে এক্স-রে চিত্র পাঠ করতে পারে। গবেষণাটি করেছেন, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকেরা দেখেছেন, কম্পিউটারের সহায়তায় পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ রেডিওলজিস্টদের মতোই একই হারে নির্ভুলভাবে ক্যানসার স্পট শনাক্ত করতে পারে। তবে গবেষকেরা এখনো খুব বেশি আশাবাদী নন। তাঁরা বলছেন এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। যাতে করে সাধারণ প্রোগ্রামের সহায়তায় ক্যানসার স্পট নির্ণয় করা সম্ভব হয়।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় মোট ৮০ হাজার নারীর স্তন ক্যানসারের এক্স-রে ইমেজ নিয়ে কাজ করা হয়। ফলাফল থেকে দেখা যায়, এআই-এর সহায়তায় ইমেজ স্ক্রিনিং করে দেখা গেছে ২৪৪ জনের স্তন ক্যানসার আছে, বিপরীতে রেডিওলজিস্টরা ২০৩ জন নারীর স্তন ক্যানসার শনাক্ত করেন।
গবেষণার প্রধান গবেষক ড. ক্রিস্টিনা ল্যাঙ বলেছেন, ‘স্তন ক্যানসার নির্ণয়ে এআই ব্যবহারের দারুণ সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বজুড়ে রেডিওলজিস্টদের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘তবে এর সম্ভাব্যতা, ব্যয় এবং কার্যকারিতা সম্পূর্ণরূপে বোঝার জন্য এ ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।’
ড. ল্যাঙ বলেন, ‘এখন এইআই-এর সবচেয়ে বড় সম্ভাবনা হলো—এর ফলে রেডিওলজিস্টদের কাজের বোঝা অনেকটাই কমে যাবে।’
মানুষের সহায়ক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই নির্ভরযোগ্য জায়গা দখল করে নিচ্ছে। বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল, স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহারের মাধ্যমে। সম্প্রতি সুইডেনের একদল গবেষক স্তন ক্যানসার নির্ণয়ে এক্স-রে চিত্র পাঠের কাজে এআই ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকেরা দেখেছেন যে—এআই প্রায় নির্ভুলভাবে এক্স-রে চিত্র পাঠ করতে পারে। গবেষণাটি করেছেন, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষকেরা দেখেছেন, কম্পিউটারের সহায়তায় পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণ রেডিওলজিস্টদের মতোই একই হারে নির্ভুলভাবে ক্যানসার স্পট শনাক্ত করতে পারে। তবে গবেষকেরা এখনো খুব বেশি আশাবাদী নন। তাঁরা বলছেন এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। যাতে করে সাধারণ প্রোগ্রামের সহায়তায় ক্যানসার স্পট নির্ণয় করা সম্ভব হয়।
বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় মোট ৮০ হাজার নারীর স্তন ক্যানসারের এক্স-রে ইমেজ নিয়ে কাজ করা হয়। ফলাফল থেকে দেখা যায়, এআই-এর সহায়তায় ইমেজ স্ক্রিনিং করে দেখা গেছে ২৪৪ জনের স্তন ক্যানসার আছে, বিপরীতে রেডিওলজিস্টরা ২০৩ জন নারীর স্তন ক্যানসার শনাক্ত করেন।
গবেষণার প্রধান গবেষক ড. ক্রিস্টিনা ল্যাঙ বলেছেন, ‘স্তন ক্যানসার নির্ণয়ে এআই ব্যবহারের দারুণ সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বজুড়ে রেডিওলজিস্টদের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘তবে এর সম্ভাব্যতা, ব্যয় এবং কার্যকারিতা সম্পূর্ণরূপে বোঝার জন্য এ ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন।’
ড. ল্যাঙ বলেন, ‘এখন এইআই-এর সবচেয়ে বড় সম্ভাবনা হলো—এর ফলে রেডিওলজিস্টদের কাজের বোঝা অনেকটাই কমে যাবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে