চলতি বছরের অন্তত তিনটি মিড রেঞ্জ বা মাঝারি বাজেটের ট্যাবলেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের। তবে এর মধ্যেই আসন্ন গ্যালাক্সি ট্যাবলেটগুলোর প্রসেসর (চিপসেট) সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে।
গ্যালাক্সি এ৫৬ সঙ্গে ব্যবহৃত চিপসেটগুলোই গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই প্লাস মডেলগুলোতে ব্যবহৃত হবে। আসন্ন ফ্যান এডিশন ট্যাবলেটগুলোতে এক্সিনোস ১৫৮০ প্রসেসর থাকবে। চিপসেটগুলো তিন মাস আগে উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলোর সম্পর্কিত কোডের মাধ্যমে এসব তথ্য খুঁজে পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
কোডে আরও প্রকাশ পায় যে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার উভয় সংস্করণে আসবে।
এক্সিনোস ১৫৮০ একটি শক্তিশালী চিপ, যাতে এআরএমের নতুন সিপিইউ কোর এবং এএমডির আরডিএনএ ৩ আর্কিটেকচারের জিপিইউ ব্যবহার করে। এটি একটি ৪ ন্যানোমিটার চিপ, যার মধ্যে রয়েছে চারটি কোর্টেক্স-এ ৭২০ সিপিইউ কোর, চারটি কোর্টেক্স-এ ৫২০ সিপিইউ কোর এবং এক্সক্লিপস ৫৪০ জিপিইউ। এটি গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজে ব্যবহৃত ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৪৮০–এর তুলনায় বেশ ভালো কাজ করে।
গ্যালাক্সি ট্যাব অ্যাকটিভ ৫ প্রো সম্ভবত স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ (এসএম ৭৬৩৫) প্রসেসর ব্যবহার করবে স্যামসাং। এটি একই চিপ, যা গ্যালাক্সি এক্সকভার ৭ প্রোতে ব্যবহৃত হয়েছে। আসন্ন ট্যাবলেটটি ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার সংস্করণে আসবে।
সাধারণত দেড় বছর নতুন ফ্যান এডিশন ট্যাবলেট উন্মোচন করে স্যামসাং। তবে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই সিরিজটি একটু তাড়াতাড়ি উন্মোচন করতে পারে কোম্পানিটি। কারণ আসন্ন ডিভাইসগুলোর সম্পর্কিত তথ্য দ্রুত ফাঁস হলো। হয়তো এ বছরের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে।
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যামসহ) নিয়ে চালানো হচ্ছে।
চলতি বছরের অন্তত তিনটি মিড রেঞ্জ বা মাঝারি বাজেটের ট্যাবলেট নিয়ে আসার পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের। তবে এর মধ্যেই আসন্ন গ্যালাক্সি ট্যাবলেটগুলোর প্রসেসর (চিপসেট) সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে।
গ্যালাক্সি এ৫৬ সঙ্গে ব্যবহৃত চিপসেটগুলোই গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস ১০ এফই প্লাস মডেলগুলোতে ব্যবহৃত হবে। আসন্ন ফ্যান এডিশন ট্যাবলেটগুলোতে এক্সিনোস ১৫৮০ প্রসেসর থাকবে। চিপসেটগুলো তিন মাস আগে উন্মোচন করা হয়েছিল। ডিভাইসগুলোর সম্পর্কিত কোডের মাধ্যমে এসব তথ্য খুঁজে পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
কোডে আরও প্রকাশ পায় যে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই এবং গ্যালাক্সি ট্যাব এস১০ এফই+ ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার উভয় সংস্করণে আসবে।
এক্সিনোস ১৫৮০ একটি শক্তিশালী চিপ, যাতে এআরএমের নতুন সিপিইউ কোর এবং এএমডির আরডিএনএ ৩ আর্কিটেকচারের জিপিইউ ব্যবহার করে। এটি একটি ৪ ন্যানোমিটার চিপ, যার মধ্যে রয়েছে চারটি কোর্টেক্স-এ ৭২০ সিপিইউ কোর, চারটি কোর্টেক্স-এ ৫২০ সিপিইউ কোর এবং এক্সক্লিপস ৫৪০ জিপিইউ। এটি গ্যালাক্সি ট্যাব এস৯ এফই সিরিজে ব্যবহৃত ৫ ন্যানোমিটার এক্সিনোস ১৪৮০–এর তুলনায় বেশ ভালো কাজ করে।
গ্যালাক্সি ট্যাব অ্যাকটিভ ৫ প্রো সম্ভবত স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ (এসএম ৭৬৩৫) প্রসেসর ব্যবহার করবে স্যামসাং। এটি একই চিপ, যা গ্যালাক্সি এক্সকভার ৭ প্রোতে ব্যবহৃত হয়েছে। আসন্ন ট্যাবলেটটি ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার সংস্করণে আসবে।
সাধারণত দেড় বছর নতুন ফ্যান এডিশন ট্যাবলেট উন্মোচন করে স্যামসাং। তবে, গ্যালাক্সি ট্যাব এস১০ এফই সিরিজটি একটু তাড়াতাড়ি উন্মোচন করতে পারে কোম্পানিটি। কারণ আসন্ন ডিভাইসগুলোর সম্পর্কিত তথ্য দ্রুত ফাঁস হলো। হয়তো এ বছরের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে।
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যামসহ) নিয়ে চালানো হচ্ছে।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৪ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৭ ঘণ্টা আগে