অনলাইন ডেস্ক
জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
২ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৮ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৯ ঘণ্টা আগে