অনলাইন ডেস্ক
জেনারেটিভ এআই চ্যাটজিপিটি এনে হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। লেখা থেকে ছবিও বানিয়ে দিতে পারে এই এআই চ্যাটবট। লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা এআই আনার ঘোষণা আগেই দিয়েছিল। তবে মাঝে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে সোরা এআই (Sora AI) ভিডিও জেনারেটর উন্মুক্ত করল ওপেনএআই।
‘টুয়েলভ ডেজ অব ওপেনএআই’ প্রদর্শনীর প্রথম দিনে ওপেনএআই ০১ মডেল এবং দ্বিতীয় দিনের এন্টারপ্রাইজ মডেল ঘোষণা দেওয়া হয়। তৃতীয় দিনে এসে ঘোষণা দেয় দীর্ঘ প্রতীক্ষিত সোরা এআই ভিডিও জেনারেটর।
প্রায় এক বছর আগে প্রথমবার ইঙ্গিত দেওয়া হয়েছিল এই প্রযুক্তির। এখানে সোরা সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:
সোরা এখন সহজলভ্য
এটি এখন চ্যাটজিপিটি প্লাস এবং প্রো সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। সোরা ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে। এই এআই ভিডিও প্রস্তুতকারক টুলটি গত ফেব্রুয়ারিতে প্রদর্শিত মডেলের একটি আপগ্রেডেড সংস্করণ। একে বলা হচ্ছে সোরা টারবো। এই নতুন মডেলটি আগের তুলনায় দ্রুত এবং উন্নতমানের ভিডিও তৈরি করতে পারে।
সৃজনশীল ফিচার
সোরা টারবো শুধু টেক্সট-টু-ভিডিও তৈরি করতেই নয়, আরও সৃজনশীল কাজেও সক্ষম। একটি টেক্সট প্রম্পট দিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিও তৈরি করা যায়, একটি স্থির চিত্রে অ্যানিমেশন যোগ করা যায়, অথবা একটি বিদ্যমান ভিডিওকে নতুন টেক্সট প্রম্পটের মাধ্যমে রিমিক্স করা যায়।
কিছু সীমাবদ্ধতা
সোরা ক্রেডিট সিস্টেমে চলে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবাররা প্রতি মাসে ১ হাজার ক্রেডিট পান, এটি দিয়ে ৭২০পি রেজুলিউশনের প্রতিটি ভিডিও পাঁচ সেকেন্ডের ৫০টি ভিডিও তৈরি যাবে।
প্রো প্ল্যানে আরও সুবিধা
প্রতি মাসে ২০০ ডলার খরচ করলে নতুন চ্যাটজিপিটি প্রো প্ল্যানে প্রতিটি ২০ সেকেন্ড পর্যন্ত ১০৮০পি রেজুলিউশনের উচ্চ মানের ভিডিও তৈরি করা যাবে। প্লাস প্ল্যানের চেয়ে দশগুণ বেশি অগ্রাধিকার ভিত্তিতে ভিডিও এবং একসঙ্গে পাঁচটি ভিডিও প্রসেস করার সুবিধা পাওয়া যাবে। ৫০০ অগ্রাধিকার স্লট শেষ হয়ে গেলে, সীমাহীন ভিডিও তৈরি যাবে, এতে ওপেনএআই–এর ওয়াটারমার্ক থাকবে। কিন্তু প্লাস প্ল্যানে এই সুবিধা মিলবে না।
সোরা এক্সপ্লোর
ভিডিও তৈরি না করলেও সোরা এক্সপ্লোর পেজ ঘুরে অন্যদের তৈরি করা ভিডিও দেখা যাবে, সেখান থেকে ধারণা নেওয়া যাবে।
যুক্তরাজ্য এবং ইউরোপে আপাতত সোরা ব্যবহার করা যাবে না। কবে আসবে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। চ্যাটজিপিটির ওপর আরোপিত নানা বিধিনিষেধের জন্য ইউরোপে এসব টুল আসতে দেরি হতে পারে।
জেনারেটিভ এআই চ্যাটজিপিটি এনে হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। লেখা থেকে ছবিও বানিয়ে দিতে পারে এই এআই চ্যাটবট। লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা এআই আনার ঘোষণা আগেই দিয়েছিল। তবে মাঝে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে সোরা এআই (Sora AI) ভিডিও জেনারেটর উন্মুক্ত করল ওপেনএআই।
‘টুয়েলভ ডেজ অব ওপেনএআই’ প্রদর্শনীর প্রথম দিনে ওপেনএআই ০১ মডেল এবং দ্বিতীয় দিনের এন্টারপ্রাইজ মডেল ঘোষণা দেওয়া হয়। তৃতীয় দিনে এসে ঘোষণা দেয় দীর্ঘ প্রতীক্ষিত সোরা এআই ভিডিও জেনারেটর।
প্রায় এক বছর আগে প্রথমবার ইঙ্গিত দেওয়া হয়েছিল এই প্রযুক্তির। এখানে সোরা সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:
সোরা এখন সহজলভ্য
এটি এখন চ্যাটজিপিটি প্লাস এবং প্রো সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। সোরা ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহার করা যাবে। এই এআই ভিডিও প্রস্তুতকারক টুলটি গত ফেব্রুয়ারিতে প্রদর্শিত মডেলের একটি আপগ্রেডেড সংস্করণ। একে বলা হচ্ছে সোরা টারবো। এই নতুন মডেলটি আগের তুলনায় দ্রুত এবং উন্নতমানের ভিডিও তৈরি করতে পারে।
সৃজনশীল ফিচার
সোরা টারবো শুধু টেক্সট-টু-ভিডিও তৈরি করতেই নয়, আরও সৃজনশীল কাজেও সক্ষম। একটি টেক্সট প্রম্পট দিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিও তৈরি করা যায়, একটি স্থির চিত্রে অ্যানিমেশন যোগ করা যায়, অথবা একটি বিদ্যমান ভিডিওকে নতুন টেক্সট প্রম্পটের মাধ্যমে রিমিক্স করা যায়।
কিছু সীমাবদ্ধতা
সোরা ক্রেডিট সিস্টেমে চলে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবাররা প্রতি মাসে ১ হাজার ক্রেডিট পান, এটি দিয়ে ৭২০পি রেজুলিউশনের প্রতিটি ভিডিও পাঁচ সেকেন্ডের ৫০টি ভিডিও তৈরি যাবে।
প্রো প্ল্যানে আরও সুবিধা
প্রতি মাসে ২০০ ডলার খরচ করলে নতুন চ্যাটজিপিটি প্রো প্ল্যানে প্রতিটি ২০ সেকেন্ড পর্যন্ত ১০৮০পি রেজুলিউশনের উচ্চ মানের ভিডিও তৈরি করা যাবে। প্লাস প্ল্যানের চেয়ে দশগুণ বেশি অগ্রাধিকার ভিত্তিতে ভিডিও এবং একসঙ্গে পাঁচটি ভিডিও প্রসেস করার সুবিধা পাওয়া যাবে। ৫০০ অগ্রাধিকার স্লট শেষ হয়ে গেলে, সীমাহীন ভিডিও তৈরি যাবে, এতে ওপেনএআই–এর ওয়াটারমার্ক থাকবে। কিন্তু প্লাস প্ল্যানে এই সুবিধা মিলবে না।
সোরা এক্সপ্লোর
ভিডিও তৈরি না করলেও সোরা এক্সপ্লোর পেজ ঘুরে অন্যদের তৈরি করা ভিডিও দেখা যাবে, সেখান থেকে ধারণা নেওয়া যাবে।
যুক্তরাজ্য এবং ইউরোপে আপাতত সোরা ব্যবহার করা যাবে না। কবে আসবে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। চ্যাটজিপিটির ওপর আরোপিত নানা বিধিনিষেধের জন্য ইউরোপে এসব টুল আসতে দেরি হতে পারে।
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
১ দিন আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
২ দিন আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
২ দিন আগে