অনলাইন ডেস্ক
ছোট দৈর্ঘ্যের ভিডিও পোস্টের জন্য ইউটিউবে রয়েছে ‘শর্টস’ ফিচার। এই ফিচারর জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে যাওয়ায় ভিডিওর সময় ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করল গুগল। এই দীর্ঘ কনটেন্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীলাতা আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবে।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, শর্টসের সময় বাড়ানোর জন্য বারবার অনুরোধ করেন ক্রিয়েটররা। তবে নতুন ফিচারটি ১৫ অক্টোবরের আগে আপলোড করা ভিডিওগুলোকে প্রভাবিত করবে না।
শর্টস ভিডিওর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি ক্রিয়েটরদের প্রতিক্রিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের শর্ট-ফর্ম কনটেন্টের সময় বাড়ানোর ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মটিতে ৩ মিনিটের ভিডিও তৈরি করার অনুমতি দিয়ে ইউটিউব আরও সৃজনশীল এবং ভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে চায়। এই পরিবর্তন ক্রিয়েটরদের বড় গল্প বলার সুযোগ দেবে।
উল্লেখ্য, বর্তমানে ইউটিউবে এক মিনিট বেশি সময়ের যেকোনো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় ফরম্যাট ভিডিও হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ১৫ অক্টোবরের পর নতুন যেকোনো ভিডিও তিন মিনিটের মধ্যে থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে শর্ট হিসেবে প্রকাশ পাবে। ভিডিওটি বর্গাকার বা উল্লম্ব অ্যাসপেক্ট রেশিওতে আপলোড করা হোক না কেন তা শর্টস হিসেবেই আপলোড হবে।
১৫ অক্টোবরের আগে আপলোড করা ৩ মিনিটের ভিডিওগুলো বড় ভিডিওর আয়ের মডেল অনুসরণ করে আয় করবে। আর ১৫ অক্টোবরের পরে আপলোড করা ৩ মিনিটের মধ্যে থাকা ভিডিওগুলো শর্টস আয় মডেলের মাধ্যমে মোনেটাইজ করা যাবে।
শর্টসের সময় বাড়ানো একটি উল্লেখযোগ্য সংযোজন হলেও ব্যবহারকারীরা বর্তমানে ইউটিউব মোবাইল অ্যাপের শর্টস ক্যামেরা ব্যবহার করে ৩ মিনিটের শর্টস তৈরি করতে পারবে না। তবে ইউটিউব স্টুডিও বা তাদের ডেস্কটপ বা মোবাইল অ্যাপ ব্যবহার করে তিন মিনিটের শর্টস আপলোড করতে পারবেন।
ইউটিউব শর্টসকে টিকটকের বিকল্প হিসেবে প্রচার করছে। সেই সঙ্গে টিকটকের মতো ফিচার যোগ করছে এবং ছোট ফরম্যাট কনটেন্ট তৈরির জন্য উৎসাহিত করতে ক্রিয়েটরদের ওপর বিনিয়োগ করছে। তবে কিছু ব্যবহারকারী টিকটক মতো কনটেন্টের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও দেখতে বেশি আগ্রহী। এ জন্য ‘শো ফিউআর শর্টস’ অপশন যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউটিউব, যা ব্যবহারকারীর হোম ফিডে শর্টস ভিডিওগুলো সংখ্যা সাময়িকভাবে কমিয়ে দেবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
ছোট দৈর্ঘ্যের ভিডিও পোস্টের জন্য ইউটিউবে রয়েছে ‘শর্টস’ ফিচার। এই ফিচারর জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে যাওয়ায় ভিডিওর সময় ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করল গুগল। এই দীর্ঘ কনটেন্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীলাতা আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবে।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, শর্টসের সময় বাড়ানোর জন্য বারবার অনুরোধ করেন ক্রিয়েটররা। তবে নতুন ফিচারটি ১৫ অক্টোবরের আগে আপলোড করা ভিডিওগুলোকে প্রভাবিত করবে না।
শর্টস ভিডিওর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি ক্রিয়েটরদের প্রতিক্রিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের শর্ট-ফর্ম কনটেন্টের সময় বাড়ানোর ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মটিতে ৩ মিনিটের ভিডিও তৈরি করার অনুমতি দিয়ে ইউটিউব আরও সৃজনশীল এবং ভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে চায়। এই পরিবর্তন ক্রিয়েটরদের বড় গল্প বলার সুযোগ দেবে।
উল্লেখ্য, বর্তমানে ইউটিউবে এক মিনিট বেশি সময়ের যেকোনো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় ফরম্যাট ভিডিও হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ১৫ অক্টোবরের পর নতুন যেকোনো ভিডিও তিন মিনিটের মধ্যে থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে শর্ট হিসেবে প্রকাশ পাবে। ভিডিওটি বর্গাকার বা উল্লম্ব অ্যাসপেক্ট রেশিওতে আপলোড করা হোক না কেন তা শর্টস হিসেবেই আপলোড হবে।
১৫ অক্টোবরের আগে আপলোড করা ৩ মিনিটের ভিডিওগুলো বড় ভিডিওর আয়ের মডেল অনুসরণ করে আয় করবে। আর ১৫ অক্টোবরের পরে আপলোড করা ৩ মিনিটের মধ্যে থাকা ভিডিওগুলো শর্টস আয় মডেলের মাধ্যমে মোনেটাইজ করা যাবে।
শর্টসের সময় বাড়ানো একটি উল্লেখযোগ্য সংযোজন হলেও ব্যবহারকারীরা বর্তমানে ইউটিউব মোবাইল অ্যাপের শর্টস ক্যামেরা ব্যবহার করে ৩ মিনিটের শর্টস তৈরি করতে পারবে না। তবে ইউটিউব স্টুডিও বা তাদের ডেস্কটপ বা মোবাইল অ্যাপ ব্যবহার করে তিন মিনিটের শর্টস আপলোড করতে পারবেন।
ইউটিউব শর্টসকে টিকটকের বিকল্প হিসেবে প্রচার করছে। সেই সঙ্গে টিকটকের মতো ফিচার যোগ করছে এবং ছোট ফরম্যাট কনটেন্ট তৈরির জন্য উৎসাহিত করতে ক্রিয়েটরদের ওপর বিনিয়োগ করছে। তবে কিছু ব্যবহারকারী টিকটক মতো কনটেন্টের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও দেখতে বেশি আগ্রহী। এ জন্য ‘শো ফিউআর শর্টস’ অপশন যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউটিউব, যা ব্যবহারকারীর হোম ফিডে শর্টস ভিডিওগুলো সংখ্যা সাময়িকভাবে কমিয়ে দেবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
৬ ঘণ্টা আগে