স্বাস্থ্য বিষয়ক তথ্য দেবে অ্যাপলের এয়ারপডস, আসছে স্মার্ট হোম ক্যামেরাও

অনলাইন ডেস্ক
Thumbnail image
এসব সেন্সর পূর্বে এয়ারপডসে ব্যবহারের কথাও শোনা গেছে। ছবি: অ্যাপল

স্বাস্থ্য বিষয়ক ফিচারসহ নতুন এয়ারপডস ও স্মার্ট হোম ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল। ২০২৬ সালের মধ্যেই এই দুটি পণ্য বাজারে আসতে পারে বলে জানিয়েছেন অ্যাপলের সরবরাহ শৃঙ্খল বিশ্লেষক মিং–চি কুও।

কুও বলেছেন, অ্যাপলের স্মার্ট হোম ক্যামেরার উৎপাদন ২০২৬ সালে শুরু হবে এবং দীর্ঘ মেয়াদে এর লক্ষ্যমাত্রা হিসেবে কয়েক কোটি ইউনিট বিক্রির পরিকল্পনা করছে কোম্পানিটি। তিনি বলেছেন, ক্যামেরাটি ওয়্যারলেস কানেকটিভিটিসহ থাকবে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরির সমর্থন থাকবে। তবে তিনি অন্যান্য কোনো নির্দিষ্ট ফিচারের কথা উল্লেখ করেননি।

এর আগে বিভিন্ন তথ্য সূত্র বলেছিল, অ্যাপল একটি স্মার্ট হোম ডিভাইস উন্মোচন করবে যা ২০২৫ সালের শুরুর দিকে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তাই কুও যে ডিভাইসটির কথা উল্লেখ করেছেন সেটি একই নাকি তা এখনো নিশ্চিত নয়।

আর এয়ারপডস সম্পর্কে কুও বলেন, নতুন এয়ারপডসগুলোয় অ্যাপল ওয়াচের মতো আরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ফিচার থাকবে।

বিশ্লেষকের মতে, চীনা নির্মাতা গোয়েরটেক ২০২৬ সালের এয়ারপডস মডেলের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে। নতুন স্মার্ট হোম ক্যামেরার অংশগুলোর গোয়েরটেক একত্রিত করবে।

অ্যাপলের আসন্ন পাওয়ারবিটস প্রো ২ মডেলটি ওয়ার্কআউটের সময় হার্ট রেট মনিটরিং সুবিধা প্রদান করবে এবং এই ফিচারটি ভবিষ্যতে এয়ারপডসেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অ্যাপলের স্বাস্থ্য কেন্দ্রিক সেন্সরগুলোর সম্পর্কে গুঞ্জন রয়েছে যে, এটি শরীরের তাপমাত্রা পরিমাপ করার মতো ফিচারের সুবিধা দিতে পারে এবং এসব সেন্সর পূর্বে এয়ারপডসে ব্যবহারের কথাও শোনা গেছে।

চলতি বছরে এয়ারপডস প্রো ২ উন্মোচন করা হয়েছে। যেটি আইওএস ১৮ ভিত্তিক ‘হিয়ারিং এইড ফিচার’ নামক সফটওয়্যারের কল্যাণে এখন হিয়ারিং এইড ডিভাইস বা শ্রবণ সহায়ক যন্ত্র হিসেবে কাজ করে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত