অনলাইন ডেস্ক
চলতি বছরের অন্তত তিনটি মিড রেঞ্জ বা মাঝারি বাজেটের ট্যাবলেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের। তবে এর মধ্যেই আসন্ন গ্যালাক্সি ট্যাবলেটগুলোর প্রসেসর (চিপসেট) সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে।
গ্যালাক্সি এ৫৬ সঙ্গে ব্যবহৃত চিপসেটগুলোই গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই প্লাস মডেলগুলোতে ব্যবহৃত হবে। আসন্ন ফ্যান এডিশন ট্যাবলেটগুলোতে এক্সিনোস ১৫৮০ প্রসেসর থাকবে। চিপসেটগুলো তিন মাস আগে উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলোর সম্পর্কিত কোডের মাধ্যমে এসব তথ্য খুঁজে পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
কোডে আরও প্রকাশ পায় যে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার উভয় সংস্করণে আসবে।
এক্সিনোস ১৫৮০ একটি শক্তিশালী চিপ, যাতে এআরএমের নতুন সিপিইউ কোর এবং এএমডির আরডিএনএ ৩ আর্কিটেকচারের জিপিইউ ব্যবহার করে। এটি একটি ৪ ন্যানোমিটার চিপ, যার মধ্যে রয়েছে চারটি কোর্টেক্স-এ ৭২০ সিপিইউ কোর, চারটি কোর্টেক্স-এ ৫২০ সিপিইউ কোর এবং এক্সক্লিপস ৫৪০ জিপিইউ। এটি গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজে ব্যবহৃত ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৪৮০–এর তুলনায় বেশ ভালো কাজ করে।
গ্যালাক্সি ট্যাব অ্যাকটিভ ৫ প্রো সম্ভবত স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ (এসএম ৭৬৩৫) প্রসেসর ব্যবহার করবে স্যামসাং। এটি একই চিপ, যা গ্যালাক্সি এক্সকভার ৭ প্রোতে ব্যবহৃত হয়েছে। আসন্ন ট্যাবলেটটি ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার সংস্করণে আসবে।
সাধারণত দেড় বছর নতুন ফ্যান এডিশন ট্যাবলেট উন্মোচন করে স্যামসাং। তবে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই সিরিজটি একটু তাড়াতাড়ি উন্মোচন করতে পারে কোম্পানিটি। কারণ আসন্ন ডিভাইসগুলোর সম্পর্কিত তথ্য দ্রুত ফাঁস হলো। হয়তো এ বছরের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে।
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যামসহ) নিয়ে চালানো হচ্ছে।
চলতি বছরের অন্তত তিনটি মিড রেঞ্জ বা মাঝারি বাজেটের ট্যাবলেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের। তবে এর মধ্যেই আসন্ন গ্যালাক্সি ট্যাবলেটগুলোর প্রসেসর (চিপসেট) সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে।
গ্যালাক্সি এ৫৬ সঙ্গে ব্যবহৃত চিপসেটগুলোই গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই প্লাস মডেলগুলোতে ব্যবহৃত হবে। আসন্ন ফ্যান এডিশন ট্যাবলেটগুলোতে এক্সিনোস ১৫৮০ প্রসেসর থাকবে। চিপসেটগুলো তিন মাস আগে উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলোর সম্পর্কিত কোডের মাধ্যমে এসব তথ্য খুঁজে পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
কোডে আরও প্রকাশ পায় যে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার উভয় সংস্করণে আসবে।
এক্সিনোস ১৫৮০ একটি শক্তিশালী চিপ, যাতে এআরএমের নতুন সিপিইউ কোর এবং এএমডির আরডিএনএ ৩ আর্কিটেকচারের জিপিইউ ব্যবহার করে। এটি একটি ৪ ন্যানোমিটার চিপ, যার মধ্যে রয়েছে চারটি কোর্টেক্স-এ ৭২০ সিপিইউ কোর, চারটি কোর্টেক্স-এ ৫২০ সিপিইউ কোর এবং এক্সক্লিপস ৫৪০ জিপিইউ। এটি গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজে ব্যবহৃত ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৪৮০–এর তুলনায় বেশ ভালো কাজ করে।
গ্যালাক্সি ট্যাব অ্যাকটিভ ৫ প্রো সম্ভবত স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ (এসএম ৭৬৩৫) প্রসেসর ব্যবহার করবে স্যামসাং। এটি একই চিপ, যা গ্যালাক্সি এক্সকভার ৭ প্রোতে ব্যবহৃত হয়েছে। আসন্ন ট্যাবলেটটি ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার সংস্করণে আসবে।
সাধারণত দেড় বছর নতুন ফ্যান এডিশন ট্যাবলেট উন্মোচন করে স্যামসাং। তবে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই সিরিজটি একটু তাড়াতাড়ি উন্মোচন করতে পারে কোম্পানিটি। কারণ আসন্ন ডিভাইসগুলোর সম্পর্কিত তথ্য দ্রুত ফাঁস হলো। হয়তো এ বছরের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে।
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যামসহ) নিয়ে চালানো হচ্ছে।
হ্যাকাররা ভুয়া ই–মেইলে নিজেদের মার্কিন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ই–মেইলে একটি কিউআর কোড দেওয়া হয়। এটি স্ক্যান করলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে, এটি আসলে একটি হ্যাকিং কৌশল।রাশিয়া, হ্যাকার, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট
৬ ঘণ্টা আগেএকজন ব্যক্তির রুচি প্রকাশ পেতে পারে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। তাই অনেকেই প্রোফাইলটি সুন্দর করে গুছিয়ে রাখতে বেশ মনোযোগ দেয়। এ ক্ষেত্রে ফেসবুকও প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের প্রোফাইলগুলো আরও আকর্ষণীয় করতে তুলতে সাহায্য করে। এর মধ্যে ফেসবুক প্রোফাইলে মিউজিক বা গান যোগ করা একটি ফিচা
১৪ ঘণ্টা আগেএক দশকেরও বেশি সময় ধরে সার্চ ইঞ্জিন বাজারে ৯০ শতাংশ শেয়ার ছিল গুগলের দখলে। তবে ২০২৪ সালের শেষ তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রথমবারের মতো ৯০ শতাংশের নিচে নেমে এসেছে। অপরদিকে এই বাজারে মাইক্রোসফটের শেয়ার দ্বিগুণ হয়েছে।
১৭ ঘণ্টা আগেইউটিউব ভিডিও ও সার্চ ফলাফলে ফ্যাক্ট চেকিং ফিচার যুক্ত করবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবহিত করল টেক জায়ান্ট গুগল। ইইউ–এর নতুন আইন অনুসারে এই ধরনের প্ল্যাটফর্মে ফ্যাক্ট চেকিং ফিচার যোগ করা বাধ্যতামূলক হলেও, এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করবে না কোম্পানিটি। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাকস
২১ ঘণ্টা আগে